বাংলাদেশের গুরুত্বপূর্ণ ১০১টি ভাস্কর্য !!!
_________________________________________
১। জাতীয় স্মৃতিসৌধ ➟ সৈয়দ মাঈনুল হোসেন ➟ সাভার
২। জাতীয় সংসদ ভবন ➟ লুই আই কান ➟ শেরে বাংলা নগর, ঢাকা
৩। কেন্দ্রীয় শহীদ মিনার ➟ হামিদুর রহমান ➟ ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণ
৪। মুজিবনগর স্মৃতিসৌধ ➟ তানভীর কবির ➟ মেহেরপুর জেলার মুজিবনগর
৫। রাজারবাগ স্মৃতিসৌধ ➟ মোস্তফা হারুন কুদ্দুস হিলি ➟ গগনবাড়ি, সাভার
৬। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ➟ মোস্তফা হারুন কুদ্দুস হিলি ➟ ঢাকা মিরপুর
৭। স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ➟ এ কে এম ইকবাল ➟ ঢাকা সেনানিবাস
৮। শহীদ স্মৃতিস্তম্ভ ➟ এ আর খন্দকার তাজউদ্দিন আহমদ ➟ মিরপুর
৯। স্বাধীনতা সংগ্রাম ➟ শামীম শিকদার ➟ফুলার রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়
১০। অপরাজেয় বাংলা ➟সৈয়দ আব্দুল্লাহ খালেদ ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন
১১। রাজু ভাস্কর ➟ শ্যামল চৌধুরী ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর
১২। স্বোপার্জিত স্বাধীনতা ➟ শামীম শিকদার ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর
১৩। শান্তির পাখি ➟ হামিদুজ্জামান খান ➟ টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৪। বেগম রোকেয়া ভাস্কর্য ➟ হামিদুজ্জামান খান ➟ রোকেয়া হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৫। স্বামী বিবেকানন্দ ➟ শামীম শিকদার ➟ জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৬। মা ও শিশু ➟ নভেরা আহমেদ ➟ মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭। নারী, শিশু ও পুরুষ ➟ নভেরা আহমেদ ➟ ঢাকা বিশ্ববিদ্যালয়
১৮। কৃষক পরিবার ➟ নভেরা আহমেদ ➟ জাতীয় জাদুঘর প্রাঙ্গণ, ঢাকা
১৯। ক্যাকটাস ➟ হামিদুজ্জামান খান ➟ ঢাকা বিশ্ববিদ্যালয়
২০। দোয়েল চত্বর ➟ আজিজুল জলিল পাশা ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল
২১। শাপলা চত্বর ➟ আজিজুল জলিল পাশা ➟ মতিঝিল
২২। সাবাস বাংলাদেশ ➟ নিতুন কুন্ডু ➟ রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৩। সংশপ্তক ➟ হামিদুজ্জামান খান ➟ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৪। সর্বোচ্চ শহীদ মিনার ➟ রবিউল হুসাইন ➟ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৫। অমর একুশে ➟ জাহানারা পারভীন ➟ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
২৬। স্মরণ ➟ সৈয়দ সাইফুল কবির ➟ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৭। স্মারক ➟ মর্তুজা বশীর ➟ চট্টগ্রাম বিশ্ববিদ্যায়
২৮। একাত্তরের গণহত্যা ভাস্কর ➟ রাশা ➟ জগন্নাথ বিশ্ববিদ্যালয়
২৯। জয় বাংলা জয় তারুণ্য ➟ আলাউদ্দিন বুলবুল ➟ ঢাকা বিশ্ববিদ্যালয়
৩০। মুক্তবাংলা ➟ রশিদ আহমেদ ➟ ইসলামী বিশ্ববিদ্যালয়
৩১। সোনার বাংলা ➟ শ্যামল চৌধুরি ➟ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
৩২। জয় বাংলা ➟ হামিদুজ্জামান খান ➟ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়
৩৩। অদম্য বাংলা ➟ গোপাল চন্দ্র পাল ➟ খুলনা বিশ্ববিদ্যালয়
৩৪। দুর্বার বাংলা ➟ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩৫। দূরন্ত ➟ সুলতানুল ইসলাম ➟ শিশু একাডেমী, ঢাকা
৩৬। জাগ্রত চৌরঙ্গী ➟ আব্দুর রাজ্জাক ➟ জয়দেবপুর
৩৭। জাগ্রত বাঙালী ➟ রফিকুল ইসলাম শাহীন ➟ যশোর
৩৮। মিশুক ➟ মোস্তাফা মনোয়ার ➟ জাতীয় শিশু পার্কের সামনে
৩৯। কিংবদন্তী ➟ হামিদুজ্জামান খান ➟ মিরপুর, ঢাকা
৪০। সংগ্রাম ➟ জয়নুল আবেদিন ➟ সোনারগাঁও, নারায়ণগঞ্জ
৪১। অঙ্গীকার ➟ আব্দুল্লাহ খালেদ ➟ সাভার
৪২। রক্তধারা ➟ চঞ্চল কর্মকার ➟ চাঁদপুর
৪৩। শপথ ➟ স্বপন আচার্য ➟ চাঁদপুর
৪৪। প্রত্যাশা ➟ মৃণাল হক ➟ ঢাকা
৪৫। বলাকা ➟ মৃণাল হক ➟ মতিঝিল
৪৬। অর্ঘ্য ➟ মৃণাল হক ➟ সায়েন্স ল্যাব ঢাকা
৪৭। দুর্জয় ➟ মৃণাল হক ➟ রাজারবাগ ঢাকা
৪৮। চির দুর্জয় ➟মৃণাল হক ➟ রাজারবাগ ঢাকা
৪৯। বিজয় ➟ মৃণাল হক ➟ খাগড়াছড়ি
৫০। সাম্যবাদ ➟ মৃণাল হক ➟ কাকরাইল
৫১। বাউল ভাস্কর ➟ মৃণাল হক ➟শাহজালাল বিমানবন্দর
৫২। বর্ষারাণী ➟ মৃণাল হক ➟ তেজগাঁও
৫৩। গোল্ডেন জুবিলী টাওয়ার ➟ মৃণাল হক ➟ রাজশাহী বিশ্ববিদ্যালয়
৫৪। প্রতিরোধ ➟ মৃণাল হক ➟ নারায়ানগঞ্জ
৫৫। রাজসিক বিহার ➟মৃণাল হক ➟ হোটেল শেরাটন ঢাকা
৫৬। কোতয়াল ➟ মৃণাল হক ➟ মিন্ট রোড ঢাকা
৬৭। হজ্ব মিনার ➟ মৃণাল হক ➟ বিমানবন্দরের সামনে
৫৮। সীমান্ত গৌরব ➟ মৃণাল হক ➟ বিজিবি সদরদপ্তর পিলখানা ঢাকা
৫৯। পতাকা ৭১ ➟ রূপম রায় ➟ মুন্সিগঞ্জ
৬০। প্রত্যয় ৭১ ➟ মৃণাল হক ➟ মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়
৬১। চেতনা ৭১ ➟ মোঃ মইনুল ➟ কুষ্টিয়া
৬২। বিজয় ৭১ ➟ খন্দকার বদরুল ইসলাম নান্নু ➟ কৃষি বিশ্ববিদ্যালয়
৬৩। অপরাজেয় ৭১ ➟ স্বাধীন চৌধুরী ➟ ঠাকুরগাঁও
৬৪। প্রবাহমান ৭১ ➟ মাদারীপুর
৬৫। মৃত্যুঞ্জয়ী ৭১ ➟ কাজল আচার্য ➟ শ্রীমঙ্গল, মৌলভীবাজার
৬৬। অন্ধুরিত যুদ্ধ ৭১ ➟ বিন্দু সরকার ➟ মুন্সিগঞ্জ
৬৭। জয়তা ৭১ ➟ ইডেন মহিলা কলেজ
৬৮। একাত্তরের স্মরণে ➟ হামিদুজ্জামান খান ➟ বাংলা একাডেমী প্রাঙ্গণ ঢাকা
৬৯। স্মৃতির মিনার ➟ হামিদুজ্জামান খান ➟ জাতীয় বিশ্ববিদ্যালয়
৭০। চিরন্তন বাংলাদেশ ➟ আরিফুল আলম ➟ রাজশাহী
৭১। যুদ্ধজয় ➟ এজাজ ও কবির ➟ কুমিল্লা
৭২। যুদ্ধভাসান ➟ কুমিল্লা
৭৩। স্বাধীনতা ➟ হামিদুজ্জামান খান ➟ কাজি নজরুল ইসলাম এভিনিউ ঢাকা
৭৪। স্বাধীনতা চত্বর ➟ মৃণাল হক ➟ মাদারীপুর।
৭৫। চিরঞ্জীব স্বাধীনতা ➟ নীল উৎপল কর ➟ কিশোরগঞ্জ
৭৬। চেতনায় চিরঞ্জীব ➟ মাহবুব শামীম ➟ মাইকেল মধুসূদন কলেজ যশোর
৭৭। রক্তসোপান ➟ রাজেন্দ্রপুর সেনানিবাস
৭৮। কুরআন ভাস্কর্য ➟ কামরুল হাসান শিপন ➟ কসবা, ব্রাহ্মণবাড়িয়া
৭৯। বীর ভাস্কর্য ➟ হাজ্জাজ কায়সার ➟ নিকুঞ্জ, ঢাকা
৮০। বীর বাঙালী ➟ এডভোকেট লুৎফর রহমান
৮১। বীরের প্রত্যাবর্তন ➟ সুদীপ্ত মল্লিক
৮২। শিখা অনির্বাণ ➟ ঢাকা ক্যান্টনমেন্ট
৮৩। শিখা চিরন্তন ➟ সোহরাওয়ার্দী উদ্যান
৮৪। তরফদার ➟ খুলনা
৮৫। অনুমান ➟ অনীক রেজা ➟ রংপুর
৮৬। মোদের গরব ➟ অখিল পাল ➟ বাংলা একাডেমী প্রাঙ্গণ
৮৭। রুই-কাতলা ➟ হামিদুজ্জামান খান➟ ফার্মগেট ঢাকা
৮৮। সার্ক ফোয়ারা ➟ নিতুন কুন্ডু ➟ পান্থপথ ঢাকা
৮৯। কদম ফোয়ারা ➟ নিতুন কুন্ডু ➟ জাতীয় ইদগাহ ঢাকা
৯০। বিজয় সরণী ফোয়ারা ➟ আব্দুর রাজ্জাক ➟ তেঁজগাও, ঢাকা
৯১। বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা ➟ আব্দুর রাজ্জাক ➟ গাজীপুর
৯২। রানার ➟ আজম হক সাচ্চু ➟ পোস্টাল একাডেমি, রাজশাহী
৯৩। বিদ্যার্ঘ ➟ শাওন সগীর সাগর ➟ রাজশাহী বিশ্ববিদ্যালয়
৯৪। অতন্দ্র প্রহরী ➟ বৈরাম খান ➟ গুলিস্থান ঢাকা
৯৫। হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু ➟ রাশা ➟ ঝিগাতলা ঢাকা
৯৬। তিন নেতার মাজার ➟ মাসুদ আহমেদ ➟ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
৯৭। সাম্পান ➟ নিতুন কুন্ডু ➟ শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম
৯৮। বিজয় উল্লাস ➟ শামীম শিকদার ➟ কুষ্টিয়া
৯৯। বিজয় বিহঙ্গ ➟ হামিদুজ্জামান ও আমিনুল ইসলাম ➟ বরিশাল
১০০। নগরে নিসর্গ ➟ রাফিয়া আবেদিন ➟ তাঁতীবাজার
১০১। মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি ভাস্কর ➟ কাজী আরিফুল ইসলাম ➟ বিমান বাংলাদেশ হেড অফিস ঢাকা
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .
Saturday, January 26, 2019
বাংলাদেশ এর গুরুত্ব পুর্ন স্থাপত্য
Monday, January 7, 2019
Rules of transformation collected
""""এসএসসি / এইচএসসি Transformation of sentence বা Changing Sentence শেখার শেষ এবং কার্যকরী পোষ্টঃ- আশা করি মনোযোগের সাথে ১ থেকে দেড় ঘন্টা প্যাক্টিজ করলেই আয়ত্বে আনতে পারবে। নিম্নে উদাহরণ সহ আলোচনা করা হলো।
Rules of Transformation
of sentence
Transformation of Sentence
প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য়
পত্রের গ্রামার অংশ থেকে
‘Transformation of Sentence’ নিয়ে
আলোচনা করব।
Transformation of sentence
Rule-4 : Affirmative sentence-এ always
থাকলে, এর পরিবর্তে never এবং key
wordটির বিপরীতার্থক (antonym)
ব্যবহার করে negative করতে হয়।
Example: Affirmative : We always
remember the martyrs.
Negative: We never forget the martyrs.
Affirmative: We are always regular in
our duties.
Negative: We are never irregular in our
duties.
Rule 5: As soon as-কে negative করতে
হলে প্রথমে as soon as-এর পরিবর্তে no
sooner had বসে। এরপর সে sentence-এর
subject বসবে, verb-এর participle বসে
এবং sentence-এর বাকি অংশ বসবে।
তারপর than এবং সবশেষে দ্বিতীয়
sentenceটি বসবে।
Example: Affirmative : As soon as the
thief saw the police, he ran away.
Negative: No sooner had the thief seen
the police than he ran away.
Rule 6: Affirmative sentence-এ too...to
থাকলে negative করার সময় too...to-এর
পরিবর্তে so...that দিয়ে পরিবর্তন
করতে হবে।
Example: Affirmative : He is too
dishonest to speak the truth.
Negative: He is so dishonest that he
cannot speak the truth.
Affirmative : They were too nice to use
just at present.
Negative: They were so nice that they
could not be used just at present.
Rule 7: As...as যুক্ত affirmative sentence-
কে negative করতে হলে প্রথমে as-এর
জায়গায় not less এবং পরের as-এর
জায়গায় than বসে।
Example: Affirmative : Rina’s knowledge
in English is as sound as Shova.
Negative: Rina’s knowledge in English is
not less sound than Shova.
Rule 8: ‘For ever’ কিংবা ‘For good’
যুক্ত বাক্যগুলোকে negative করতে হলে
never এবং verb-কে বাক্যের প্রয়োজন
অনুযায়ী পরিবর্তন করতে হবে।
Example: Affirmative : He has left the
tuition for good.
Negative: He will never join the tuition
again.
Affirmative: Rana has given up gambling
for ever.
Negative: Rana will never play gambling
again.
Rule 9 : Continuous tense যুক্ত
বাক্যগুলোকে negative করতে হলে it is
not that বসবে এবং পরবর্তী অংশ
negative করতে হবে।
Example: Affirmative : He is going to the
function.
Negative: It is not that he is not going to
the function.
Affirmative: I am digging the field.
Negative: It is not that I am not digging
the field.
Rules 10 : ‘Be verb’ যুক্ত affirmative
adjective থাকলে complement হিসেবে
কাজ করে। এ ধরনের affirmative
sentence-কে negative করতে হলে not
বসিয়ে বিপরীত adjective বসাতে হবে।
Example : Affirmative : Man is mortal.
Negative : Man is not immortal.
Affirmative : It is an easy term.
Negative : It is not a complex term.
Assertive sentence-কে interrogative
এবং exclamatory sentence-এ পরিণত
করার জন্য আমি কতগুলো নিয়ম
উপস্থাপন করেছি এবং প্রতিটি
নিয়মের সাপেক্ষে example ও exercise
দিয়েছি, যাতে তোমরা সহজে
নিয়মগুলো আয়ত্ত করে সঠিকভাবে
প্রয়োগ করতে পারো।
Assertive to Interrogative
Rule 1 : অর্থের পরিবর্তন না ঘটিয়ে
assertive sentence-কে interrogative
sentence-এ পরিবর্তন করার নিয়ম: (i)
‘হ্যাঁ’-বোধক assertive sentence-কে ‘না’-
বোধক interrogative sentence-এ
পরিবর্তন করে interrogative sentence
গঠন করা যায়।
Example : As. : Smoking is a bad habit
Int. : Isn’t smoking a bad habit?
As. : He ia an honest man.
Int. : Isn’t he an honest man?
(ii) অনুরূপভাবে ‘না’-বোধক assertive
sentence-কে ‘হ্যাঁ’-বোধক interrogative
sentence-এ পরিবর্তিত করে
interrogative sentence গঠন করা হয়। এ
ক্ষেত্রে negative word-গুলোকে
affirmative word-এ পরিবর্তিত করা হয়।
Example : Assertive: He is not a great
fool.
Interrogative : Is he a great fool?
Assertive: I was never late.
Interrogative : Was I ever late?
Rule 2 : সাহায্যকারী verb-বিহীন
assertive sentence-কে interrogative হলে
don’t / doesn’t (present indefinite হলে),
did (past indefinit হলে) + subject + base
verb + বাকি অংশ + প্রশ্নবোধক চিহ্ন
বসবে।
Example : Assertive: They play football.
Interrogative : Don’t they play football?
Assertive: Jerry liked skates.
Interrogative : Did not jerry like skates?
Rule 3 : Never/nothing-যুক্ত assertive
sentence-কে interrogative করতে হলে
never-এর পরিবর্তে ever এবং nothing
থাকলে anything বসবে।
Example. : Assertive: I never drink tea.
Interrogative : Do I ever drink tea?
Assertive: There was nothing to do.
Interrogative : was there anything to do?
Rule 4 : Everybody / everyone / all-কে
interrogative করার সময় এদের পরিবর্তে
প্রথমে who বসে + don’t / doesn’t /
didn’t বসে + মূল verb-এর present form
বসে + মূল verb-এর পরের অংশ বসে +
প্রশ্নবোধক চিহ্ন বসে। Example :
Assertive: Everybody wishes to be
happy.
Interrogative : Who doesn’t wish to be
happy?
Assertive: All love flowers.
Interrogative : Who doesn’t love flowers?
Rule 5 : Nobody / none / no one-কে
interrogative করতে হলে এদের
পরিবর্তে who বসে + বাকি অংশ
+প্রশ্নবোধক চিহ্ন বসে।
Assertive : Nobody trusts a liar.
Interrogative: Who trusts a liar?
Assertive : None can do this.
Interrogative : Who can do this?
Rule 6 : Assertive sentence-এ (every, all +
noun) subject হিসেবে ব্যবহূত হলে সে
ক্ষেত্রে interrogative sentence-এ every-
এর স্থলে is there any ব্যবহূত হয়।
Example : Assertive: All men hate a liar.
Interrogative : Is there any man who
doesn’t hate a liar? Assertive : Every
man must die.
Interrogative : Is there any who will not
die?
Rule 7 : Interoductory ‘there’ দিয়ে
সূচিত assertive sentence-কে
interrogative sentence-এ পরিবর্তন করার
ক্ষেত্রে there-এর পরিবর্তে sentence-
এর প্রথমে who বা what ব্যবহূত হয়।
অতঃপর sentence-টি negative হলে
Affirmative Interrogative এবং
Affirmative হলে Negative-interrogative
sentence-এ পরিবর্তন করা হয়।
Example : Assertive : There is no use of
it.
Interrogative: What is the use of it?
Assertive: There is no hope for me.
Interrogative: What is the hope for me?
Exercise for practice
1. Mitu writes a letter.
2. Their glory can never fade.
3. None can accept the proposal.
4. Every mother loves her child.
5. Friendship is nothing but a name.
6. Nobody can escape death.
7. The earth moves round the sun.
8. There is nobody happier than Kamal.
9. He has nothing to do.
10. I did not go home yesterday.
Transformation of Sentence
প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর
আজ ইংরেজি ২য় পত্রের গ্রামার অংশ
থেকে ‘Transformation of Sentence’
নিয়ে আলোচনা করব।
Assertive to Exclamatory
Rule 1 : Sentence-এর প্রথমে what বা
how বসে (what-এর সঙ্গে a+noun এবং
how-এর সঙ্গে adjective / adverb বসে) +
subject + verb + note of exclamation
বসে।
Example : Assertive : You are a great
fool.
Exclamatory: What a fool you are!
Assertive : The boy is very strong.
Exclamatory : How strong the boy is!
Rule 2 : Assertive sentence-এ wish
থাকলে exclamatory করার শুরুতে if /
had বসে।
Example : Assertive : I wish I had the
wings of a bird. Exclamatory : If I had
the wings of a bird!
Assertive : I wish I could do it.
Exclamatory: If I could do it!
Rule 3 : Assertive sentence-এর ক্ষেত্রে
যদি rejoice / It is a matter of joy /
delight / surprise ইত্যাদি word ব্যবহূত
হয় সে ক্ষেত্রে exclamatory sentence-এ
এদের পরিবর্তে hurrah বা brave ব্যবহূত
হয়।
আবার Assertive sentence-এর প্রথমে It is
a matter of sorrow / grief / sad / regret
ইত্যাদি ব্যবহূত হয় সে ক্ষেত্রে এদের
পরিবর্তে sentence-এর প্রথমে alas
ব্যবহূত হয়। Conjunction হিসেবে ব্যবহূত
that উঠে যায় এবং অবশিষ্ট বাক্যাংশ
অপরিবর্তিত থাকে।
Example
Assertive : We rejoice that we have won
the match.
Exclamatory : Hurrah! we have won the
match.
Assertive : I regret that the man is dead.
Exclamatory : Alas! the man is dead.
Exercise for practice
1. It was a very charming sight. 2. He
leads a most unhappy life. 3. It is a good
plan. 4. I wish I could meet the president
once. 5. The news was very shocking to
her.
Transformation
প্complex sentence থেকে simple
sentence এ পরিবর্তন করার নিয়ম
Complex to Simple
Rule 1: since/as/when-যুক্ত complex
sentence-কে Simple sentence-এ
পরিবর্তন করতে হলে—
(i) Complex sentence-এর দুটি clause-এর
subject এক হলে সে ক্ষেত্রে simple
sentence-এ পরিবর্তনের নিয়ম:
since/as/when উঠে যায় + subordinate
clause-এর মূল verb-এর ing form,
subordinate clause-এর প্রথমে বসে +
main clauseটি অপরিবর্তিত থাকে।
Example:
Complex : When the thief saw the police,
he ran away.
Simple : Seeing the police, the thief ran
away.
(ii) দুটি clause-এর subject ভিন্ন হলে
এবং প্রথম clauseটিতে am/is/are/was/
were/has/have/had থাকলে প্রথম
clause-এ am/is/are/was/were-এর
পরিবর্তে being বসে বা has/have/had-
এর পরিবর্তে having বসে + দ্বিতীয়
clauseটি বসে। Example:
Complex : When the sun had set, we
stopped our playing.
Simple : The Sun having set, we stopped
our playing.
(iii) Complex sentence-এর clause দুটির
subject যদি এক হয় এবং to be verb
থাকে, তবে since/as-এর পরিবর্তে
প্রথমে because of + সেই clause-এর
subject-এর possessive form বসে + am/is/
are/was/ were-এর পরিবর্তে being বা
has/have/had-এর পরিবর্তে having +
sentence-এর বাকি অংশ + comma +
বাকি sentenceটি বসে। Example:
Complex : Since he was weak, he
couldn’t work hard.
Simple : Because of his being weak, he
couldn’t work hard.
Rule 2 : Relative pronoun-যুক্ত complex
sentence-কে simple করার নিয়ম:
(i) প্রদত্ত sentenceটির প্রথম থেকে
relative pronoun (who/which/that)-এর
পূর্ব পর্যন্ত বসে + relative pronounটি
উঠে যায় + relative pronoun-এর পরে
auxiliary verb থাকলে উঠে যায় + মূল
verb-এর present form-এর সঙ্গে ing +
বাকি অংশ বসে। Example:
Complex : The man who works hard can
shine in life
Simple : The man working hard can
shine in life.
When-যুক্ত complex sentence-এ যদি
কোনো মুহূর্ত, দিন, মাস, ঋতু, বছর
ইত্যাদিকে নির্দেশ করা হয়, তাহলে
simple senctnce করার নিয়ম:
when উঠে যায় + when-এর পরিবর্তে
অল্প সময় বোঝালে at, দীর্ঘ সময়
বুঝালে in এবং বয়স উল্লেখ থাকলে at
the age of বসে + when-এর পর যে subject
ও verb থাকে তা উঠে যায় + main
clauseটি অপরিবর্তিত থাকে। Example:
Complex : He woke up, when it was day
light.
Simple : At daylight, he woke up.
Complex : When the was four, he left his
house.
Simple : At the age of four, he left his
house.
বি. দ্র.: যদি when দ্বারা কোনো সময়
না বোঝায়, কোনো কাজ চলা
বোঝায়, তখন at the time of + when-যুক্ত
অংশের ing-যুক্ত verb + বাকি clause
বসে। Example:
Complex : When it was raining, he woke
up.
Simple : At the time of raining, he woke
up.
omplex sentence থেকে simple sentence
এ পরিবর্তন করার নিয়ম নিয়ে
আলোচনা করব।
Complex to Simple
Rule 3: If clause দ্বারা সূচিত complex
sentenceটি যদি না-বোধক অর্থ প্রকাশ
করে, সে ক্ষেত্রে complex sentence-কে
simple করতে হলে:
প্রথমে without বসে + ‘if’ clause এর মূল
verb-এর present form-এর সঙ্গে ing যোগ
করতে হবে + verb-এর পরের অংশ + অপর
clauseটি বসবে। Example:
Complex : If you do not work hard, you
will not prosper in life.
Simple : Without working hard, you will
not prosper in life.
(ii) যদি ‘if’ clauseটি affirmative হয়,
simple করার সময় without শব্দটির
জায়গায় by বসে।
Example:
Complex : If you work hard, you can
succeed in life.
Simple : By working hard, you can
succeed in life.
Rule 4. So that-যুক্ত complex sentence-
কে simple sentence-এ পরিণত করতে
হলে main clause অপরিবর্তিত থাকে
এবং sentence-এর প্রথমে বসবে + so that
উঠে গিয়ে to/in order to main clause-
এর পরে বসবে + may/might/can/could
উঠে যাবে + sentence-এর বাকি অংশ
বসবে। Example:
Complex: I read more so that I can make
a good result.
Simple : I read more in order to make a
good result.
Rule-5 : So + adjective + that clause-
যোগে গঠিত complex sentence-এর
subordinate clauseটি যদি negative
sentence হয়, সে ক্ষেত্রে simple
sentence করতে হলে—
So + adjective-এর পরিবর্তে too +
adjective বসে + subordinate clause-এর
মূল verb-এর পূর্বে to বসে এবং that-এর
বিলুপ্তি ঘটে।
Example:
Complex : He was so tired that he
couldn’t move.
Simple : He was too tired to move.
Rule 6: Though/although/even though
দ্বারা সূচিত complex sentence-কে
simple করতে হলে though/although-এর
পরিবর্তে inspite of + সেই clause-এর
subject-এর possessive form + সেই clause-
এর am/is/are/was/were-এর পরিবর্তে
being বা have/has/had-এর পরিবর্তে
having এবং অন্যান্য verb-এর ক্ষেত্রে
মূল verb-এর ing form + অপর clause বসে।
Example:
Complex : Although the man has vast
riches, he wants more.
Simple : Inspite of his having vast riches,
the man wants more.
Example for exercise
1. He is sorry to hear that you have
failed.
2. I bought a pen which is costly.
3. The baby was so little that he could
not walk.
4. We eat so that we may live well.
5. When it is spring, the cuckoo sings.
6. If you don’t have a visa, you can’t go
to abroad.
7. If you practice regularly, you can play
well.
8. As they are industrious, they will
succeed in life.
9. When kamal went to market, he
bought a book.
10. The box is so old that it cannot be
used.
Complex to Compound
Rule 1: Since, as বা when দ্বারা সূচিত
Complex sentenceকে Compound
sentence-এ রূপান্তরিত করতে হলে-
Since, as বা when উঠে যায় + দুটি
clause-এর মাঝে and, and so, so, hence
বা therefore বসে + main clauseটি
অপরিবর্তিত থাকে। Example:
Complex : Since the weather was bad, we
did not go outside.
Compound : The weather was bad, so we
did not go outside.
Rule 2: Though/Although যুক্ত Complex
sentenceকে Compound sentence-এ
পরিণত করতে হলে Though/Although
উঠে যায় + দুটি Clause-এর মাঝে but
বা yet বসে + main clauseটি
অপরিবর্তিত থাকে। Example:
Complex : Although the man has much
riches, he wants more.
Compound : The man has much riches,
but he wants more.
Rule 3: Relative pronoun যুক্ত Complex
sentenceকে Compound sentence-এ
পরিণত করতে হলে—দুটি Clauseই
অপরিবর্তিত থাকবে + Relative
pronoun-এর পরিবর্তে and বসে + প্রথম
Clause-এর object দ্বিতীয় Clause-এর
subject হিসেবে ব্যবহূত হবে। Example:
Complex : I saw a boy who was lame.
Compound : I saw a boy and he was
lame.
Rule 4: (i) If যুক্ত Complex sentence-এর
sub ordinate clause-এর subject যদি first
বা third person হয় এবং sentenceটি
Negative অর্থবোধক হলে Compound
sentence করার সময় নিচের নিয়মটি
প্রয়োগ করতে হবে।
If উঠে গিয়ে প্রথমে let বসে + if-এর পর
ব্যবহূত pronoun-এর objective form বসে +
sub ordinate clauseটি affirmative-এ
রূপান্তরিত হবে + clause দুটির মাঝে
or বা otherwise বসে + main clause
বসে।
Complex to Compound
Rule 4: (ii) যদি complex sentenceটি
Affirmative হয়, তবে compound
sentence-এ পরিবর্তন করতে হলে
if-এর পরিবর্তে let বসে + subject-এর
objective রূপ বসে + দুটি clause-এর
মাঝে and বসে + main clause
অপরিবর্তিত থাকে।
Example: Complex : If I rise early, I will
have enough time to study.
Compound : Let me rise early and I will
have enough time to study.
Rule 5 : If যুক্ত complex sentenceটির sub
ordinate clause-এর subject যদি second
person হয় এবং Negative অর্থ প্রকাশ
করে, তাহলে compound sentence-এ
রূপান্তর করার নিয়ম—If you do not
উঠে যায় + দুটি clause-এর মাঝে or বা
otherwise বসে + main clauseটি
অপরিবর্তিত থাকে।
Example: Complex : If you do not move,
you will die.
compound : Move or you will die.
(iii) If যুক্ত complex sentenceটি যদি
Affirmative অর্থ প্রকাশ করে তাহলে
compound sentence-এ পরিবর্তন করার
নিয়ম:
if+you উঠে যায়+দুটি Clause-এর মাঝে
and বসে+main clauseটি অপরিবর্তিত
থাকে। Example :
Complex : If you read more, you will
know more.
Compound : Read more and you will
know more.
Complex to Compound
Rule 6 : So...that যুক্ত Complex sentence-
কে Compound sentence-এ পরিবর্তন
করার নিয়ম:
So-এর স্থলে very এবং that-এর স্থলে
and, and so, so, hence, therefore বসে
+main clauseটি অপরিবর্তিত থাকে।
Example : Complex: He is so weak that
he can’t walk.
Compound: He is very weak and so he
can’t walk.
Rule 7: Unless দ্বারা সূচিত Complex
sentence-কে compound sentence-এ
পরিবর্তনের নিয়ম:
Unless+you উঠে যায়+দুটি clause-এর
মাঝে or বা otherwise বসে+main
clauseটি অপরিবর্তিত থাকে। Example:
Complex: Unless you work hard, you will
not succeed.
Compound: Work hard or you will not
succeed.
Exercise for practice: 1. I am glad that he
has recovered from illness. 2. If she is at
home, I shall see her. 3. Only those who
graduates are eligible for the post. 4.
Unless you read attentively, you will fail
in the examination. 5. The box is so
heavy that I can’t carry it. 6. If you
speak the truth, I shall pardon you. 7. If
you run fast, you will catch the train. 8.
The man bought a pen which was lost. 9.
If you do not speak the truth, nobody
will believe you. 10. When the thief saw
the police, he ran away.
Compound to complex
Rule-1: So এবং and so যুক্ত compound
sentence-এর প্রথম clauseটি যদি
পরবর্তী clause-এর কাজের ফলাফলের
কারণ হিসেবে ব্যবহূত হয়, সে ক্ষেত্রে
compound sentenceকে complex
sentence-এ পরিবর্তন করার নিয়ম—
কারণ যুক্ত sub ordinate clauseটির আগে
since, because বা as বসে+ and উঠে
যায়+দ্বিতীয় clauseটি অপরিবর্তিত
থাকে।
Example: Compound: The was ill and so
he could not attend school.
Complex: As he was ill, he could not
attend school.
Rule-2: And যুক্ত compound sentence-এর
একটি clause যদি অন্যটির কারণ বা
সময় নির্দেশ করে, তবে compound
sentenceটিকে complex sentence-এ
রূপান্তর করতে হলে নিম্নোক্ত নিয়ম
অনুসরণ করতে হবে— প্রথম sentence-এর
প্রথমে since/as/when বসে+প্রথম
sentence বসে+ and এর পরিবর্তে comma
(,) বসে+দ্বিতীয় sentence বসে।
Example: Compound: The sun had set
and we returned home.
Complex: When the sun had set, we
returned home.
Compound to complex
Rule-2: And যুক্ত compound sentence-এর
প্রথম clauseটি শর্ত বোঝালে complex
sentence-এ পরিণত করার নিয়ম: প্রথমে
if বসে + subject বসে + প্রথম clauseটি
বসে+ comma (,) কমা বসে + অপর
clauseটি বসে।
Example: Compound: Work hard and
you will shine in life.
Complex: If you work hard, you will
shine in life.
Rule-3: But বা yet যুক্ত compound
sentenceকে complex sentence-এ
রূপান্তরিত করার নিয়ম: Sentence-এর
প্রথমে though বা although বসে + yet
বা but উঠে গিয়ে comma (,) বসে+
দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকে।
Example: Compound: He ran fast but he
could not catch the train.
Complex: Though he ran fast, he could
not catch the train.
Rule-4: And যুক্ত compound sentence-এর
একটি clause যদি অন্যটির কারণ বা
সময় নির্দেশ করে, তবে compound
sentenceটিকে complex sentence-এ
রূপান্তর করতে হলে নিচের নিয়ম
অনুসরণ করতে হবে।
প্রথম sentence-এর প্রথমে since/as/when
বসে+প্রথম sentence বসে+ and এর
পরিবর্তে comma (,) বসে+দ্বিতীয়
sentence বসে। Example: Compound: The
sun had set and we returned home.
Complex: When the sun had set, we
returned home.
Rule-5: Or বা otherwise যুক্ত compound
sentenceকে complex sentence-এ পরিণত
করতে হলে—
প্রথম clause-এর আগে if+you+do not
অথবা unless বসে + or বা otherwise
উঠে তার পরিবর্তে comma (,) বসে +
দ্বিতীয় clauseটি অপরিবর্তিত
থাকবে। Example: Compound: Leave the
place at once, otherwise you will be
punished.
Complex: If you do not leave the place at
once, you will be punished.
Rule-6: Very... and যুক্ত sentenceকে
complex sentence করতে হলে very-এর
পরিবর্তে so এবং and-এর পরিবর্তে that
বসে।
Example: Compound: He is very weak
and he can’t walk. Complex: He is so
weak that he can’t walk.
Examples for Practice: 1. You must hurry
or you will miss the train. 2. Read
Newspaper regularly and be wise. 3. He
is rich but he is unhappy. 4. My
youngest son saw me and came running.
5. Spare the rod and spoil the child. 6.
You must return the goods or pay the
bill. 7. Prantika was ill and so she could
not attend the meeting. 8. He is old but
he is very active. 9. You can go to play
or watch TV. 10. The sun rose and the
fog dispersed.
Transformation of sentences
প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি ২য়
পত্রের গ্রামার অংশের
‘ট্রান্সফর্মেশন অব সেন্টেন্স’ নিয়ে
আলোচনা করব।
# Read the following passage and
transform the underlined sentences as
directed.
Set-1
a. The birds that come to our country in
winter are called migratory birds. (Make
it simple) b. In winter the weather is too
cold for them to live in the north. (Make
it complex). c. They find better shelter in
Bangladesh. (Make it passive) d. We
must protect them. (Make it negative). e.
Migratory birds run faster than the
dove. (Make it positive)
Answer to the question set no.-1
a. The birds coming to our country in
winter are called migratory birds.
b. In winter the weather is so cold that
they cannot live in the north.
c. A better shelter is found by them in
Bangladesh.
d. We cannot but protect them.
e. The dove does not run so fast as
migratory birds.
Set-2
a. But at last God took pity on him.
(Make it negative without changing the
meaning). b. One day the old sailor was
watching the water snakes swimming
round the ship. (Make it passive). Their
colours were very beautiful and c. he
was filled with a strange wonder. (Make
it active). Then he felt a great love for
them and blessed them from his heart. d.
At once the dead albatross fell from his
neck into the sea, and the old man fell
into a deep sleep. (Make it complex) e.
When he woke up, it was raining. (Make
it simple).
Answer to the question set no.2
a. But at last God was no more unkind to
him.
b. One day the water snakes were being
watched by the old sailor swimming
round the ship.
c. A strange wonder filled him.
d. The old man fell into a deep sleep as
soon as the dead albatross fell from his
neck into the sea.
e. At the time of his waking up, it was
raining.
completing sentence practice
"""""Completing Sentence for HSC
Examination (।গুরুত্বপূর্ন সব গুলো নিয়ম (Rules) একসাথে। এগুলো প্যাক্টিজ করলে অবশ্যই লিখতে পারবে পরীক্ষায়।
1. They came here in order that ———
2. They walked fast lest ————.
3. Hardly had I reached there ———.
4. If you went there ————.
5. Had I been there ————.
6. Hardly had I reached the station ——.
7. We work hard lest ————.
8. I didn’t see him since ————.
9. ————before father comes.
10. Had I seen you ————.
11. If I were you ————.
12. He came here with a view to
————.
13. Five years have passed since
————.
14. It is I who ————.
15. If I had known that you were in the
marketz ———.
16. I fancy ————.
17. I have found the book ————.
18. The boy talks as though ————.
19. The bird had flown away before
——.
20. He insisted ————.
21. Wait here ————.
22. It is high time ————.
23. I wish ————.
24. I have been living here ————.
25. No sooner had we reached the
station —.
26. This is the same mistake ————.
27. Read diligently lest ————.
28. Allah helps those ————.
29. Poor as he is ————.
30. ———— you will not pass.
31. ———- yet be is honest.
32. Unless you are attentive to you
studies —.
33. They began to walk faster lest
————.
34. The news that ———— is not true.
35. Don’t loiter here ————.
36. You will go to college after ————.
37. Poor ———— he is, he is honest.
38. What is done ————.
39. The sun shines ————.
40. A man who begs——-.
Answers
1. they could meet me
2. they should miss the train.
3. when the rain started
4. you would meet him.
5. I would have met him.
6. when the train left.
7. we should fail in the examination.
8. he had left this place.
9. I shall finish the job.
10. I would have called you.
11. I would teach him a good lesson.
12. meeting his old friend
13. we met last.
14. am to blame.
15. I would have told you to buy a pen.
16. I were a king.
17. that I lost.
18. he were mad.
19. the hunter shot.
20. that I should go.
21. until I come back.
22. we gave up smoking.
23. I could study at Dhaka University.
24. since Bangladesh achieved
independence.
25. than the train left.
26. you made earlier.
27. you should fail to get a good grade.
28. who help themselves.
29. he is happy.
30. If you don’t read regularly.
31. Though he is poor.
32. you will miss many important
things.
33. they should miss the train.
34. he is dead.
35. until the Function ends.
36. you have taken your breakfast.
37. though
38. cannot be un done.
39. while the sky is clear.
40. is called a beggar.
Friday, January 4, 2019
Right form of verbs
""""Right forms of verbs এর নিয়ম ও ব্যবহার।
Important rules of right forms of verbs are
described below:
1. Present Indefinite Tense এর subject যদি third
person singular number হয় তাহলে verb এর
শেষে s, es যোগ হবে। কিন্তু অন্য কোন
tense এর ক্ষেত্রে হবে না।
He eats rice.
He plays football.
Present Indefinite Tense এর subject যদি plural
number হয় তাহলে verb এর শেষে s/es যোগ
হবে না।
They play football.
They eat rice.
2. Present Indefinite Tense এর subject, third
person singular number হলেও সেটি যদি
negative sentence হয় তাহলে does not ব্যবহৃত
হবে। তখন verb এর শেষে s/es যোগ হবেনা।
He does not go to school.
Ashish does not eat rice.
3. Past tense or future tense হলে verb এর
শেষে s/es যোগ হবে না। তখন সেই tense এর
structure অনুযায়ী verb বসবে।
He went to school.
He will go to school.
4. Modal Auxiliary verb (যেমন: can, could, may,
might, shall, should, will, would, ought to, need,
dare, have to, must etc.) এর পরে verb এর
present form বসে এবং verb এর সাথে কোন
কিছু যোগ হয় না।
He can do the work.
I shall go to the school.
You must come home.
He should study hard.
5. বাক্যটি যদি universal truth (চিরন্তন সত্য)
হয়, habitual fact (অভ্যাসগত কাজ) বোঝায়
তাহলে present indefinite tense হবে।
The sun rises in the east.
Ice floats on water.
6. Sentence টি passive voice হলে এবং modal
auxiliary verb (can, could, may, might, shall,
should, will, would, ought to, need, dare, have to,
must etc.) এর পরে be + past participle form of
verb বসে।
It can be done by you.
All the fruits could be taken.
7. Had, rather, let, would better, had better, need
not, do not, does not, did not, did never,
ইত্যাদি এর পর present form of verb বসে।
I let them use my shoes.
I had better go to the market by this time.
I need not do the work.
8. বাক্যে have/has থাকলে সেটি present
perfect tense হবে।
He has done the work.
They have eaten rice.
9. Sentence এ yet, just, just now, recently,
already, lately, ever ইত্যাদি থাকলে present
perfect tense হবে।
He has taken his lunch just now.
They have already come home.
I have met him recently.
10. Sentence এ yesterday, ago, long ago, last
year, last week, last month, that day, day before,
ইত্যাদি থাকলে past indefinite tense হবে।
He came home
I went to Cox's Bazar last month.
A long time ago , there lived a poor farmer.
11. To এর পরে সবসময় verb এর present form
বসে।
You need to do the work in time.
He went to the market to buy a shirt.
12. Since বা for এর পর সময়ের উল্লেখ
থাকলে সেটি present perfect continuous tense
হবে।
He has been doing the work since the
morning.
It has been raining for two hours.
13. If দ্বারা যুক্ত clause টি যদি present
indefinite tense হয় তাহলে পরের clause টি
future indefinite tense হবে।
If he comes, I’ll go.
If you work hard, you’ll shine in life.
14. With a view to/look forward to এর পর verb
এর সাথে ing যোগ হবে।
I’m looking forward to getting a job.
I went shopping with a view to buying a
shirt.
15. By এর পর verb এর সাথে ing যোগ হবে।
She expressed her feelings by crying .
By digging the land, she planted trees.
16. For, of, in, without, with, before, after
ইত্যাদি preposition এর পরে verb এর সাথে
ing যোগ হয়।
I’ve never been tired of going there.
She can’t go without waiting for me.
17. Mind, would you mind, past, worth, could not
help, cannot help এর পরে verb এর সাথে ing
যোগ হয়।
Would you mind giving me the book?
He cannot help doing the assignment.
18. Sentence এর শুরুতে যদি would that থাকে
তাহলে subject এর পর could বসে এবং এরপর
verb এর present form বসে।
Would that I could be a writer like
Humayun Ahmed.
Would that I could buy a Toyota car.
19. To be/having/got থাকলে verb এর past
participle form হয়।
The assignment is to be
completed immediately.
The thief ran away having seen the police.
I got the certificates sent by the
Headmaster.
20. ব্র্যাকেটে (be) থাকলে person, number
এবং tense অনুযায়ী am/is/are/was/were/been
হবে।
It (be) two years ago.
It was two years ago.
Allah (be) everywhere.
Allah is everywhere.
One of my friends (be) an honest person.
One of my friends is/was an honest
person.
21. বর্তমান কালে চলছে এমন কোন কাজ
বোঝালে present continuous tense হয়। (এসব
ক্ষেত্রে সাধারণত at present/now/at the
moment ইত্যাদি adverb ব্যবহৃত হয়।)
He is watching the Television at this
moment.
They are playing football.
Now, they are doing their assignment.
22. If + Present Indefinite + Future Indefinite (if
যুক্ত clause টি present indefinite tense হলে
পরের clause টি হবে future indefinite)
If you come, I’ll go .
If you drink milk, you will be healthy.
23. যদি had/if যুক্ত clause টি past indefinite
tense হয় তাহলে পরের clause টি তে subject
এর পর would/could/might বসে এবং verb এর
present form হয়।
If he came, I would go to the market.
If I were rich enough, I would help the
poor.
যদি had/if যুক্ত clause টি past perfect tense হয়
তাহলে পরের clause টি তে subject এর পর
would have/could have/might have বসে এবং
verb এর past participle form হয়।
If he had come, I would have gone to the
market.
If you had walked fast, you could have
reached the station.
24. Wish/fancy/it is time/it is high time
ইত্যাদি থাকলে verb এর past tense হবে।
I wish I won the first prize.
It is high time you changed your bad
habits.
I fancy I flew in the sky.
25. As if/as though থাকলে were বসে।
He speaks as if he were the leader.
He acts as though he were a hero.
26. Each, every, everyone, any, anyone, many a,
everybody, everything, anybody, nobody, no one,
nothing, anything, someone, something, one of,
either, neither ইত্যাদি থাকলে verb এর
singular number ব্যবহৃত হয়।
Each of the students was present.
Every father dedicates his life to his
children.
One of the students was very talented.
Neither of the two brothers was present in
the class.
27. While এর পর verb থাকলে সেটির সাথে
ing যোগ হয়। কিন্তু while এর পর subject
থাকলে এর অংশটি past continuous tense হয়।
While walking through the zoo, I saw a
While it was raining, I was watching a
movie.
28. অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা
পরিমাপ বোঝালে subject দেখতে plural
মনে হলেও verb টি singular form হয়।
Twenty miles was a long way.
Two hundred miles is not a long distance
in this modern era.
29. Main clause এর verb টি past tense হলে ও
পরের অংশে next day, next week, next month,
next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর
পরে should/would বসে।
He told that he would go home the next
week.
She said that she would buy land next
year.
30. After এর পরের এবং before এর আগের
clause টি past perfect tense হবে এবং অন্য
clause টি past indefinite tense হবে।
The train had left the station before we
reached.
The doctor came after the patient had
died.
31. Passive voice এর সময় tense ও person
অনুযায়ী auxiliary verb ও verb এর past participle
form বসে।
English is spoken all over the world.
We are taught English by
32. ব্যতিক্রমগুলো ছাড়া Principle clause এর
verb যদি past tense হয় তাহলে subordinate
clause এর verb ও past tense হবে এবং একটি
present tense হলে অন্যটিও present tense হবে।
He was so ill that he would not go to the
school.
They understood that he would not come.
Rohingya hsc report new 2019
""""""Writing A Report on Rohingya Crisis in
Bangladesh for HSC....! 100% common.
Rohingya Crisis in Bangladesh
Staff Reporter: Rohingya in Bangladesh
refer to the refugees from Myanmar living
in Bangladesh . An estimated 8,50,000 to
9,50,000 Rohingya people have fled to
Bangladesh since 25 August 2017, to avoid
ethnic and religious persecution by
Myanmar's security forces. There are more
300,000 Rohingyas living in Bangladesh
who fled in earlier violence from the
Burmese government over the last three
decades.
Officially, Myanmar's government does not
recognize the Rohingya as lawful citizens.
The government claims they were brought
to Rakhine from Bangladesh during the
time when Myanmar was a British colony,
and the government says they are living in
Myanmar illegally.
The refugees who are living in Bangladesh
are suffering from many humanitarian
problems. They suffer from food, shelter,
water and sanitation problems. Women and
children are the worst sufferers. They have
no scope to take a bath. For this, they are
becoming sick and getting affected by
diseases.
Now The Government of Bangladesh (GOB)
is working closely with IOM and other
agencies to establish a new 2,000 acre site.
As of now, this site is undeveloped and has
no available services or capacity. Site
planners and engineers are working on
access roads and layout of this large site
to allow provision of services. Until then,
services and assistance are still required in
the spontaneous and makeshift settlements
and affected host community villages
throughout Cox's bazar.