Skip to main content

Posts

Showing posts with the label শিক্ষনীয় গল্প

হযরত মুসা আলাইহিসালাম এর জামানার ২টি সুন্দর শিক্ষণীয় ঘটনা।

হযরত মুসা আলাইহিসালাম এর জামানার ২টি সুন্দর শিক্ষণীয় ঘটনা। আশা করি ভালো লাগবে এবং কিছু শিখতে ও জানতে পারবেন। ঘটনা ১ : তৎকালীন মিশরের জমিতে অনেক দিন বৃষ্টি নেই। তীব্র খরা উত্তাপ রোদে জনজীবন অতিষ্ঠ হয়ে পরে। মিশরবাসী কোন উপায় না দেখে নবী মুসা আলাইহিসালাম এর নিকট আসলেন এবং বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি বৃষ্টির জন্য প্রতিপালকের নিকট দোয়া করেন না হলে তীব্র খরা অনাবৃষ্টিতে মানুষের পাশাপাশি গবাদিপশু গুলোও মারা যাবে। মুসা নবী কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন বলেন আল্লাহ মিশরের জমীনে অনেক দিন বৃষ্টি নেই তুমি বৃষ্টি দাও আল্লাহ তুমি বৃষ্টি দাও দয়া করো। হঠাৎ__ ওহী নাজিল হলো..... আল্লাহ বললেন হে মুসা বৃষ্টি হবে কিন্তু তোমার ঐ মজলিশে লোকেদের ভীড়ে একজন পাপিষ্ঠ জেনাকারি লোক আছে। তাকে মজলিশ থেকে বের করে দাও। যতক্ষন ঐ জেনাকারি মজলিশে অবস্থান করবে তোমার দোয়া কবুল হবেনা এবং বৃষ্টি হবেনা। মুসা নবী রাগান্বিত হয়ে মজলিশের লোকদের উদ্দেশ্যতে বললেন কে আছো এখানে সেই পাপিষ্ঠ জেনাকারি? সে বের হয়ে যাও অবলিম্বে সে যতক্ষন এখানে অবস্থান করবে দোয়া কবুল হবেনা এবং বৃষ্টিপাত ও হবেনা। মজলিশের মধ্য জিনাকারি...