Skip to main content

Posts

Showing posts with the label বাংলা

কিভাবে লেখক হবেন

#বইতরণী     না না না ...তেড়ে মারতে আসবেন না।  কেউ মা এর পেট থেকে বেরিয়েই লেখক হয়ে যায় না । রবীন্দ্রনাথও হননি,আপনিও হবেন না। এক একজনের মধ্যে একটা সহজাত প্রতিভা থাকে , সে একটু তাড়াতাড়ি লেখক হয়ে ওঠে । বাকিদের যথেষ্ট ঘষামাজা করতে হয় ।     তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নিজেকে ঘষামাজা করবেন ? ১. স্থির হতে শিখুন , অন্তত লেখক হয়ে ওঠার আগের দিনগুলো। মন স্থির না হলে ভাবনায় স্বচ্ছতা আসবে না। ভাবনাই যেখানে অস্বচ্ছ, লেখা কিভাবে পাঠযোগ্য হবে ? লেখা তো ভাবনার প্রকাশ তাই না ?       ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের মন এমনিতেই অশান্ত । তাই কিছু না করলে মন এমনিতে শান্ত রাখা মুস্কিল।        যোগানিদ্রা মন শান্ত করে , আধ ঘন্টা করলে সাড়ে তিন ঘন্টার গাঢ় ঘুমের বেনিফিট পাওয়া যায়। যেকেউ করতে পারেন , হাঁটুতে ব্যথা থাকলেও করতে পারেন কারণ এটা করতে হয় শুয়ে শুয়ে। লেখক দের কথা ছাড়ুন, যাঁরা ডিপ্রেসন এর মধ্যে আছেন , স্টুডেন্ট এদের প্রত্যেকেরই দারুন কাজে দেবে। মন শান্ত রাখাটা সবার জন্যই দরকার।      আমি নিজে বহু বছর ধরে এট...

কারক বিভক্তি মনে রাখার কৌশল

কারক ও বিভক্তি মনে রাখার কৌশল: ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖  ▶ কারক ৬ প্রকার:  ১. কর্তৃকারক; ২. কর্মকারক; ৩. করণকারক; ৪. সম্প্রদান কারক; ৫. অপাদান কারক; এবং ৬. অধিকরণ কারক। ................................................................ ১।কর্তৃকারক: যে কাজ করে সেই কর্তা বা কর্তকারক। যেমন: আমি ভাত খাই। বালকেরা মাঠে ফুটবল খেলছে। 👊এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘কে’ বা ‘কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তা বা কর্তৃকারক। কে ভাত খায়?  উত্তর হচ্ছে আমি। কারা ফুটবল খেলছে? উত্তর হচ্ছে-বালকেরা। তাহলে আমি এবং বালকেরা হচ্ছে কর্তৃকারক। ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ২। কর্মকারক: কর্তা যাকে অবলম্বন করে কার্য সম্পাদন করে সেটাই কর্ম বা কর্মকারক। যেমন: আমি ভাত খাই। হাবিব সোহলকে মেরেছে। 👊এখানে মনে রাখার উপায় হচ্ছে ‘ কি’ বা ‘কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া সেটিই কর্ম বা কর্মকারক। আমি কি খাই?  উত্তর হচ্ছে-ভাত। হাবিব কাকে মেরেছে?  উত্তর হচ্ছে-সোহেলকে। ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ৩। করণ কারক: ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপকরণ বুঝায়। যেমন: নীরা কলম দিয়ে লেখে। সাধনায় সিদ্ধি লাভ হয়। 👊এখানে মনে রাখার উপ...

৫০ টি যুক্ত বর্ণঃ- সংগ্রহে রাখতে পারেন।

#১ম_থেকে_৫ম_শ্রেণির_জন্য  ৫০ টি যুক্ত বর্ণঃ- সংগ্রহে রাখতে পারেন। হ্ম-- হ্+ম= ব্রহ্মপুত্র। ক্ষ-- ক্+ষ= রক্ষা। ষ্ণ-- ষ্+ণ= উষ্ণ। হ্ণ-- হ্+ ণ= পূর্বাহ্ণ,অপরাহ্ণ। হ্ন-- হ্+ন= চিহ্ন,মধ্যাহ্ন। হ্র-- হ্+ র ফলা= হ্রাস,হ্রদ। হৃ-- হ্+ ঋ কার= হৃদয়। রূ-- র্+ ঊ কার= রূপ,রূপালি। রু-- র্+ উ কার= রুই,রুটি। ত্ত-- ত্+ত= দত্ত। ক্ত-- ক্+ত= শক্ত। ত্র-- ত্+র ফলা= ত্রাণ, ত্রিভুজ। ক্র-- ক্+র ফলা= ক্রয়,বিক্রয়। ত্রু-- ত্+ র ফলা+ উ কার= ত্রুটি। ঞ্চ-- ঞ্+চ= অঞ্চল,পঞ্চম। ঞ্চ-- ঞ্+ঝ= ঝঞ্চা। ঞ্ছ-- ঞ্+ছ=বাঞ্ছা, অবাঞ্ছিত। হু-- হ্+ উ কার= হুমায়ুন,বহু। ঞ্জ-- ঞ্+জ= গঞ্জ,অঞ্জলি। জ্ঞ-- জ্+ ঞ= বিজ্ঞ,অজ্ঞ,বিজ্ঞান। ট্ট-- ট্+ট= অট্টালিকা। ট্র-- ট্ + র ফলা= ট্রেন। ণ্ট-- ণ্+ ট= বণ্টক(কাঁটা)। ণ্ড-- ণ্+ ড= কাণ্ড ণ্ঠ-- ণ্+ ঠ= কণ্ঠ। ণ্ঢ-- ণ্+ ঢ= টুণ্ঢ(ন্যাড়া)। ন্ত-- ন্+ত= সন্তান। ন্থ-- ন্+থ= গ্রন্থ। ন্দ্ব-- ন্+দ্+ ব ফলা= দ্বন্দ্ব। ন্দ্র--ন্+দ্+র ফলা= মন্দ্র( গম্ভীর)। ন্ত্র-- ন্+ত্+ র ফলা= মন্ত্র(পরামর্শ)। ষ্ট্র-- ষ্+ট্+র ফলা= রাষ্ট্র,উষ্ট্র। শ্রু-- শ্+র ফলা+উ কার=শুশ্রু। শ্রূ-- শ্+র ফলা+ঊ কার=শশ্রূ। শ্ম-- শ্+ম= শ্মশান। ম্ম-- ম্...