Skip to main content

Posts

Showing posts with the label গল

শিক্ষনীয় গল্প মেয়ে ও ট্যাক্সি ড্রাইভার

#শিক্ষনিয়_গল্প ধৈর্য্য ধারণ করে পড়ে দেখুন? এ রকম মাঝপথে এসে গাড়ি নষ্ট হবে তা ভাবতেও পারেনি তরুণীটি। অভিজাত পরিবারের এই মেয়েটি নিজেই ড্রাইভ করছিল তার দামি গাড়িটি। সূর্য ডুবেছে কিছুক্ষণ আগে। আকাশের অবস্থাও ভাল না। বৃষ্টি আসবে আসবে করছে। ধীরে ধীরে অন্ধকার বেড়ে চলেছে। সাথে বেড়ে চলেছে তার দুশ্চিন্তাও। মাঝে মাঝে দুই একটি গাড়ি দ্রুত গতিতে আসছে আবার চলে যাচ্ছে। সাহায্যের আশায় সে প্রতিটি গাড়িকেই হাত তুলে থামানোর চেষ্টা করছে। কিন্তু কেউ থামছে না। এর মধ্যে হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। মেয়েটি তার গাড়ির চেয়েও নিজের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন।    অনেকক্ষণ পর একটি পুরাতন মডেলের কম দামি গাড়ি এসে মেয়েটির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো এক যুবক। দেখেই মনে হচ্ছে গরিব ঘরের ছেলে। পোশাকও তেমন ভাল না। মেয়েটিকে সে ভদ্রভাবেই বলল: ম্যাডাম, আসুন। আপনাকে পৌঁছে দেই।    মেয়েটি ভাবছে এ গাড়িতে উঠবে কিনা। দেখে তো তেমন সুবিধার মনে হচ্ছে না। তবুও যেহেতু অন্য কোনো উপায় নেই, তাই মেয়েটি উঠলো। মেয়েটির দিকে না দেখেই যুবক ভদ্রভাবে জিজ্ঞেস করলো ম্যাডাম, কোথায় যাবেন?   মেয়েটি শহরের তার ঠিকানাটি...