আয়রে আয় টিয়ে আয়রে আয় টিয়ে নায়ে ভরা দিয়ে । নাও নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোঁদড় নাচে । ওরে ভোঁদড় ফিরে চা খুকুর নাচন দেকে যা । আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চলবে ঘোড়া । ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া ক্ষেপেছে চাবুক ছুড়ে মেরেছে । আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মউ । এত ডাকি তবু কথা কও না কেন বউ । আয় আয় চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা । চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা । ধান ভাঁনলে কুঁড়ো দেবো, মাছ কাটলে মুঁড়ো দেবো, ধুদ খাবার বাটি দেবো, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা । বাক বাকুম পায়রা বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কাল কি চড়বে সোনার পালকি । হাট টিমা টিম টিম হাট টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম । তাদের খাড়া দুটো শিং, তারা হাট টিমা টিম টিম । আয় ছেলেরা আয় মেয়েরা আয় ...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .