Skip to main content

Posts

Showing posts with the label কৌতুক

কৌতুক মদ না কি অবস্থা হয়

এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে ,  জুয়ায় সব টাকা হারিয়ে ... হোটেল থেকে বেরিয়ে  নিজের গাড়িতে উঠেছেন । এমন সময় এক ভিক্ষুক তার কাছে ভিক্ষা চায়... ভিক্ষুক : কটা টাকা দেবেন স্যার ? বাবু : আমার কাছে একটা পয়সাও নেই ।এক বোতল স্কচ আছে । তুমি এটা নাও । ভিক্ষুক : আমি মদ খাইনা স্যার। বাবু : ( পকেট থেকে দামী সিগারেটের প্যাকেট বার করে) তাহলে এটা রাখ .. ভিক্ষুক : স্যার আমি  সিগারেট বিড়ি খাইনা । বাবু : (গাড়ী থেকে কিছু রেসের টিকিট বার করে)  ঠিক আছে কাল শনিবার .. এটা রাখো ... রেস খেলো । ভিক্ষুক : আমি জুয়া খেলি না স্যার । বাবু : ( একটু ভেবে) চলো .. তোমাকে একটা মহিলার সাথে আলাপ করিয়ে দিচ্ছি.. ফূর্তি করো। ভিক্ষুক : আমার বাড়ীতে বউ আছে স্যার । আর আমি তাকে খুব ভালোবাসি । বাবু : ( পকেট থেকে নিজের কার্ড বার করে)  কাল আমার বাড়ী যেও। তোমার সাথে আমার বউ এর  পরিচয় করে দেব। তারপর যতো টাকা চাও দেবো । ভিক্ষুক : আপনার বউ এর সাথে পরিচয় করতে হবে কেন স্যার ?? বাবু : আমার বউ এর দেখা দরকার যে , মদ না খেলে ..  স্মোক না করলে.. জুয়া না খেললে.. মহিলা নিয়ে ফুর্তি না করলে একটা পুরুষ মানুষের কী দশা হয়...