#বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে । অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে । যেমন- হীরক দেশের রাজা- হীরকরাজ এখানে হীরকরাজ- শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা- এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা - তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল- হীরকরাজ । চোখ সম্পর্কিত অক্ষির সমীপে = সমক্ষ অক্ষির অভিমুখে = প্রত্যক্ষ অক্ষির অগোচরে = পরক্ষ চোখের কোণ = অপাঙ্গ অক্ষি পত্রের লোম (চোখের লোম) = অক্ষিপক্ষ্ম চক্ষুর সামনে সংঘটিত = চাক্ষুষ চোখে দেখা যায় এমন = চক্ষুগোচর চোখের নিমেষ না ফেলিয়া = অনিমেষ পুণ্ডরীক্ষের (পদ্ম) ন্যায় অক্ষি যার = পুণ্ডরীকাক্ষ বছর পূর্তি পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব = রজত জয়ন্তী পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব = সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব = হীরক জয়ন্তী একশত পঞ্চাশ বছর = সার্ধশতবর্ষ প্রতি সপ্তাহে তিন দিন...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .