A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .
Wednesday, October 23, 2019
টমাস আলভা এডিসন এর কাহিনি
Saturday, October 19, 2019
বিষম চিন্তা, সুকুমার রায়
সুকুমার রায়
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার –
সবাই বলে, ”মিথ্যে বাজে বকিসনে আর খবরদার!”
অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলবে সবাই ”মুখ্য ছেলে”, বলবে আমায় ”গো গর্দভ!”
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই/
সোডার বোতল খুললে কেন ফসফসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথার যাদের টাক পড়ে?
ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন ”পাগোল” কয়?
কতই ভাবি এসব কথার জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই।
Friday, October 11, 2019
ছাগল আবহাওয়া বীদ
একদিন এক দেশের রাজা আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাসা করলাে, আমি মাছ শিকারে যেতে চাই, আজকের আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়াবীদ বললো জাহাপনা, "আজকের আবহাওয়া থাকবে সুন্দর, উজ্জ্বল ও চমৎকার, আপনি যেতে পারেন।"
অতঃপর রাজা বের হলেন। রাজা যখন সাগর পাড়ে গেলেন, সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো; সে বললো, "মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেইতাে বৃষ্টি হবে!"
তখন রাজা বললেন, বেটা জেলের বাচ্চা তুই কি জানিস? আমি আবহাওয়ার খবর জেনেই এসেছি। রাজা সাগরে গেলেন, কিছুক্ষন পর শুরু হলাে ঝুম বৃষ্টি! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করে, ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন!
জেলে পড়লাে বিপদে, কারণ সেতাে আবহাওয়ার কিছুই জানেনা, রাজ দরবারে গিয়ে জেলে বললো, "মহারাজ আমাকে যেতে দিন, আমি আসলে আবহাওয়ার কিছু জানিনা"।
রাজা বললেন, তাহলে ঐদিন আমার আবহাওয়া বিভাগ থেকে সঠিক খবর তুই কি করে দিলি?
জেলে উত্তর দিল, মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিলনা! সব কৃতিত্ব আমার ছাগলের! বৃষ্টি আসার আধা ঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে (প্রসাব করে)! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে!
এর পরে যা হবার তাই হল!
রাজা এবার জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন! আর সেই থেকেই বড় বড় পদগুলােতে ছাগল নিয়ােগ দেওয়ার রীতি চালু হয়ে গেল।
Tuesday, October 8, 2019
Importance of learning English paragraph
The importance of English can't be described in words because it's an international language.We need to learn English for our higher education. Because all the books on higher education are written in English. If we want to earn vast knowledge and higher education in any branch. We are to take the help from those books. Today more than 80% of all the information in the world's computers is in English. So if we don't know English, we will fail to keep pace with the progressive force of the world. English is a must in order to get a good job.(( Today organisations need employers who can speak and write a standard form of English.)) Most of the job facilities largely depend on the knowledge of English. We cannot expect to get the job of a pilot, a tourist guide, a telephone operator, a postman and many good jobs without having good knowledge of English.So it helps a man to get a good job and better salary.(( It is the official or semi-official language in more than 60 countries.)) A foreign office cannot function without English knowing persons.(( From this we can say that we need to learn English to join the advanced and developed world.)) We should, therefore, try our level best to acquire sufficient knowledge of English for both personal and national interests.
Sunday, October 6, 2019
English literature info
English Literature থেকে গুরুত্বপূর্ণ কিছু
ইনফরমেইশন!! কয়েকটি আসতে পারে :
==================================
** The father of modern English poetry –
GeoffreyChaucer
** Shakespeare is known mostly for his- Play
** The English “Epic Poet”- John Milton
** The first English dictionary writer- Samuel
Johnson
**The most famous satirist in English literature -
Jonathan Swift
** The father of English novel – Henry Fielding
** The poet of nature – William Wordsworth
** Both poet & painter- William Blake
** Poet of Sensuousness – John Keats
** The poet of beauty – John Keats
**The Rebel poet in English literature – Lord Byron
** The greatest modern English dramatist –
G.B.Shaw
**The father of modern English literature –
G.B.Shaw
** The first English novel – Pamela
** The first translator of the Bible into English –
John Wycliff
**The poet of poets – Edmund Spenser.
** ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য
হল- Beowulf
**ইংরেজি গদ্যের জনক – John Wyclif
**শেক্সপিয়র জন্মগ্রহণ করেন-১৫৬৪ সালে
**শেক্সপিয়র মৃত্যুবরণ করেন- ১৬১৬ সালে
**শেক্সপিয়র নাটক লিখেছেন – ৩৭ টি।
** John Milton এর উপাধি হল- English Epic
Poet.
** George Orwell এর মূল নাম হল- Eric Arthur Blair
** George Eliot এর মূল নাম হল-Mary Ann Evans.
** P .B. Shelley কে Oxford University থেকে
বহিস্কার করা
হয়েছিল।
** T .S. Eliot কে তার বিখ্যাত কবিতা
‘The Waste Land’ এর জন্য নোবেল পুরস্কার
পেয়েছিল
**John Keats পেশাগতভাবে একজন
ডাক্তার ছিলেন।
**Winston Churchill ছিলেন এমন একজন
প্রধানমন্ত্রী যিনি সাহিত্যে নোবেল
পেয়েছিলেন।
@@Literary Works -Author-Important Characters@
@
**The Tempest (Comedy)Shakespeare
-Prospero, Miranda, Ferdinand, Caliban, Ariel
**Measure for Measure (Problem Play)Shakespeare
-Isabella, Juliet, Lucio, Angelo, Claudio
**Macbeth (Tragedy)Shakespeare
-Macbeth, Lady Macbeth (most powerful lady
character of Shakespeare), Duncan, Banquo, the
Three Witches
**Merchant of Venice (Comedy)Shakespeare
-Shylock, Antonio, Bassanio, Portia, Jessica
**King Lear (Tragedy)Shakespeare
-King Lear, Cordelia, Goneril, Regan
**Hamlet (Tragedy)Shakespeare
-Hamlet, Ophelia, Claudius, Gertrude
**Othello (Tragedy)Shakespeare
-Othello, Desdemona, Iago (Shakespeare’s most
infamous villain)
**Twelfth Night (Comedy)Shakespeare
-Viola, Duke Orsino, Malvolio, Olivia, Sebastian
**As You Like It (Comedy)Shakespeare
-Rosalind, Orlando, Jaques, Celia, Duke Senior
**Doctor Faustus (Tragedy)Christopher Marlowe
-Faustus, Mephistopheles
**Paradise Lost (Epic)John Milton
-Adam, Eve, Satan (most infamous villain of all
times)
**Volpone (Comedy)Ben Jonson
-Volpone, Mosca, Celia
**Tess of the D’Urbervilles (Novel)Thomas Hardy
-Tess Durbeyfield
**Robinson Crusoe (Novel)Daniel Defoe
-Robinson Crusoe, Friday, Xury
**Gulliver’s Travels (Novel-Satire)Jonathan Swift
-Gulliver, Blefuscudian, Lilliputians, Yahoos
**Death of Salesman (Play-tragedy)Arthur Miller
-Willy Loman, Linda Loman, Happy Loman
**Oliver Twist (Novel)Charles Dickens
-Oliver Twist, Fagin, Bill Sikes
**Great Expectations (Novel)Charles Dickens
-Pip (Philip Pirrip), Miss Havisham, Estella, Joe
Gargery
**David Copperfield (Novel)Charles Dickens
-David Copperfield, Agnes Wickfield, James
Steerforth
**Anna Karenina (Novel) Leo Tolstoy
-Anna Karenina, Alexis Karenin
**Jane Eyre (Novel) Charlotte Bronte
-Jane Eyre, Edward Rochester
**The Rime of the Ancient Mariner (Poem) S. T.
Coleridge
-The Mariner, the Wedding Guest, Albatross,
** ‘To be or not to be‘ is the beginning of a
famous soliloquy from – Hamlet.
**The father of English Poem – Geoffrey Chaucer
** Francis Bacon is an – Essayist
**‘Renaissance’ means – the revival of learning
** Elizabethan tragedy is centered on – Revenge
** A lexicographer is a person who writes –
dictionaries
**The English Poet who addicted to opium – S.T.
Coleridge
10 golden rule for spelling
*10 Golden rules on spelling correction in English Grammar:*
*Rule 1:* When the suffix “full” is added to a word, one “ L” is removed.
Faith + full = faithful
Use + full= useful
*Rule 2:* If the word to which the suffix “full” is added ends in “ll”, one “L” is removed from the word also.
Skill +full = skilful
Will + full= wilful
*Rule 3:* Words of two or three syllables ending in single vowel + single consonant double the final consonant if the last syllable is stressed. Eg-
Permit + ed = permitted
Occur + ing =occurring
Control + ed =controlled
Begin + ing = beginning
*Rule 4:* Consonant ‘L’ is doubled in the words ending in single vowel + “L” before a suffix beginning with a vowel eg.
Signal + ing = signalling
Repel + ent = repellent
Quarrel + ed = quarrelled
Travel + er = traveller
*Rule 5:* Words ending in silent “e”, drop the “e” before a suffix beginning with a voweleg.
Hope + ing = hoping
Live + ed = lived
Drive + er = driver
Tire + ing= tiring
*Rule 6:* If the suffix begins with a consonant “e” is not dropped e.g
Hope + full = hopeful
Sincere + ly= sincerely
But,
True + ly = truly
Nine + th = ninth
Argue + ment = argument
*Rule 7:* A final “y” following a consonant changes to “i” before a suffix except “ing”. Eg.
Carry + ed = carried
Happy + ly = happily
Marry + age = marriage
Beauty + full = beautiful
But,
Marry + ing = marrying
Carry + ing = carrying
*Rule 8:* A final “y” following a vowel does not change before a suffix. Eg:
Obey + ed = obeyed
Play + er = player
Pray + ed= prayed
*Rule 9:* When the suffix “ous” is added to a word ending in “ce”, “e” is changed to “i”.
Space + ous= spacious
Vice + ous= vicious
Malice + ous = malicious
Grace + ous= gracious
*Rule 10:* When the suffix “ing” is added to a word ending in “ie”, “ie” is changed to “y”.
Lie + ing= lying
Die + ing = dying
Tie + ing= tying
মনিষীর জীবন কথা
১) একজন কয়েদীর কথা জানি, কয়েদী নাম্বার
৪৬৬৬৪। ২৭ বছর জেলে থাকার পরেও উনি নোবেল শান্তি পুরষ্কার জিতেছেন।
- তিনি নেলসন মেন্ডেলা।
:
২) আরেক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি। থাকার কোনো রুম ছিল না তাঁর, বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন। ব্যবহৃত কোকের বোতল ফেরত
দিয়ে পাঁচ সেন্ট করে আয় করতেন, যেটা দিয়ে খাবার
কিনতেন। প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে
ISCON মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার
খাওয়ার জন্য।
- তিনি অ্যাপল এবং পিক্সার অ্যানিমেশন এর
প্রতিষ্ঠাতা এবং সিইও- স্টিভ জোবস।
:
৩) আর এক যুবকের নাম জানি, মধ্যবিত্ত পরিবারে জন্ম। তাঁকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট। স্যাট পরীক্ষায় ১৬০০ নম্বরে ১৫৯০ পান তিনি। কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান। ড্রপ আউট হওয়ার ৩২ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন তিনি।
- তিনি বিল গেটস।
:
৪) আর এক জনের কথা জানি যিনি ১১ বছর বয়সে এতিম হন। ১২ বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান। হতাশ হয়ে ১৯ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন। অনেক বিখ্যাত বইয়ের লেখক তিনি ,তার মধ্যে
“আমার বিশ্ববিদ্যালয়” একটিl যদিও তিনি কোন দিন
কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা সুযোগ পান নাই।
- তিনি বিখ্যাত লেখক, নাট্যকার আর রাজনীতিবিদ
ম্যাক্সিম গোর্কি।
:
৫) আর এক জন বাবার সাথে মুদি দোকান করতো।
পরিবারের এতই অভাব ছিলো যে- স্কুল পর্যন্ত পড়েই
তাঁকে থেমে যেতে হয়েছিলো। সেই ব্যাক্তিই একসময়
হয়ে ওঠেন বিরাট বিপ্লবী নেতা।
- তিনি চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং।
:
৬) অভাবের তাড়ানায় কুলিগিরি করতেন। একদিন বাসের কন্ডাক্টরের কাজের জন্য গেলে , তাঁকে ধাক্কা
দিয়ে বের করে দেওয়া হয়। যুবকটি অংকে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর ও হতে পারেনি, পরবর্তীতে সে-ই হয় ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী।
- নাম জন মেজর।
:
৭) আর এক ছেলের, বাবা-মা এতই গরিব ছিলেন যে,
তাঁর জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দু’দিন দেরি হয়। কে জানেন? সে-ই আজকের ফুটবল কিংবদন্তী!
- নাম ক্রিশ্চয়ানো রোনাল্ডো।
:
৮) বাবা ছিলেন জেলে। ছেলেকে সাথে করে বাবা মাছ ধরতেন কারন তাঁর অন্য কোন উপায় ছিল না l
- সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার
সনৎ জয়সুরিয়া
:
৯) পড়াশোনায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি। কোন
কিছু মনে থাকত না। ক্লাস এর শেষ বেঞ্চে বসে থাকতেন। ফেল করেছেন বারবার। ক্লার্ক এর চাকরিও
করছেন তিনি।পরে পুরো পৃথিবীকে অবাক করেছেন
তিনি তাঁর থিওরি অফ রিলেটিভিটি দিয়ে। নোবেল ও জিতেছেন তিনি। - তার নাম আলবার্ট আইনস্টাইন!
:
১০) ক্লাস এর সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি। স্কুল
থেকে বহিস্কারও করা হয়েছিল তাঁকে। পৃথিবী কে
তিনি আলোকিত করেছেন তাঁর আবিষ্কার দিয়ে।
- তাঁর নাম টমাস আলভা এডিসন।
:
১২) উল্টা করে লিখতেন তিনি শব্দগুলোকে। পড়ালেখায় একদম শূন্য। উড়োজাহাজ আবিস্কারের ৪০০ বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন।
- তিনি লিওনার্দো দ্যা ভিঞ্জি।
:
১৩) পরীক্ষায় তিনি সব সময় ফেল। ২২ টা একাডেমিক
পুরষ্কার জিতেছেন সারা জীবনে। তিনি মিকি মাউস,
ডোনাল্ড ডাক এর জন্মদাতা। মিকি মউসের গলার স্বর
তাঁর নিজের।
- তিনি ওয়াল্ট ডিজনি।
:
১৪) শব্দের খেলা তিনি বুঝতেন না। 7 নাম্বার কে তিনি
বলতেন উল্টা নাক!!!! এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি, লেখক, পেইন্টার, কেমিস্ট, স্টেজ ডিজাইনার, ভাস্কর।
- তিনি পাবলো পিকাসো।
..
১৫) শৈশব ও তারুণ্যের নানা প্রতিকুলতা পার হয়ে এক
জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান হয়েছেন ৫০ বছর
বয়সেই, কিন্ত তার মধ্যে ১৩ বছর জেলে। সন্তানের
জন্মের সময় জেলে, বিয়ের সময় জেলে। তাঁর মেয়ে
হয়েছেন প্রধানমন্ত্রী।
- তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পৃথিবীর প্রত্যেকটা মানুষই Unique, তার ভাবনাগুলি
তার মতই। সবাই যা পারে, আমাকেও তা-ই পারতে হবে, এমন কিছুতো নয়!!!!
শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমান
করতে হবে কেন? আমাদের সমস্যাটা ওখানেই। আমাদের প্রত্যেক ঘরে ঘরে Toppers আর Rankers চাই। সবাইকেই ডাক্তার, engineer, ব্যারিস্টার,
ম্যাজিস্ট্রেট...... হতেই হবে!!!!??? আঙ্গুল কে
টেনে লম্বা করতেই হবে, যে ভাবেই হোক...
দরকার হলে আঙ্গুল যদি ভেঙ্গে যায় ,যাক না কেন!!!
একটা কথা মনে রাখুন "পৃথিবীতে সবাই জিনিয়াস,
কিন্তু আপনি যদি একটি মাছকে তাল গাছ বেয়ে ওঠার
ক্ষমতা দিয়ে বিচার করেন, তবে সে সারাজীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে"
Collected.
Tuesday, October 1, 2019
হিরার হার এর গল্প শিক্ষনীয়
এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।
স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বললো--এটা তোর কাকুর দোকানে নিয়ে যা, বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে।
ছেলেটা হারটি নিয়ে কাকুর কাছে গেল।
কাকু হারটা ভালো করে পরীক্ষা করে বললো- বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে। কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন--আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দোর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।
পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো।সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করলো।
ভাল শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রসংশীত হচ্ছিল তার কাজ।
একদিন ছেলেটির কাকু বললো-- তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখলো যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকুর কাছে নিয়ে যায় নি।
কাকু জিজ্ঞেস করলো-- হারটি আনো নি ?
ছেলেটি বললো-- না কাকু, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার।
তখন কাকু বললো- তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই কাকু আমাদের আসল জিনিষকে নকল বলছে। আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছো এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো...যা কিছু ভাবছো সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।
জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাই না।