Skip to main content

Posts

Showing posts from May, 2023

গুরুত্বপূর্ণ Phrase

  ৩৯ টি গুরুত্বপূর্ণ Phrase : 1. At stake-- (বিপদাপন্ন) 2. A trying time-- (দুঃসময়). 3.As though --(যেন) 4. Taken in-- (নিয়ন্ত্রিত) 5.Caught on-- (আক্রান্ত হওয়া) 6. Took a fancy to --(পছন্দ) 7. Broke out-- (প্রার্দুভাব) 8. Care for --(গ্রাহ্য করা) 9. Do away with --(হত্যা করা) 10. Few and far between-- (মাঝে মাঝে) 11. To turn the tide --(ধারাবাহিকতা পরিবর্তন করা) 12. A castle in the air --(আকাশ কুসুম কল্পনা) 13. In black and white-- (লিখিতভাবে) 14. Through thick and thin --(বিপদে আপদে সব অবস্থাতেই) 15. A man of straw --(দুর্বল চিত্তের লোক) 16. In vain-- (ব্যর্থ) 17. Put off-- (খুলে ফেলা) 18. Make to --(সন্তোষজনক না হওয়া সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়া) 19. In consonance with-- (সামঞ্জস্য রেখে) 20. With a view to --(উদ্দেশ্য) 21. Give in --(আত্মসমর্পণ করা) 22. At par-- (সমানভাবে) 23. Go in for-- (নিজেকে কোন কাজে নিযুক্ত করা) 24. Owing to-- (জন্য) 25. A far cry --(অসম্ভব প্রায়) 26. Out of question --(প্রশ্নাতীত) 27. Look down upon --(ঘৃণার চোখে দেখা) 28. See through --(বুঝতে পারা) 29. Show...

বি সি এস প্রি লি প্রস্তুতি: বিগত বছরে আসা ইংরেজির কিছু idioms and phrases

  idioms and phrases by TR ৪৫তম বিসিএস প্রিলি প্রস্তুতি: বিগত বছরে আসা ইংরেজির কিছু প্রশ্ন। Today ১। ‘Null and void’ – বাতিল [38th BCS preli ; 32th BCS Written] ২। ‘Once in a blue moon’- খুবই কদাচিৎ [38th BCS preli ] ৩। ‘Take the bull by the horse’- একটি কঠিন সমস্যার মীমাংসিত চুক্তি [38th BCS preli ] ৪। ABC-প্রাথমিক জ্ঞান [31st BCS Written] ৫। All in-পরিশ্রান্ত [17th BCS Written] ৬। A round dozen-পূর্ণ ডজন বা ১২টি [14th BCS Written] ৭। An apple of discord-বিবাদের বিষয় [32nd BCS Written] ৮। As though-যেন [29th BCS Written] ৯। At a loss-হতবুদ্ধি [28th BCS Written] ১০। A castle in the air-আকাশকুমুস কল্পনা [11th BCS Written] ১১। After one’s own heart-মনের মতো [25th BCS Written] ১২। An axe to grind-সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ [24th BCS ১৩। At arm’s length-নিরাপদ দূরত্ব [21st BCS ১৪। Benefit of the doubt- সন্দেহাবসর [15th BCS Written] ১৫। Burning question-গুরুত্বপূর্ণ বিষয় [28th BCS Written] ১৬। By dint of-বদৌলতে [17th BCS Written] ১৭। By fits and starts-অনিয়মিত ভাবে [22nd & 31st B...

পাখি সব করে রব ___মদনমোহন তর্কালঙ্কার

  পাখি সব করে রব ___মদনমোহন তর্কালঙ্কার পাখি সব করে রব,রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল। রাখাল গরুর পাল,লয়ে যায় মাঠে, শিশুগন দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতি ফুল,সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি,আসিয়া জুটিল। গগণে উঠিল রবি,লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন। শীতল বাতাস বায়, জুড়ায় শরীর, পাতায় পাতায় নড়ে,নিশির শিশির। উঠো শিশু, মুখ ধৌও,পর নিজ বেশ, আপন পাঠেতে মন,করহে নিবেশ।

মুসলিম সাম্রাজ্যের শাষন ইতিহাস

৭০০ বছর মুসলিমরা শাসন করে হিন্দুদের মায়ের কোলে রেখে লালন করেছিলো। কখনো হিন্দু নিঃচিহ্ন করার কথা ভাবেনি।     #ভারত_আসলে_কাদের?? ভারতের ইতিহাস শেষ পর্যন্ত পড়ুন!! ঘৌরি সাম্রাজ্য থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত ঘোরি কিংডম!!  আমরা গর্বিত আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের ধর্ম ইসলাম আর ইসলাম শান্তির ধর্ম।  1 = 1193 মোহাম্মদ ঘোরি 2 = 1206 কুতুবুদ্দিন আইবাক 3 = 1210 বাকি শাহ 4 = 1211 ইলতুৎমিস 5 = 1236 রকিনউদ্দিন ফিরোজ শাহ 6 = 1236 রাজা সুলতান 7 = 1240 মোজাদ্দিন বাহরাম শাহ 8 = 1242 আল-দীন মাসউদ শাহ 9 = 1246 নাসিরুদ্দিন মাহমুদ 10 = 1266 গিয়াসউদ্দিন বালবিন 11 = 1286 .......... 12 = 1287 মসজিদের কাবাদন 13 = 1290 শামসুদ্দিন কামার্স মহান সাম্রাজ্যের সমাপ্তি (সরকার থেকে -97 বছর প্রায় দূরে।)  সাম্রাজ্যের সাম্রাজ্য  1 = 1290 জালালউদ্দিন ফিরোজ খিলজি 2 = 1292 ineশিক ধর্ম 4 = 1316 শাহাবুদ্দিন ওমর শাহ 5 = 1316 কুতুবুদ্দীন মোবারক শাহ 6 = 1320 নাসিরুদ্দিন খুসরো শাহ খলজি সাম্রাজ্যের সমাপ্তি (সরকারী -30 বছর প্রায়)  তুঘলক সাম্রাজ্য  1 = 1320 গিয়াসউদ্দিন তুঘলক (প্রথম) 2 ...