Skip to main content

Posts

Showing posts from June, 2023

বাংলা বাগধারা

কিছু গুরত্বপূর্ণ বাগধারা নিচে দেওয়া হলো।  ১। 'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ- একমাত্র সন্তান। ২। টেকে গোঁজা ' বলতে কী বুঝায়- পকেট ভারী করা। ৩। ঢাকের কাঠি বাগধারা অর্থ- মোসাহেব। ৪। ঢাকের বাঁয়া বাগধারা দিয়ে কোনটা প্রকাশ পায়- যার কোন মূল্য নেই/ অকেজো সঙ্গী। ৫। ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ কী- অর্থের অহংকার। ৬। গোবর গণেশ দিয়ে কোন বাগধারাটি প্রকাশ পায়- মূর্খ। ৭। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কী- ভূমিকা। ৮। মাছি মারা কেরানি ' অর্থ কী- বিচারবোধহীন নকলনবিশ ৯। লেজে খেলানো ' বাগধারাটির অর্থ- বশীভূত করা। ১০। ধামাধরা বলতে বুঝায়- চাটুকারিতা। ১১। পায়াভারি কথাটির অর্থ কি- অহংকার। ১২। অন্তর টিপুনী বলতে কি বুঝায়- গোপন ব্যাথা। ১৩। বাপের ঠাকুর বাগধারাটির অর্থ - উচ্ছন্নে যাওয়া। ১৪। হালে পানি পাওয়া অর্থ কি- বিপদমুক্ত হওয়া। ১৫। নেই আঁকরা - এর সঠিক অর্থ কোনটি- একগুঁয়ে। ১৬। আঁতে ঘা- বাগধারাটির অর্থ কী- মনে কষ্ট। ১৭। 'ভানুমতীর খেল' অর্থ কী- ভেলকিবাজি। ১৮। 'কাপুড়ে বাবু' বাগধারা অর্থ- বাহ্যিক সভ্য। ১৯। ধর্মপুত্র যুধিষ্ঠির অর্থ- সত্যবাদিতার ভান করা। ২০। ধর্মের ষাঁড় বাগধারাটি...