Skip to main content

Posts

Showing posts from 2024

অন লাইনে খাজনা

✅ অনলাইনে প্রথমবার জমির খাজনা দিতে কী কী ডকুমেন্টস লাগে? খাজনা দেয়ার জন‍্য নিম্নলিখিত পেপার এর প্রয়োজন হবেঃ ◾ভূমি তথ্য ও সেবা কেন্দ্র: ১।  সর্বশেষ রেকর্ড/খারিজ খতিয়ানের কপি। ২।  পূর্ববর্তী দাখিলার কপি। ৩।  জাতীয় পরিচয়পত্র। ৪।  একটি স্মার্টফোন/কম্পিটার ও ইন্টারনেট কানেকশন। ৫।  মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড। ৬।  জমির অবস্থান অনুযায়ী-বিভাগ, জেলা, উপজেলা, মৌজার তথ্য, খতিয়ান নং ও হোল্ডিং নং। বি:দ্র: বকেয়ার সাল চার এর অধিক হলে এবং পূর্ববর্তী খাজনার রশিদ আপনার নিকট থাকলে (যা অনলাইন নয়) প্রথম বার ইউনিয়ন ভূমি অফিস থেকে খাজনা দিন।   ◾অনলাইনে খাজনা দেয়ার ধাপ সমূহঃ ধাপ ১- ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করুন (ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://ldtax.gov.bd )। ধাপ ২- নাগরিক নিবন্ধন করুন (মোবাইল নং, জন্ম তারিখ, আইডি নং দেয়ার পর ওটিপি পাবেন)। ধাপ ৩- প্রোফাইল সেটিং করুন (প্রফাইলের তথ‍্যগুলি পুরণ করুন)। ধাপ-৪ জমির খতিয়ান যুক্ত করুন। ধাপ-৫ হোল্ডিং ও ভূমি উন্নয়ন করের তথ্য পূরণ করুন। ধাপ-৬ পেমেন্ট অপশন সিলেক্ট করুন। ধাপ-৭  ই-পেমেন্ট করুন। ধাপ-৮ খাজনা ...

ট্রেড এর কৌশল ইকিগাই

ইকিগাই-এর ১০ নিয়ম ও স্টক মার্কেট ট্রেডিং/ইনভেস্টমেন্টের সমন্বিত কৌশল স্টক মার্কেটে সফলভাবে ট্রেড বা ইনভেস্ট করার জন্য একটি স্পষ্ট কৌশল প্রয়োজন। সেই কৌশল যদি ইকিগাই-এর ১০টি নিয়মের সঙ্গে সমন্বয় করা যায়, তাহলে এটি শুধু লাভজনক নয়, বরং মানসিক ও আর্থিক স্বাস্থ্যের জন্যও উপকারী হয়। নিচে ইকিগাই-এর নিয়ম অনুযায়ী স্টক মার্কেট ট্রেডিং ও ইনভেস্টমেন্ট কৌশল তুলে ধরা হলো: ১. ছোট শুরু করুন (Start Small) স্টক মার্কেটেও সফল হতে গেলে ছোট ছোট বিনিয়োগ দিয়ে শুরু করতে হবে। কৌশল: প্রথমেই ছোট পুঁজিতে ট্রেড শুরু করুন। নতুন স্ট্রাটেজি বা ইন্ডিকেটর পরীক্ষা করতে ডেমো ট্রেড ব্যবহার করুন। অল্প ভলিউমে (lot size) ইনভেস্ট করুন এবং প্রাথমিক ভুলগুলো থেকে শিখুন। ব্যাখ্যা: নতুনদের জন্য বড় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। ছোট শুরু করলে, ব্যর্থতা সহজে সামলানো যায়। ২. নিজেকে মুক্ত রাখুন (Release Yourself) অতীতের ভুল বা ক্ষতির জন্য দুশ্চিন্তা না করে সামনের দিকে এগিয়ে যান। কৌশল: অতীতের লস নিয়ে বেশি ভাববেন না। বরং সেগুলো থেকে শিখে সামনে কীভাবে আরও ভালোভাবে বিনিয়োগ করা যায়, সেই পরিকল্পনা করুন। প্রতিটি ট্রেড শেষে নিজেকে প্রশ্ন ...

টেরান্স টাও (Terence Tao) হলেন বর্তমান দুনিয়ার একজন সেরা গণিতবিদ।

টেরান্স টাও (Terence Tao) হলেন বর্তমান দুনিয়ার একজন সেরা গণিতবিদ। সেরাদের সেরা। তাকে বলা হয় জীবন্ত কিংবদন্তি। বলা হয় গণিতের যাদুশিল্পী।  টেরান্স মাত্র দশ বছর বয়সে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত এটা সবচেয়ে কম বয়সে অংশগ্রহণকারী রেকর্ড। এবং সবচেয়ে কম বয়সে (১৩) আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী সে।  একুশ বছর বয়সে প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা এই অসম্ভব মেধাবী মাত্র চব্বিশ বছর বয়সে ইউনিভার্সিটি অব ক‍্যালিফোর্নিয়া লজ এঞ্জেলসে (UCLA) ফুল প্রফেসর হয়েছেন। সেখানেই বর্তমানে কাজ করছেন।  মাত্র একত্রিশ বছর বয়সে গণিতের নোবেল খ‍্যাত ফিল্ডস মেডেল (Fields Medal) অর্জন করেছেন। আমাদের স্টুডেন্টরা কি তার সম্পর্কে জানে? আমাদের পাঠ‍্য বইগুলোতে কি এনাদের কথা থাকে?  ……………………  collected from facebook post of Rauful Alam

বিধাতার বিচার সত্যিই অসাধারন

অভিনেতা হুমায়ূন ফরীদি এবং তাঁর প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে ৪ বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল। কিন্তু ১৯৮৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সেই বছরেই হুমায়ূন ফরীদি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে। সন্দেহ নেই, পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা। পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ূন ফরীদি তাঁর প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না তাঁর। ২০০৮ সালে ফরীদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চৌদ্দ বছরের ছোটো বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তাফা। এই দৃশ্যটি ফরীদিকে দেখতে হলো দূর থেকে, অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তাঁর প্রথম স্ত্রী মিনু। বাংলাদেশের কোনো এক জেলায় সংঘটিত হওয়া একটি ঘটনা শুনে শিউরে উঠেছিলাম। বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। হত্যা করার সময় সে ছিল মাতাল৷ এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে ছেলে। পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য। যে বাবাকে...

জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারা টাও ভুলে গেছি।

১।জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারা টাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরেধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না। যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না। কারণ চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই। কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না। কথায় - Ashraf Ahmed  ২।বুঝলে প্রিয় 'ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয়😅   যে প্রমাণ করতেই হবে..!  ভালোবাসাটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা!  শেষের কবিতার মত। যা শুধুই উপলব্ধি করতে হয়।🌷✨

paragraph on PREMATURE MARRIAGE

P remature marriage is a very common feature in a poor country like Bangladesh. It means the marriage of the boys and girls before attaining their physical and mental maturity. In our country girls particularly poor rural girls are the victims of premature marriage. Unfortunately, the birth of girls is considered unwelcome in our country. They are neglected from their birth. They have to live in a male dominated society. As a result, they are the victims of gender discrimination. They have no 'say' in the family decision. Many parents try to find a husband for their daughters before they attain the age of maturity. We find that illiteracy, poverty, selfish attitude, unconsciousness, religious misconception , dowry system, etc. are some of the causes of premature marriage. The effects of premature marriage are very harmful for health and mind of a female child. The girls cannot adjust with the new environment of their in-law's house. They cannot serve their husbands' fam...

রড এর হিসাব কিতাব

আজ আমরা রডের পরিমাপ শিখব। 10 mm = 0.616 kg/m = 3 suta 12 mm = 0.888 kg/m = 4 suta 16 mm = 1.579 kg/m = 5 suta 20 mm = 2.466 kg/m = 6 suta 22 mm = 2.983 kg/m = 7 suta 25 mm = 3.854 kg/m = 8 suta রডের ওজন ৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি। ১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি। ১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি। ১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি। ২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি। ২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি। ২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি। উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . 8 mm -8.4 feet -1 kg 10 mm -5 feet -1 kg 12 mm -3.75 feet – 1 kg 16 mm -2.15feet -1kg 20 mm -1.80feet -1kg 22mm -1.1feet -1kg রডের মাপ ফিট মেপে kg বের করা হয়……… এই সুত্রটি মনে রাখু...

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বি এড বিস্তারিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেকোনো সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিএড(প্রফেশনাল) কোর্স সম্পর্কিত বিস্তারিত: #কোর্সের মেয়াদ:১ বছর  #কোর্সের সেমিস্টার:২টি(৬ মাস+ ৬মাস) #আবেদনের ন্যূনতম পয়েন্ট+ শিক্ষাগত যোগ্যতা:ডিগ্রি/অনার্স/ফাজেল(২.২৫) #ভর্তির অযোগ্যতা:দ্বৈত ভর্তি(বিএড+মাস্টার্স এক সাথে ভর্তি হওয়া)দুটি কোর্সে এক সাথে ভর্তি হলে যেকোনো একটির রেজিষ্ট্রেশন বাতিল হবে। #চান্সের পদ্ধতি:সরাসরি অনার্স/ডিগ্রি/ফাজেলের রেজাল্টের পয়েন্টের ভিত্তিতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে!  √ডেপুটেশন ভুক্ত সরকারি শিক্ষক সরাসরি চান্স পাবেন। তাদের চান্স পাওয়ার পরে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বেসরকারি শিক্ষক/বেসরকারি নিবন্ধনভুক্ত স্কুলের শিক্ষক/কোন প্রতিষ্ঠানের শিক্ষক নন অর্থাৎ সাধারণ ছাত্র-ছাত্রীরা চান্স নিশ্চিত করা হয়ে থাকে!  √সাধারণত ৩ পয়েন্ট হলে নিশ্চিতভাবে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।  #প্রাথমিক আবেদন ফি:৩০০ টাকা  #ভর্তি ফি:৫০০০/৬০০০ টাকা  #ফরম পূরণ ফি:৩৫০০+৩৫০০=৭০০০ টাকা(১ম+২য় সেমিস্টার)কম বেশি হতে পারে!  #মোট খরচ(৩০০+৫০০০/৬০০০+৭০০০=১২,৩০০/১৩৫০০ টাকা কম বেশি হতে পারে!  #হোস...

Appreciating Poetry The Road Not Taken

The Road Not Taken poem  Appreciating Poetry Read the following poem and do the activities that follow. The Road Not Taken By Robert Frost Two roads diverged in a yellow wood, And sorry I could not travel both And be one traveler, long I stood And looked down one as far as I could To where it bent in the undergrowth; Then took the other, as just as fair, And having perhaps the better claim, Because it was grassy and wanted wear; Though as for that the passing there Had worn them really about the same, And both that morning equally lay In leaves no step had trodden black. Oh, I kept the first for another day! Yet knowing how way leads on to way, I doubted if I should ever come back. I shall be telling this with a sigh Somewhere ages and ages hence: Two roads diverged in a wood, and I— I took the one less traveled by, And that has made all the difference. a) Answer the following questions. i. What do the two roads represent in the poem? ii. How does the poet use metaphors to describe...