জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেকোনো সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বিএড(প্রফেশনাল) কোর্স সম্পর্কিত বিস্তারিত:
#কোর্সের মেয়াদ:১ বছর
#কোর্সের সেমিস্টার:২টি(৬ মাস+ ৬মাস)
#আবেদনের ন্যূনতম পয়েন্ট+ শিক্ষাগত যোগ্যতা:ডিগ্রি/অনার্স/ফাজেল(২.২৫)
#ভর্তির অযোগ্যতা:দ্বৈত ভর্তি(বিএড+মাস্টার্স এক সাথে ভর্তি হওয়া)দুটি কোর্সে এক সাথে ভর্তি হলে যেকোনো একটির রেজিষ্ট্রেশন বাতিল হবে।
#চান্সের পদ্ধতি:সরাসরি অনার্স/ডিগ্রি/ফাজেলের রেজাল্টের পয়েন্টের ভিত্তিতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে!
√ডেপুটেশন ভুক্ত সরকারি শিক্ষক সরাসরি চান্স পাবেন। তাদের চান্স পাওয়ার পরে আসন ফাঁকা থাকা সাপেক্ষে বেসরকারি শিক্ষক/বেসরকারি নিবন্ধনভুক্ত স্কুলের শিক্ষক/কোন প্রতিষ্ঠানের শিক্ষক নন অর্থাৎ সাধারণ ছাত্র-ছাত্রীরা চান্স নিশ্চিত করা হয়ে থাকে!
√সাধারণত ৩ পয়েন্ট হলে নিশ্চিতভাবে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
#প্রাথমিক আবেদন ফি:৩০০ টাকা
#ভর্তি ফি:৫০০০/৬০০০ টাকা
#ফরম পূরণ ফি:৩৫০০+৩৫০০=৭০০০ টাকা(১ম+২য় সেমিস্টার)কম বেশি হতে পারে!
#মোট খরচ(৩০০+৫০০০/৬০০০+৭০০০=১২,৩০০/১৩৫০০ টাকা কম বেশি হতে পারে!
#হোস্টেল খরচ:৪০০০/৫০০০/৬০০০ টাকা এক বছরের জন্য!(যদি থাকেন)ডাইনিং খরচ আলাদা!সম্পূর্ণ রাজনৈতিক মুক্ত!
#উপবৃত্তি পাবেন: ৬০০০-৭০০০ টাকার মতো(বেসরকারি শিক্ষক+সাধারণ ছাত্র-ছাত্রীরা। সরকারি শিক্ষক কোন উপবৃত্তি পাবেন না)কোর্স শেষ হলে!
#মোট বইয়ের তালিকা:৯ টি।
#১ম সেমিস্টারে:৫ টি(আবশ্যিক৩ টি+ঐচ্ছিক ২ টি)
#২য় সেমিস্টারে:৪ টি(আবশ্যিক৩ টি+ঐচ্ছিক ১ টি)
#লাইব্রেরির সুবিধা:চাইলে লাইব্রেরি থেকে মূল বই সংগ্রহ করতে পারেন যদি থাকে। লাইব্রেরিতে কোন গাইড বই পাবেন না।
#ক্লাস:সপ্তাহে ৫ দিন।তবে সরকারি শিক্ষকদের ক্লাস করা বাধ্যতামূলক।আর বেসরকারি শিক্ষক/সাধারণত শিক্ষার্থীদের কিছুটা ছাড় পাববেন।ক্লাস না করলে যারা নিয়মিত ক্লাস করেন তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন বিভিন্ন তথ্যের জন্য।
বিশেষ করে এসাইনমেন্ট লিখে জমা+অনুশীলন পাঠদানে নিয়মিত ক্লাসে উপস্থিতি থাকা+ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করার উপস্থিতি থাকলে চলবে।
√√ সার্কুলার পাবেন প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে!