Wednesday, April 16, 2025

৩ খালি বস্তার গল্প

একটি শিক্ষণীয় গল্প এক মিনিট সময় নিয়ে হলেও সবাই পড়বেন উপকৃত হবেন!!

একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন,এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পার। তিন জন চলে গেল জঙ্গলে।
🔶১ম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসল।

🔶২য় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে, উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসল।

🔶৩য় মন্ত্রী চিন্তা করলো, রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে মরা পাতা, ঘাস,কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো।

তিন মন্ত্রী রাজার দরবারে হাজির, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন।তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না।৩য় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ ৭ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই ৭ দিন তাদের কোন প্রকার খাবার দেওয়া হবে না।

যেই কথা সেই কাজ, তিনজনকেই কারাগারে পাঠানো হলো। ১ম মন্ত্রী এই ৭ দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন।

দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল ২ দিন খেতে পারলো, বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন।

৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলোনা তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন।

🌸এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো:-
যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে, পড়ালেখা বা কাজ করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন ভোগ করতে পারবো।

শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন।

Tuesday, April 15, 2025

পত্রিকায় যারা লিখতে চান

আপনারা যারা লেখালেখির চিন্তা করছেন, গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকীয় পাতা, সাহিত্যপাতা কিংবা সংশ্লিষ্ট পাতার ইমেইল অ্যাড্রেস দিলাম। পত্রিকায় ছাপা হলে বলা যেতে পারে আপনার লেখা মানসম্মত। তখন লেখালেখি নিয়ে আপনি ক্যারিয়ার গড়ার পথে এগোতে পারেন, যদিও এটা খুব কঠিন পথ। তবে বর্তমানে নিজেই মিডিয়া হয়ে নিজের লেখা পাঠকের সামনে তুলে ধরা যায়। তা থেকে নিজে উপার্জন করা যায়। তবে লেখার মান যাচাইয়ের জন্য পত্রিকার বিভাগীয় সম্পাদকের ফিল্টারটা কাজে দিতে পারে৷ 
পত্রিকার যে পাতার জন্য লিখবেন, আগে সেই পাতা ভালো করে পড়ে নিবেন, রিসার্চ করে নিবেন কোন ক্যাটাগরির লেখা সেখানে ছাপা হয়। আর একই লেখা সব পত্রিকায় পাঠাবেন না। ছাপা না হলে বা ইমেইল কনফারমেশন না আসলে কমপক্ষে তিনমাস অপেক্ষা করবেন, তারপর অন্য কোথাও পাঠাবেন। তার মধ্যে আপনি লিখতে থাকবেন। প্রতিদিন লিখবেন।
___________________ 
নিবন্ধ/কলামের জন্য ব্যবহার করুন:

দৈনিক প্রতিদিনের সংবাদ: pdsangbadeditorial@gmail.com

দৈনিক ইত্তেফাক: columnittefaq@gmail.com

দৈনিক ভোরের কাগজ: bkeditorial@yahoo.com

দৈনিক সমকাল: 
samakal.editorial@gmail.com

দৈনিক যুগান্তর: editorial.jugantor@gmail.com

দৈনিক কালেরকণ্ঠ: editorial@kalerkantho.com

দৈনিক বণিকবার্তা: editorial@bonikbarta.com

দৈনিক ইনকিলাব: inqilab.info@gmail.com

দৈনিক যায়যায়দিন: ss_opinion@yahoo.com

দৈনিক সংবাদ: editorial.sangbad@gmail.com

দৈনিক নয়াদিগন্ত: editorialdiganta@gmail.com

দৈনিক প্রথম আলো: editorial@prothomalo.com

দৈনিক জনকণ্ঠ: janakanthaeditorial@gmail.com

দৈনিক আমাদের সময়: amadershomoyeditorial@gmail.com

দৈনিক সংগ্রাম: dsangram@gmail.com

দৈনিক জনতা: viewjanata@yahoo.com

দৈনিক আজকালের খবর: editorialajkalerkhobor@gmail.com

দৈনিক বাংলাদেশের খবর: bk2018editorial@gmail.com

দৈনিক খোলাকাগজ: kholakagojed2@gmail.com

দৈনিক বর্তমান: wo.bartoman@gmail.com

দৈনিক মানবকণ্ঠ: editorial.manobkantha@gmail.com

দৈনিক সময়ের আলো: editorial@shomoyeralo.com

দৈনিক পূর্বকোণ: editorial@dainikpurbokone.net

দৈনিক সুপ্রভাত: news@suprobhat.com

দৈনিক দিনকাল: dinkalnews@gmail.com

দৈনিক আলোকিত বাংলাদেশ: editorial.alokitobangladesh@gmail.com

দৈনিক দেশরূপান্তর: editorial@deshrupantor.com

দৈনিক দেশের কথা: dainikdesherkantha@gmail.com

দৈনিক দেশের কণ্ঠ: desherkanthaeditorial@gmail.com

দৈনিক অধিকার: inbox.odhikar@gmail.com

দৈনিক দেশকাল: editorial@deshkalbd.com

দৈনিক বাংলাদেশ বুলেটিন: thebdbulletin@gmail.com

দৈনিক শেয়ার বীজ: editorial.sharebiz@gmail.com

দৈনিক বাংলা: editordainikbangla@gmail.com

দৈনিক সকালের সময়: dailysokalersomoy@gmail.com

দৈনিক আমার বার্তা: editorialamarbarta@gmail.com

দৈনিক স্বাধীন বাংলা: dailyswadhinbangla@gmail.com

দৈনিক আজাদী: azadieditorial@gmail.com

দৈনিক করতোয়া: 
dkaratoa@yahoo.com

দৈনিক ডেল্টাটাইমস: deltatimes24@gmail.com

দৈনিক বাংলাদেশের আলো: bangladesheralo2018@gmail.com

দৈনিক প্রথম সূর্যোদয়: prothomsurjadoy@gmail.com

দৈনিক বিজনেস বাংলাদেশ: biznessbangladesh@gmail.com

দৈনিক জবাবদিহি: dailyjobabdihi@gmail.com

দৈনিক লাখোকণ্ঠ: dailylakhokontho@gmail.com

দৈনিক এশিয়া বাণী:
dailyasiabani2012@gmail.com

স্বদেশ প্রতিদিন: swadeshnewsbd24@gmail.com

দৈনিক জনবাণী: dailyjanobani2018@gmail.com, dailyjanobanibd@gmail.com

দৈনিক পরিবর্তন সংবাদ: dailyporibortonsangbad@gmail.com, poribortonsangbad@gmail.com

দৈনিক আমার সংবাদ: dailyamarsangbad@gmail.com

দৈনিক সরেজমিন:  news.sorejomin@gmail.com

ইংরেজি পত্রিকা
The Daily Star: dsliteditor@gmail.com

The Daily Sun: suneditorial@gmail.com
 
The Daily ObserverBD: editorial@dailyobserverbd.com 

The Daily Asian Age: editorial.dailyasianage@gmail.com 

The Bangladesh Today: editorial@thebangladeshtoday.com 

The Bangladesh Post: editorial@bangladeshpost.net 

The Business Standard: oped.tbs@gmail.com

The New Nation: n_editor@bangla.net

The Financial Express: fexpress68@gmail.com

The Independent: editorial@theindependentbd.com

The Muslim Times: muslimtimes19@gmail.com

The Perspective: perspectivedesk@gmail.com (Monthly)
চিঠি পাঠানোর জন্য ব্যবহার করুন:

দৈনিক প্রতিদিনের সংবাদ: pdsangbadeditorial@gmail.com

দৈনিক ইত্তেফাক: letters.ittefaq@gmail.com

দৈনিক ভোরের কাগজ: bkeditorial@yahoo.com

দৈনিক সমকাল: samakal.editorial@gmail.com

দৈনিক যুগান্তর: editorial.jugantor@gmail.com

দৈনিক কালেরকণ্ঠ: editorial@kalerkantho.com

দৈনিক ইনকিলাব: inqilab.info@gmail.com

দৈনিক যায়যায়দিন: ss_opinion@yahoo.com

দৈনিক সংবাদ: editorial.sangbad@gmail.com

দৈনিক নয়াদিগন্ত: editorialdiganta@gmail.com

দৈনিক প্রথম আলো: editorial@prothomalo.com

দৈনিক সংগ্রাম: dsangram@gmail.com

দৈনিক জনতা: viewjanata@yahoo.com

দৈনিক আজকালের খবর: editorialajkalerkhobor@gmail.com

দৈনিক বাংলাদেশের খবর: bk2018editorial@gmail.com

দৈনিক খোলাকাগজ: kholakagojed2@gmail.com

দৈনিক মানবকণ্ঠ: editorial.manobkantha@gmail.com

দৈনিক সময়ের আলো: editorial@shomoyeralo.com

দৈনিক পূর্বকোণ: editorial@dainikpurbokone.net

দৈনিক সুপ্রভাত: news@suprobhat.com

দৈনিক আলোকিত বাংলাদেশ: editorial.alokitobangladesh@gmail.com

দৈনিক বাংলাদেশ বুলেটিন: thebdbulletin@gmail.com
bdbulletinnd@gmail.com

দৈনিক শেয়ার বীজ: editorial.sharebiz@gmail.com

দৈনিক বাংলা: editordainikbangla@gmail.com

দৈনিক স্বাধীন বাংলা: dailyswadhinbangla@gmail.com

দৈনিক আজাদী: azadieditorial@gmail.com

ইংরেজি পত্রিকা:
The Daily Star: letters@thedailystar.net

The Daily Sun: suneditorial@gmail.com

The Daily Observer: editorial@dailyobserverbd.com 

The Daily Asian Age: editorial.dailyasianage@gmail.com 

The Bangadesh Today: editorial@thebangladeshtoday.com 

The New Nation: editor@bangla.net

The Bangladesh Post: editorial@bangladeshpost.net  

The Business Standard: oped.tbs@gmail.com

The Financial Express: fexpress68@gmail.com

The Independent: editorial@theindependentbd.com

The Muslim Times: muslimtimes19@gmail.com
ইসলামিক পাতায় লেখা পাঠানোর ঠিকানা: 

islam.jugantor@gmail.com
যুগান্তর (শুক্রবার)

dharmochinta63@gmail.com
ইত্তেফাক (শুক্রবার)

islameralo@shomoyeralo.com
সময়ের আলো (প্রতিদিন)

ndislamicjibon@gmail.com
নয়া দিগন্ত (প্রতিদিন)

abislamosomaj@gmail.com
আলোকিত বাংলাদেশ (প্রতিদিন)

islamijibonpata@gmail.com
ইনকিলাব (শুক্রবার)

amarsangbadfeature@gmail.com
আমার সংবাদ (প্রতিদিন)

islamojibonmk@gmail.com
মানবকণ্ঠ (রবিবার)

dailyjobabdihi@gmail.com
জবাবদিহি

mahfuuz51@gmail.com
বাংলাদেশ খবর (শুক্রবার)

features@deshrupantor.com
দেশ রূপান্তর (প্রতিদিন)
ক্যাম্পাস পাতায় লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:

দৈনিক যায়যায়দিন: (শনিবার) Campus@jjdbd.com 

দৈনিক প্রতিদিনের সংবাদ: (রবিবার)  pdscampus@gmail.com  

দৈনিক খোলাকাগজ: (বৃহস্পতিবার) agarojon.kk@gmail.com kholakagojcampus@gmail.com 

দৈনিক জনকণ্ঠ: (রবিবার) campusjanakantha@gmail.com  

আমাদের সময়: (শনিবার) campusshomoy2003@gmail.com  

দৈনিক ইত্তেফাক: (সোমবার) campus.ittefaq@gmail.com Ittefaq.youth@gmail.com
শুধুমাত্র ছড়া ও ছোটদের লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:
দৈনিক নয়াদিগন্ত (আগডুম বাগডুম) শুক্রবার
augdumbugdum@gmail.com 

দৈনিক জনকণ্ঠ (ঝিলিমিলি) শনিবার 
jilimilijanakantha@yahoo.com 

প্রতিদিনের সংবাদ (খেয়াল খুশি) শনিবার 
khealkhusibd@gmail.com 

দৈনিক করতোয়া (সবুজ আসর) শনিবার 
sabujasor@gmail.com 

আলোকিত বাংলাদেশ (আলোকিত শিশু) শনিবার 
alokitoshishu2016@gmail.com 

আলোকিত বাংলাদেশ (কলরব) শনিবার 
abkolorob@gmail.com 

ভোরের কাগজ (পাঠক ফোরাম) সোমবার
pathokforum_bk@yahoo.com 

দৈনিক বিজয়ের কন্ঠ (শিশু কন্ঠ- সিলেট) শনিবার 
shishukantho.bk@gmail.com 

সংবাদ খেলাঘর (পাক্ষিক পাতা) রবিবার
sangbadkhelaghar@gmail.com 

দৈনিক সংগ্রাম (নীল সবুজের হাট) শুক্রবার
nilsobujerhaat@dailysangram.com 
shahitto@dailysangram.com 

দৈনিক সমকাল (ঘাসফড়িং) শুক্রবার
ghashforing007@gmail.com 

দৈনিক সমকাল (সুহৃদ সমাবেশ) মঙ্গলবার
suhridsamabesh1@gmail.com 

কালেরকণ্ঠ (ঘোড়ার ডিম ফান ম্যাগাজিন, রম্য ছড়া) মঙ্গলবার
ghorardim@kalerkantho.com 

প্রথম আলো (অধুনা, মনের বাক্স) বুধবার
adhuna@prothom-alo.info 

দৈনিক ভোরের কাগজ (ইষ্টিকুটুম) বুধবার 
istikutum_bkagoj@yahoo.com 

দৈনিক যায়যায়দিন (হাট্টিমাটিমটিম) রবিবার
hattimatimtim@jjdbd.com 

দৈনিক যুগান্তর (স্বজন সমাবেশ) বুধবার 
shojonshomabesh@gmail.com 
শিশুতোষ:
দৈনিক আমাদের সময় (ঘটাংঘট) বৃহস্পতিবার
ghatangghat@gmail.com 

নয়াদিগন্ত (থেরাপি) বৃহস্পতিবার
therapi2016@gmail.com 

দৈনিক প্রথম আলো (গোল্লাছুট) শুক্রবার
gollachut@prothom-alo.info

দৈনিক কালেরকণ্ঠ (টুনটুনটিনটিন) শুক্রবার
tuntuntintin@kalerkantho.com 

দৈনিক ইত্তেফাক (কচিকাঁচার আসর) শুক্রবার
kochikacharaashor@gmail.com 

দৈনিক বাংলাদেশ প্রতিদিন (ডাংগুলি) শুক্রবার
danguli71@gmail.com (বড়দের) 
dangulibdp@gmail.com (শিশুতোষ)
বড়দের লেখা এবং সাহিত্য পাতার জন্য: 
শনিবার:
আলোকিত বাংলাদেশ - কবিতা  alokitoshamoiki@gmail.com  gazimunsuraziz@gmail.com 

বাংলাদেশের খবর - সাহিত্য  anyorekha@gmail.com  

দৈনিক সংবাদ -  sangbadsamoeky@gmail.com  

আলোকিত প্রতিদিন- শনিবার  dailyaloktoprotidin@gmail.com  

দৈনিক বিজয়ের কন্ঠ-সিলেট  shishukantho.bk@gmail.com  

ভোরের কাগজ-পাঠক ফোরাম  pathokforum_bk@yahoo.com  

দৈনিক রূপসী বাংলা  rupashibangla42@gmail.com  

দৈনিক বিজয়ের কন্ঠ- সিলেট  shishukantho.bk@gmail.com

দৈনিক শুভ প্রতিদিন  sahittay.shubo@gmail.com  khaleduddin@gmail.com  

দৈনিক যুগান্তর (রঙ্গ)  jugantorrongo@gmail.com    
রবিবার:
প্রথম আলো-বন্ধুসভা  bondhushava@prothom-alo.info  

দৈনিক জালালাবাদ-সাহিত্য পাতা  jalalabadshahitta@gmail.com  

দৈনিক বিবৃতি-সাহিত্যপাতা  alamgirkabir83@gmail.com 

দৈনিক ইত্তেফাক (ঠাট্টা- ফান ম্যাগাজিন ও রম্য ছড়া) 
ittefaq.thatta@gmail.com  

দৈনিক যুগান্তর (বিচ্ছু- ফান ম্যাগাজিন রম্য ছড়া) 
bicchoo@jugantor.com  
মঙ্গলবার: 
সুহৃদ সমাবেশ, সমকাল- মঙ্গলবার  suhridsamabesh1@gmail.com

যায়যায় দিন-কবিতা মঙ্গলবার  friendsforum@jjdbd.com  

দৈনিক আজাদী  kholahawa2015@gmail.com  

দৈনিক পূর্বকোণ-কলরোল  news@dainikpurbokone.net 

কালেরকণ্ঠ (ঘোড়ার ডিম ফান ম্যাগাজিন, রম্য ছড়া) 
ghorardim@kalerkantho.com 
 
প্রথম আলো (অধুনা, মনের বাক্স)  adhuna@prothom-alo.info
সাহিত্য সাময়িকী | শুক্রবার: 

দৈনিক আমাদের সময়- অদ্বৈত মারুত  aadwaytomarout@gmail.com  likhalekhi@gmail.com  rienzunnu@gmail.com 

দৈনিক যুগান্তর- কবিতা  mehedidrama@gmail.com  

বাংলাদেশ প্রতিদিন -  কবিতা  bdpratidin@gmail.com

দৈনিক প্রথম আলো-কবিতা  shilpasahitya@prothom-alo.info  

দৈনিক জনকন্ঠ -  milushams67@gmail.com 

দৈনিক সমকাল -  কবিতা  mahbubaziz01@gmail.com  

সমকাল - শুক্রবার কবিতা  kalerkheya@yahoo.com  

দৈনিক ইত্তেফাক -  কবিতা  ittefaqsamayiki16@gmail.com  faruqbdbd13@gmail.com  

যায়যায়দিন-  কবিতা  
ss_opinion@yahoo.com  salamsaleh@ymail.com 

কালের কন্ঠ-গল্প- 
shilalipi@kalerkantho.com 
info@kalerkantho.com
doshdik@kalerkantho.com 
masudhasanbd@hotmail.com 

নয়াদিগন্ত-শুক্রবার  digantasahitto@gmail.com  

দৈনিক ভোরের কাগজ-  bkagojliterary@gmail.com  zahidsohag@yahoo.com 

দৈনিক মানবকন্ঠ-কবিতা  shahitto@manobkantha.com
রম্য লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:
ইত্তেফাক: ittefaq.thatta@gmail.com (রবিবার)

যুগান্তর: bicchoojugantor@gmail.com (রবিবার)

নয়াদিগন্ত: therapi2016@gmail.com (বৃহস্পতিবার)
শিক্ষা বিষয়ক লেখা পাঠানোর জন্য ব্যবহার করুন:
যায়যায়দিন: sikkhajagat@jjbd.com
ফিচারের জন্য
দৈনিক বাংলা: feature.dainikbangla@gmail.com ‌

সমকাল: 
shoily.samakal@gmail.com 
শৈল পাতা (বুধবার) ‌

নতুন একমাত্রা 
natunekmatra@gmail.com (প্রতিমাসে)

কিশোর কণ্ঠ 
kishorkantha@yahoo.com (প্রতিমাসে) 

নব ভাবনা  
nobovabna@gmail.com (প্রতিমাসে) 
__________________ 
সংকলনে: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সদস্যবৃন্দ

সংগৃহিত

Saturday, April 12, 2025

দুষ্টু বাঘ এর গল্প

দুষ্ট বাঘ
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 

রাজার বাড়ির সিংহ-দরজার পাশে, লোহার খাঁচায় একটা মস্ত বাঘ ছিল। রাজার বাড়ির সামনে দিয়ে যত লোক যাওয়া-আসা করত, বাঘ হাত জোড় করে তাদের সকলকেই বলত, 'একটিবার খাঁচার দরজাটা খুলে দাও না দাদা।' শুনে তারা বলত, 'তা বইকি। দরজাটা খুলে দি, আর তুমি আমাদের ঘাড় ভাঙো।'

এর মধ্যে রাজার বাড়িতে খুব নিমন্ত্রণের ধুম লেগেছে। বড়-বড় পণ্ডিত মশাইয়েরা দলে-দলে নিমন্ত্রণ খেতে আসছেন। তাঁদের মধ্যে একজন ঠাকুর দেখতে ভারি ভালো মানুষের মতো ছিলেন। বাঘ এই ঠাকুরমশাইকে বারবার প্রণাম করতে লাগল।

তা দেখে ঠাকুরমশাই বললেন, 'আহা, বাঘটি তো বড় লক্ষ্মী। তুমি কি চাও বাপু।'

বাঘ হাত জোড় কর বললে, 'আজ্ঞে, একটি বার যদি এই খাঁচার দরজাটা খুলে দেন। আপনার দুটি পায়ে পড়ি।'

ঠাকুরমশাই কিনা বড্ড ভালোমানুষ ছিলেন, তাই তিনি বাঘের কথায় তাড়াতাড়ি খাঁচার দরজা খুলে দিলেন।

তখন হতভাগা বাঘ হাসতে-হাসতে বাইরে এসেই বললে, 'ঠাকুর, তোমাকে তো খাব।'

আর কেউ হলে হয়তো ছুটে পালাত। কিন্তু এই ঠাকুরটি ছুটতে জানতেন না। তিনি ভারি ব্যস্ত হয়ে বললেন, 'এমন কথা তো কখনো শুনিনি। আমি তোমার এত উপকার করলাম আর তুমি বলছ কিনা আমাকে খাবে। এমন কাজটি কি কেউ কখনো করে?'

বাঘ বললে, 'করে বইকি ঠাকুর, সকলেই তা করে থাকে।'

ঠাকুরমশাই বললেন, 'তা কখনোই নয়। চল দেখি তিনজন সাক্ষীকে জিগগেস করি, তারা কি বলে।'

বাঘ বললে, 'আচ্ছা চলুন। আপনি যা বলছেন, সাক্ষীরা যদি তাই বলে, আমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাব। আর যদি তারা আমার কথা ঠিক বলে, তবে আপনাকে ধরে খাব।'

সাক্ষী খুঁজতে দুজনে মাঠে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু রেখে, চাষীরা একটি ছোট পথের মতন করে দেয় তাকে বলে আল। ঠাকুরমশাই সেই আল দেখিয়ে বললেন, 'এই আমার একজন সাক্ষী।'

বাঘ বললে, 'আচ্ছা, ওকে জিগগেস করুন, ও কি বলে।'

ঠাকুরমশাই তখন জিগগেস করলেন, 'ওহে বাপু আল, তুমি বল দেখি আমি যদি কারো ভালো করি, সে কি উল্টে আমার মন্দ করে?'

আল বললে, 'করে বইকি ঠাকুর। এই আমাকে দিয়ে দেখুন না। দুই চাষার ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাতে তাদের কত উপকার হয়। একজনের জমি আর একজন নিয়ে যেতে পারে না, একজনের ক্ষেতের জল আর একজনের ক্ষেতে চলে যায় না। আমি তাদের এত উপকার করি, তবু হতভাগারা লাঙ্গল দিয়ে আমাকেই কেটে তাদের ক্ষেত বাড়িয়ে নেয়।'

বাঘ বললে, 'শুনলেন তো ঠাকুরমশাই, ভালো করলে তার মন্দ কেউ করে কি না।'

ঠাকুরমশাই বললেন, 'রোসো, আমার আরো দুজন সাক্ষী আছে।'

বাম বললে, 'আচ্ছা চলুন।'

মাঠের মাঝখানে একটা বটগাছ ছিল। ঠাকুরমশাই তাকে দেখিয়ে বললেন, 'ঐ আমার আর একজন সাক্ষী।'

বাঘ বললে, 'আচ্ছা, ওকে জিগগেস করুন। দেখি, ও কি বলে।'

ঠাকুরমশাই বললেন, 'বাপু বটগাছ, তোমার তো অনেক বয়েস হয়েছে, অনেক দেখেছ শুনেছ। বল দেখি, উপকার যে করে তার অপকার কি কেউ করে?'

বটগাছ বললে, 'তাই তো লোক আগে করে। ঐ লোকগুলো আমার ছায়ায় বসে ঠান্ডা হয়েছে, আর আমাকেই খুঁচিয়ে আমার আঠা বার করেছে। আবার সেই আঠা রাখার জন্যে আমারই পাতা ছিঁড়েছে। তারপর ঐ দেখুন, আমার ডালটা ভেঙে নিয়ে চলেছে।'

বাঘ বললে, 'কি ঠাকুরমশাই, ও কি বলছে।'

তখন ঠাকুরমশাই তো মুশকিলে পড়লেন। আর কি বলবেন, ভেবে ঠিক করতে পারলেন না। এমন সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই সেই শিয়ালকে দেখিয়ে বললেন, 'ঐ আমার আর একজন সাক্ষী। দেখি, ও কি বলে।'

তারপর তিনি শিয়ালকে ডেকে বললেন, 'শিয়ালপণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী।'

শিয়াল দাঁড়াল, কিন্তু কাছে আসতে রাজী হল না। সে দূর থেকেই জিগগেস করল, 'সে কি কথা।

আমি কি করে আপনার সাক্ষী হলুম?'

ঠাকুরমশাই বললেন, 'বল দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কে কেউ করে?'

শিয়াল বললে, 'কার কি ভালো কে করেছিল, আর কার কি মন্দ করে করেছে, শুনলে তবে বলতে শারি।'

ঠাকুরমশাই বললেন, 'বাঘ খাঁচার ভিতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম-'

এই কথা শুনেই শিয়াল বললে, 'এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে, আমি কিছুই বলতে পারব না।'

কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো। শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে

পায়চারি করে বললে, 'আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এখন কি হয়েছে বলুন।' ঠাকুরমশাই বললন, 'বাঘ খাঁচার ভিতরে ছিল, আর আমি ব্রাহ্মণ পথ দিয়ে যাচ্ছিলুম।'

অমনি শিয়াল তাঁকে থামিয়ে দিয়ে বললে, 'দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে ঐটুকু বেশ করে বুঝে নিই। কি বললেন? বাঘ আপনার বামুন ছিল, আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল?'

এই কথা শুনে বাঘ হো-হো করে হেসে বললে, 'দূর গাধা। বাঘ খাঁচার ভিতর ছিল, আর বামুন পথ দিয়ে যাচ্ছিল।'

শিয়াল বললে, 'রোসো দেখি-বামুন খাঁচার ভিতর ছিল, আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল?'

বাথ বললে, 'আরে বোকা, তা নয়। বাঘ খাঁচার ভিতরে ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল?'

শিয়াল বললে, 'এ তো ভারি গোলমালের কথা হলো দেখছি। আমি কিছুই বুঝতে পারছি না। কি

? বাঘ বামুনের ভিতরে ছিল, আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল?' বললে

বাঘ বললে, 'এমন বোকা তো আর কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভিতরে, আর বামুন

যাচ্ছিল পথ দিয়ে।'

তখন শিয়াল মাথা চুলকাতে-চুলকাতে বললে, 'না। অত শক্ত কথা আমি বুঝতে পারব না।'

ততক্ষণে বাঘ রেগে গিয়েছে।

সে শিয়ালকে এক ধমক দিয়ে বললে, 'ও কথা তোকে বুঝতেই হবে। দেখ, আমি এই খাঁচার ভিতরে ছিলুম-দেখ-এই এমনি করে-

বলতে বলতে বাঘ খাঁচার ভিতরে গিয়ে ঢুকল, আর শিয়ালও অমনি খাঁচার দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তারপর শিয়াল ঠাকুরমশাইকে বলল, 'ঠাকুরমশাই, এখন আমি সব বুঝতে পেরেছি। আমার সাক্ষী যদি শুনতে চান, তবে তা হচ্ছে এই যে, দুষ্ট লোকের উপকার করতে নেই। কাজেই বাঘ মামার জিত। এখন আপনি শিগগির যান, এখনো ফলার ফুরোয়নি।' বলে শিয়াল বনে চরতে গেল, আর ঠাকুরমশাই ফলার খেতে গেলেন।