Skip to main content

Posts

Showing posts from 2016

Simple chart analysis with ascending triangle pattern of BD STOCK MARKET DSE & CSE by TR

আসসালামুয়ালাইকুম । প্রথমেই বলে নেই আমি Trade Analysis  এর একজন নিয়মিত ছাত্র ,আমি সবসময় চেষ্টা করি সহজে Analysis করার। আজকে খুব সহজ একটা এ্যানালাইসিস দেখানোর চেষ্টা করব । ২টা চার্ট নিয়ে কাজ করে দেখাব ।প্রথমটি SAPORTL এবং ২য় টি GQBALLPEN ,  এই চার্ট  টি তে লক্ষ করলে দেখবেন যে একটি প্যাটার্ন দেখা যাচ্ছে ,এটিকে বলা হয় ascending triangle pattern. , ,লক্ষ করলেই বুঝতে পারবেন এই প্যাটার্ন টি পূর্ণ হওয়ার পর খুব সুন্দর ভাবে breakout  হয়েছে আজকে ।ঠিক একই ভাবে নিচের চার্ট প্যাটার্ন টি লক্ষ করে দেখুন কিছু বুঝা যায় কিনা ? নিচের চার্ট টি GQBALLPEN  এর ।আশা করি যদি কপাল খারাপ না থাকে তাহলে কালকে বা পরশু Breakout হতে দেখব ইন শাহ্‌ আল্লাহ ।

15 most important advices of sheikh saadi to lead a very decent life in this world by TR

শেখ সাদী (রহঃ) এর ১৫ টি বিখ্যাত উপদেশ ১. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না। ২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়। ৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না। ৪.এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না। ৫. হিংস্র বাঘের উপর দয়া করা নীরিহ হরিনের উপর জুলুম করার নামান্তর।

Experience and information collection of DSE & CSE OF BANGLADESH by TR

STOCK MARKET ANALYSIS BY TR গত 2011,,february থেকে 2015 December পর্যন্ত শেয়ার ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম । যখন শেয়ার ব্যবসা করতাম তখন শেয়ার বিষয়ক অনেক বই পড়তাম ,যখন যা শিখতাম লিখে রাখতাম ,অনেক কিছু শিখেছিলাম -তার অনেক কিছুই ভূলে গেছি ,তার থেকে কিছু শেয়ার করলাম । আশা করি ভাল লাগবে ,,,,, ******* # অভিজ্ঞতা_ও_মুল্যবান_তথ্য ////******* ****** # Please_Read_it_carefully_to_Earn_Some_knowledge *****, , , ,, , , ****........====.........=====.............=====........=====.......====........====....**** ১-------স্যার আইজাক নিঊটন ততকালে ""সাউথ সি কম্পানির "" শেয়ার কিনেছিলেন , ,কিন্তু তিনি ২০.০০০ পাউন্ড লস করেছিলেন , ,তাই তিনি আফসোস করে বলেছিলেন """"আমি গ্রহ নক্ষত্রর গতিকে পরিমাপ করা শিখলাম কিন্তু শেয়ার এর গতি বুঝতে/ শিখতে পারলাম না , = ২---------কোনো শেয়ার এর দাম যখন বাড়তে থাকে তখন ধরে ছেড়ে দিন , ,আবার যখন কমতে থাকে তখন ছেড়ে ধরুন , , , = ৩-------দাম পড়তে সুরু করলে অল্প লস এ ছেড়ে দিয়ে সেই শেয়ার টি আবার কম দাম এ কেনা...

"( Past and present condition of Education in BD and several Moral degradation )" " সেকাল ও একালের শিক্ষা এবং নৈতিক শিক্ষার আকাল "" ( TR collection)

EDUCATION FOR ALL  ,TR LATEST COLLECTIONBD আমাদের ছোটবেলায় প্রাইমারি স্কুলে হস্তলিপির খাতায় বড় বড় করে লিখতাম, ‘সদা সত্য কথা বলিব’, ‘কখনো মিথ্যা বলিব না’,’গুরুজনকে মান্য করিব’ ইত্যাদি আরো কত কী ! হস্তলিপির খাতায় নিয়মিত লিখা বাধ্যতামূলক ছিল । ক্লাসে শিক্ষক মহোদয় এ জাতীয় নীতি বাক্যগুলো উচ্চ কন্ঠে বলতেন আর আমরা নিজ নিজ খাতায় সুন্দর করে লিখতাম। এ গুলো আবার পরের দিন হস্তলিপির মেইন খাতায় বড় বড় অক্ষরে বাড়িতে যত্ন করে লিখে শিক্ষককে এনে স্কুলে দেখাতে হতো । স্যার খাতা ভালো করে দেখে প্রয়োজনে আরো সুন্দর করে লিখে দিতেন বা অক্ষরের উপর কলম চালিয়ে সেগুলো ছোট-বড় করে দিতেন। এ করে করে আমাদের হাতের লেখা এক সময় খুব সুন্দর হয়ে ওঠতো এবং সে সাথে ‘সত্য কথা বলা’,’মিথ্যা না বলা’,’গুরুজনকে মান্য করা’ ইত্যাদি নীতিবাক্য গুলো আমাদের হৃদয়ে গেঁথে যেতো। আজো সে নীতিবাক্য গুলো আমাদের যেন পাহারা দিয়ে দিয়ে সামনের দিকে নিয়ে যায়।কিন্তু,এখন আর প্রাইমারি স্কুলে সে সবের চর্চা নেই ।