Skip to main content

Posts

Showing posts from December, 2019

কিছু টিপস

কিছু টিপস যা অাপনার দিনকে অারো সুন্দর করবে--- .  ১। মাথাব্যথা হলে প্রচুর মাছ খান। মাছের তেল মাথাব্যথা প্রতিরোধে দারুণ কার্যকর। খেতে পারেন আদা। প্রদাহ এবং ব্যথা নিরাময়ে তা বিশেষভাবে কার্যকর।  ২। জ্বর হলে খেতে পারেন ইয়োগার্ট। মধুও খেতে পারেন।  ৩। স্ট্রোক প্রতিরোধ চা খান। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত চা খেলে ধমনীর গাত্রে ফ্যাট জমতে পারে না। ফলে ঝুঁকি কমে আসে অনেকখানি।  ৪। অনিদ্রার সমস্যায় মধু কার্যকর।  ৫। হাঁপানিতে পেঁয়াজ খান। শ্বাসনালীর সংকোচন রোধে তা ইতিবাচক ভূমিকা রাখে।  ৬। পেটের পীড়ায় খেতে পারেন কলা, আদা। আদা মর্নিং সিকনেস এবং বমি বমিভাব দূর করে।  ৭। ঠান্ডা লাগলে রসুন খান।  ৮। স্তন ক্যান্সার প্রতিরোধে গমজাত খাদ্য, বাঁধাকপি কার্যকর।  ৯। আলসারের সমস্যায় বাঁধাকপি বিশেষভাবে উপযোগী। এতে থাকা খাদ্যোপাদান গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসার হিল করতে সাহায্য করে।  ১০। নানাগুণের অধিকারী মধু। অসাড়তা, গলাব্যথা, মানসিক চাপ, রক্তস্বল্পতা, অস্টিও পোরেসিস, মাইগ্রেনসহ নানা শারীরিক সমস্যায় মধু বিশেষভাবে কার্যকর।  ১১। কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,কালো দাগ তো উঠবেই সাথে ঠোটে গ...

কিছু উপদেশ

সাফল্যের জন্য অসম্ভব পরিশ্রম করতে হবে; নো শর্টকাটস্.................. ২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন, তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে। কর্পোরেটে যে সবসময় চেহারা দেখে প্রমোশন দেয়, তা নয়। দিন বদলাচ্ছে, কনসেপ্টগুলো বদলে যাচ্ছে। শুধু বেতন পাওয়ার জন্য কাজ করে গেলে শুধু বেতনই পাবেন। কথা হল, কেন এমন হয়? সবচাইতে ভালটি সবচাইতে ভালভাবে করে কীভাবে? কিছু ব্যাপার এক্ষেত্রে কাজ করে। দুএকটি বলছি। প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী। এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব হয় না। তা-ই যদি হত, তবে গাধা হত বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই বড় কথা। অনলি ইওর রেজাল্টস্ আর রিওয়ার্ডেড, নট ইওর এফর্টস্। আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কীভাবে? সবার দিনই তো ২৪ ঘণ্টায়। আমার বন্ধুকে দেখেছি, অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন ...

ssc suggestion 2019

SSC Suggestion for 2019 English 1st & 2nd paper Prepared by Md. Touhidur Rahman Verchi secondary school 01729-810-832     English 1st paper Seen passages 1,Heritage is what  2,Zahir Raihan 3,The inyernet technology  4,The Pioneer of Bangla deshi art 5,Mother teresa 6,Eid is the  7, Pritilota waddar  8,Michel modhu 9,Steve jobs 10,There are many jobs  11,Can you think of a classroom    09) Completing story a)Thirsty crow b)Foolish crow and a fox c)Honest wood cutter d)Bayzids mother e)Dividing the bread f)Two friend and a bear g)Lion and a mouse h)A girl working in a rich man house i)Liar shepherd  j)A lucky rickshaw puller 10)Chart and graph a)Choice of profession****** b)Internet users**** c)Mobile phone users**** d)A pie chart on family income costing e)Selling of books in a book fair *** f)Literacy or illiteracy rate  g)import and export  h) pastime  activities  11)Informal letter a)Thanking for hospitality****...

ssc 2020

SSC Suggestion for 2019 English 1st & 2nd paper Prepared by Md. Touhidur Rahman Verchi secondary school 01729-810-832     English 1st paper 09) Completing story a)Thirsty crow b)Foolish crow and a fox c)Honest wood cutter d)Bayzids mother e)Dividing the bread f)Two friend and a bear g)Lion and a mouse h)A girl working in a rich man house i)Liar shepherd  j)A lucky rickshaw puller 10)Chart and graph a)Choice of profession b)Internet users c)Mobile phone users d)A pie chart on family income costing e)Selling of books in a book fair  f)Literacy or illiteracy rate  g)People living under the poverty line  11)Informal letter a)Thanking for hospitality b)Preparation for coming SSC exam c)Annual prize giving ceremony/ Sports day d)congratulation on Brilliant result  e)Describing the importance of co-curricular activities f)Describing a picnic spot/historical place you have visited g)Describing a journey /road accident h)about Bangladesh to your pen friend ...

হাদিসের কিছু কথা

#হাদীসের - #কথা ১. একজন নেককার মহিলা ৭০জন আউলিয়ার চেয়ে উত্তম। ২. একজন বদকার মহিলা এক হাজার বদকার পুরুষের চেয়ে নিকৃষ্ট। ৩. একজন গর্ভবতী মহিলার দু'রাকাত নামায গর্ভহীন মহিলার ৮০ রাকাত নামাযের চেয়ে উত্তম। ৪. গর্ভবতী মহিলার প্রত্যেক রাত এবাদত ও দিনগুলো রোযা হিসেবে গণ্য করা হয়। ৫. একটি সন্তান ভূমিষ্ঠ হলে ৭০ বৎসরের নামায-রোযার নেকী তার আমলনামায় লিখা হয়। ৬. প্রসবের সময় যে কষ্ট হয়, ব্যথা হয়, প্রতিবারের ব্যথার কারণে হজের ছওয়াব দান করা হয়। ৭. সন্তান প্রসবের ৪০ দিনের মধ্যে মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদা দান করা হয়। ৮. যে মহিলা বাচ্চাকে দুধ পান করান, তিনি প্রতি ফোঁটা দুধের বিনিময়ে একটি নেকী লাভ করেন। ৯. যদি বাচ্চা কাঁদে আর 'মা' কোন প্রকার বদ দোয়া না দিয়ে তাকে দুধ পান করান, আল্লাহ তাকে এক বৎসরের নামায ও এক বৎসরের নেকী দান করেন। ১০. যখন বাচ্চার দুধ পান করানো হয়ে যায়, তখন আসমান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে সে মাকে সুসংবাদ দান করে যে, আল্লাহপাক তোমার জন্য জান্নাত ওয়াজীব করে দিয়েছেন। ১১. যে মহিলা বাচ্চার কান্নার জন্যে ঘুমাতে পারেন না, তিনি ২০ জন গোলাম আযাদ...

11 habits of a good teacher

11 Habits of an Effective Teacher By  Carrie Lam July 5, 2014   Photo Credit: ©Gable Denims/500px I really appreciate teachers who are truly passionate about teaching. The teacher who wants to be an inspiration to others. The teacher who is happy with his/her job at all times. The teacher who every child in the school would love to have. The teacher kids remember for the rest of their lives. Are you that teacher? Read on and learn 11 effective habits of an effective teacher. 1. Enjoys Teaching Teaching is meant to be a very enjoyable and rewarding career field (although demanding and exhausting at times!). You should only become a teacher if you love children and intend on caring for them with your heart. You cannot expect the kids to have fun if you are not having fun with them! If you only read the instructions out of a textbook, it's ineffective. Instead, make your lessons come alive by making it as interactive and engaging as possible. Let your passion for teaching shine t...

ভুমি পরিমাপ পদ্ধতি

ভূমির পরিমাণ পদ্ধতি  বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এককের মানে বিভিন্নতা পরিদৃষ্ট হয়। বাংলাদেশে ভূমি সংক্রান্ত যাবতীয় দলিলা লিখন, সরকারি হিসাব ও অফিসের কাজে ব্যবহার্য দুই প্রকার পরিমাপ হলো শতাংশের হিসাব ও কাঠা’র হিসাব। এই দুইয়ের মধ্যে সম্পর্ক এই যে এক একরের এক শত ভাগের এক ভাগকে বলা হয় “এক-শতাংশ” জমি। অধিকতর প্রচলিত শব্দবন্ধ হলো “এক ডেসিমাল জমি”। অন্যদিকে কাঠার উর্ধ্বতর একক হলো “বিঘা” এবং বিঘা’র উর্ধ্বতর একক হলো “একর।” ২০ কাঠা সমান এক বিঘা জমি এবং তিন বিঘা সমান এক একর জমি। এই পরিমাপ সর্বজনীন, এবং “প্রমিত মান” (Standard Measurement) হিসেবে সরকারীভাবে অনুমোদিত। তবে আন্তজার্তিক প্রয়োজনে কখনো কখনো সরকারী কাগজে হেক্টর ব্যহার করা হয়ে থাকে। খতিয়ানঃ মৌজা ভিত্তিক এক বা একাধিক ভূমি মালিকের ভূ-সম্পত্তির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্ত্তত করা হয় তাকে খতিয়ান বলে। এতে ভূমধ্যাধিকারীর নাম ও প্রজার নাম, জমির দাগ নং, পরিমাণ, প্রকৃতি, খাজনার হার ইত্যাদি লিপিবদ্ধ থাকে। আমাদের দেশে বিভিন্ন ধরনের খতিয়ানের উপস্থিতি লক্ষ্য করা যায়। তন্মধ্যে সিএস, এসএ ...

wonders of science

We live in an age of science. We cannot think of our modern life without the blessing of science. Science has given us many things. These inventions of science make our life easy and comfortable. It has brought the world smaller. We feel the blessing of science all around us in the universe. Science has invented various things. Telephone, telegraph, wireless, mobile etc. are the recent inventions of science. With the help of these, we can communicate with others within a moment. We see the blessing of science in the field of medical, recreation, education, agriculture, transport, construction and industry. In these fields, the contribution of science beggars description.  We use computer that has been invented by the science. We cannot do a single day without using mobile, computer, internet, telephone, electric fan etc. that have been invented by science. The blessing of science lights streets and houses. Cinema shows, radio, televisions, electronic fans all are gifts of science. ...

আগে কি সুন্দর দিন কাটাইতাম

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান, বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম বর্ষা যখন হইত, গাজির গান আইত, রংগে ঢংগে গাইত আনন্দ পাইতাম ।। কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার আমরা কি তার খবরও লইতাম ।। হায়রে আমরা কি তার খবরও লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম ।। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরীব কাংগালে বিচার পাইতাম ।। মানুষ ছিল সরল ছিল ধর্ম বল ।। এখন সবাই পাগল বড়লোক হইতাম ।। আগে কি……… করি ভাবনা সেই দিন আর পাব নাহ ছিল বাসনা সুখি হইতাম ।। দিন হতে দিন আসে যে কঠিন করিম দীনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম….

তোমায় হৃদ মাঝারে রাখিব

ওরে ছেড়ে দিলে সোনার গৌর ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাব না, আর পাব না – তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না – ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আমরা আর পাব না না না আর পাব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ভুবণ মোহন গোরা , কোন মণিজনার মনহরা ভুবন মোহন গোরা , কোন মণিজনার মনহরা মণিজনার মনহরা ওরে – রাঁধার প্রেমে মাতোয়ারা চাঁদ গৌর আমার – রাঁধার প্রেমে মাতোয়ারা ধুলায় যায় ভাই গড়াগড়ি ! যেতে চাইলে যেতে দেব না না না না যেতে চাইলে যেতে দেব না না না যেতে দেব না ! তোমায় হৃদয় মাঝে তোমায় হৃদয় মাঝে রাখিব , ছেড়ে দেব না ! তোমায় হৃদ মাঝারে রাখিব , ছেড়ে দেব না ! যাব ব্রজের কুলে কুলে – যাব ব্রজের কুলে কুলে – আমরা মাখব পায়ে রাঙ্গা ধুলি মাখব পায়ে রাঙ্গা ধুলি ওরে পাগল মন – যাব ব্রজের কুলে কুলে – মাখব পায়ে রাঙ্গা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখিব তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখিব তারে চলে গেলে চলে গেলে যেতে দেব না না না যেতে দেব না ! তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না ! তোমায় বক্ষ মাঝে রাখিব , ...

সময় গেলে সাধন হবে না

সময় গেলে সাধন হবে না দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকালে ।। কি হবে আর বাঁধা দিলে মোহনা শুকনা থাকে, মোহনা শুকনা থাকে, সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি কইরে মিছা মিছি খেইটে মরে গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না তাতে ফল ধরে না, সময় গেলে সাধন হবে না ।। অমাবস্যায় পূর্নিমা হয় মহা জোগ সে দিনের উদয় ।। লালোন বলে তাহার সময় দনডোমো রয় না, দনডোমো রয় না,দনডোমো রয় না সময় গেলে সাধন হবে না দিন থাকতে দ্বীনের সাধন কেন জানলে না তুমি কেন জানলে না সময় গেলে সাধোন হবে না

জাত গেল জাত গেল বলে

জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।। আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না।। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক জলেই সব হয় গো শুচি, দেখে শুনে হয় না রুচি যমে তো কাকেও ছাড়বে না।। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে জাত কারে কয় এ ভ্রম তো গেল না।।

দয়াল তোমার ও লাগিয়া

দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব আমি সঁইপা দিব আমার মন ও প্রাণ তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান দয়াল তোমারও লাগিয়া দেশে না বৈদেশে আমি পাইতাছি পিরিতির ফল তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান যেমন শিমুলের তুলা বাতাসে ওড়ে রে তুমি সেইমতোন উড়াইলা আমার প্রাণ তুমি কোন্বা দেশে রইলারে দয়াল চান…

মন আমার দেহ ঘড়ি

ঘড়ি দেখতে যদি হয় বাসনা চইলা যাও গুরুর কাছে যে ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভিতরে ভাই লুকায় ঘড়ির ভিতরে ।। মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাই তাম মেকার যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাই তাম ।। জ্ঞান নয়ন খুলিয়া যাইত দেখতে পাইতাম চোখের সামনে, মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মিস্ত্ররী বানাইয়াছে মন আমার দেহ ঘড়ি ।। একখান চাবি মাইরা ও একখান চাবি মাইরা দিছে ছাইড়া চাবি মাইরা দিছে ছাইড়া জনম ভইরা চলতেয়াছে,  মন আমার দেহ ঘড়ি ।। মন আমার দেহ ঘড়ি সন্ধান করি "মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্ররী বানাইয়াছে মন আমার দেহ ঘড়ি মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর রং বেরংয়ের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভিতর রং বেরংয়ের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর, তিন পাটে তার গড়ন সারা বয়লারের মেশিনের গড়া। তিনশ ষাটটি ইশক্রপ মারা  ষোলজন প্রহরী  আছে, মন আমার দেহ ঘড়ি  সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে,  মন আমার দেহ ঘড়ি, ,   , দেহঘড়ি চৌদ্দতলা তার ভিতরে দশটি নালা…  নয়টিি খোলা একটি বন্দ্ধ  ...

HTML বাংলায় ব্যাখ্যা

🌐 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 🌐 📌 HTML এর সাধারন ট্যাগ সমূহ বর্ণনা 👇👇👇 <html> </html> HTML ডকুমেন্ট নির্দেশ করে। <head></head> প্রোগ্রামের head অংশ নির্দেশ করে । <title></title> ডকুমেন্ট টাইটেল নির্দেশ করে। <body></body> প্রোগ্রামের মূল content অংশ নির্দেশ করে। <a></a> Anchor ট্যাগ। <abbr></abbr> Abbreviation ট্যাগ। <b></b> Bold টেক্সট নির্দেশ করে। <i></i> Italic টেক্সট নির্দেশ করে। <big></big> স্বাভাবিকের চেয়ে বড় টেক্সট নির্দেশ করে। <small></small> স্বাভাবিকের চেয়ে ছোট টেক্সট নির্দেশ করে। <blockquote> </blockquote> বিশেষ উদ্ধৃতি প্রকাশ করতে ব্যবহৃত হয়। <br / > একটা লাইন ব্রেক তৈরি করে । <code></code> কম্পিউটার কোড টেক্সট প্রকাশ করে। <table></table> টেবিল তৈরিতে ব্যবহৃত হয়। <col></col> টেবিলের কলাম তৈরিতে ব্যবহৃত হয়। <td></td> টেবিলের সেল তৈরিতে ব্যবহৃত হয়। <tr></tr> টেবিলের সারি ত...

ict ২৬০ টি প্রশ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিষয়ক ২৬০ টি প্রশ্নোত্তর  ১. তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা ২. ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট ৩. বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই- ইনফরমেশন ৪. তথ্য=উপাত্ত + প্রেক্ষিত + অর্থ ৫. তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি ৬. ICT in Education Program প্রকাশ করে – UNESCO ৭. কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী ৮. তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার ৯. কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি ১০. মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে ১১. স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে ১২. সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 87.5-108.0 Hz ১৩. Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের ১৪. PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line ১৫. দেশে বেসরকারি চ্যানেল -৪১টি ১৬. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট ১৭. ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯) ১৮. ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ১৯. ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে ২০. ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে ২১. NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে ২২. ARPANET বন্ধ হয় – ১৯৯০ স...