Tuesday, April 14, 2020

পহেলা বৈশাখের কৌতুক

১#
সদ্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক পহেলা বৈশাখের দিন ভিক্ষা করতে করতে রমনা বটমূলের পান্তা চত্বরে চলে যায়! গিয়ে দেখে সবাই গণহারে পান্তা ভাত খাচ্ছে এই দৃশ্যর সাথে মোটেই পরিচিতি না থাকার কারনে, ভিক্ষুকের মনে নানারকমের প্রশ্ন জন্ম আসে! ভিক্ষুক ভাবতে থাকে আমি শহরে এলাম আর শহরে আকাল লাগল নাকি ! একটু দূরে এগিয়ে গিয়ে এক ভদ্র-লোককে প্রশ্ন করে-

ভিক্ষুক: স্যার আপনারা সবাই পান্তা খাইতাছেন কেন?

ভদ্রলোক: বুঝলে আমরা আমাদের পূর্ব-পুরুষদের ইতিহাস-ঐতিহ্য ভুলে যায়নি! তাই...

ভিক্ষুক: ওহ! বুঝছি বুঝছি! সাব, আপনেগো বাপ-দাদা'রা আমাগো লাহান ফকিন্নির পুত আছিলো!!

 

২#
ছেলে: আমি তোমাকে বিয়ে কি করতে চাই

মেয়ে: কি!! তোমার সাহস তো কম না... জানো আমরা কত ধনী... আমার বাবার কয়টা বাড়ি, গাড়ি আর ইন্ডাস্ট্রি আছে... আর তুমি কি আমাকে বিয়ে করতে চাও... তোমার কী আছে হ্যাঁ??

ছেলে: আমার বাজারে ইলিশ মাছের দোকান আছে।

মেয়ে:  ও মাই গড! আমি বুঝতে পারি নি... চল বিয়ে করে ফেলি...

 

৩#
: গলায় কাঁটা বিঁধছে

: ক্যামনে?

: ইলিশ আর পান্তা একলগে গিলছিলাম । তয় পান্তা পেটে চলে গেছে । মাগার কাঁটা গলায় আটকে গেছে

: দাড়া ফেসবুকে পোষ্ট করে দিতাছি

: শালা আগে ক অহন কী করব...

: একটা বিলাই খাইয়া ফ্যাল ও সব কাঁটা খেয়ে ফেলবে

 

৪#
প্রেমিকা : এইবার পহেলা বৈশাখে কী দিবা আমাকে?

প্রেমিক : বলো, কী দিলে খুশি হবে?

প্রেমিকা : আমাকে একটা ডায়মন্ডের রিং দিতে হবে!

প্রেমিক : প্লিজ অন্যকিছু নিলে হয় না?

প্রেমিকা : তাহলে আমাকে একজোড়া ইলিশ কিনে দাও।

প্রেমিক : ডায়মন্ডের রিং কিনতে আমরা কবে যাচ্ছি তাহলে?

 

৫#

ইলিশ মাছের দাম কত?

: দেড় হাজার শেয়ার!    

: পাঁচশ শেয়ার দেব, দেওয়া যাবে?

: আরে ভাই, আজকাল পাঁচ শ শেয়ারে তেলাপিয়া মাছও পাওয়া যায় না। আর আপনি আসছেন ইলিশ মাছ কিনতে!

: ইলিশ মাছ কিনতে নয়, দাম জানতে এসেছিলাম!

 

৬#
: ভাই সাহেব হঠাৎ গাড়ি–বাড়ি করে ফেললেন?  লটারি জিতেছেন নাকি?

: না ভাই, লটারি না। ফ্রিজে দুটি ইলিশ ছিল, পয়লা বৈশাখ উপলক্ষে বেচে দিয়েছি।

 

৭#
ক্রেতা: ইলিশ মাছের জোড়া কত?

বিক্রেতা: স্যার মাত্র তিন হাজার টাকা।

ক্রেতা: হাজার টাকায় দিবা? ওই দেখো, তোমার দাম শুইন্না মাছ তো হার্ট ফেল করল।

 বিক্রেতা: স্যার, মাছ হার্টফেল করছে কথা সত্য। তয় আমার চাওয়া দাম শুইন্না না, আপনারটা শুইন্না।

 

৮#
পয়লা বৈশাখের পরের দিন। – কিরে? পান্তা-ইলিশ খেয়েছিলি পয়লা বৈশাখে ?- না পান্তা-খাসি খেয়েছি- মানে? – মানে ইলিশ কিনতেই গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি ইলিশের দাম আড়াই হাজার টাকা। শেষে একটা খাসি কিনে ফিরলাম…

 

৯#
ছিলতাইকারীর কবলে ইলিশক্রেতা ।

: গেল, সব নিয়া গেল...!

: কিন্তু ফোন তো আপনার হাতে!

: ফোন দিয়া কী করুম? একটু আগে কেনা এক কেজি ইলিশ নিয়া গ্যাছে!

 

১০#
পহেলা বৈশাখে সকালে  ঢাকার রেস্তোরায় গেলো গ্রামের এক লোক। সে এর আগে কখনো শহরে আসে নি। পহেলা বৈশাখ হওয়ায় সে যে রেস্তোরাতে যে সেখানেই দেখে পান্তা ইলিশ।

: শহরে আইসা পান্তা খামুনিহি? পান্তা তো সারাবছরই খাই। আর কি কি আছে খাওয়ার? 

: রেস্তোরায় বয় জানালো, পরোটার সাথে ডিমের ওমলেট আছে। লোকটা তা-ই আনতে বললো।

কিছুক্ষণ পর যখন পরোটা ওমলেট এলো, লোকটা তো অবাক।

সে হতাশ হয়ে বললো, হায়রে গেরামের আন্ডা তুমি শহরে আইসা হইয়া গেলা ওমলেট!
(কপি)

No comments:

Post a Comment