Skip to main content

Posts

Showing posts from 2023

সকাল সন্ধার দোয়া সমুহ

সকাল-সন্ধ্যার কিছু আমল ও জিকির আছে। যেগুলো করলে আল্লাহ সারাদিন বা সারারাত নিরাপদে রাখেন। পুরো সময় কল্যাণকর ও বরকতময় করেন। আমলগুলো জেনে রাখা উত্তম। পাঠকদের জন্য সেই আমলগুলো সংক্ষেপে উল্লেখ করা হলো- শাদ্দাদ বিন আওস (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেন যে, সাইয়্যেদুল ইস্তিগফার (শ্রেষ্ঠ ইস্তিগফার) হলো- اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ  উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানি ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লি, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব্ব, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য মতো ...

যে কোন ক্ষতি থেকে রক্ষা পাওয়ার দোয়া

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন যে, এক লোক নবী (সা.)-এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল! গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেয়ায় কী কষ্টটাই না পেয়েছি! তিনি বললেন: তুমি যদি সন্ধ্যাকালে বলতে— أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ উচ্চারণ : আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন শাররি মা খালাক্বা। অর্থ : আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের উসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই। তাহলে তোমার কোনো ক্ষতি হত না। (মুসলিম, হাদিস : ২৭০৯)

উৎকৃষ্ট দোয়া

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সকালে একশত বার ও সন্ধ্যায় একশত বার ‘সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি’ পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না। তবে সে ব্যক্তি ছাড়া— যে তার মত বলবে বা তার চেয়ে বেশি আমল করবে।’ (মুসলিম, হাদিস ২৬৯২) আরবি : سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ উচ্চারণ : সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি অর্থ: আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।

সাইয়েদুল ইস্তেগফার

শাদ্দাদ বিন আওস (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেন যে, সাইয়্যেদুল ইস্তিগফার (শ্রেষ্ঠ ইস্তিগফার) হলো- اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ  উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানি ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লি, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব্ব, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গ...

ইকড়ি মিকড়ি চাম চিকড়ি কবিতার ব্যাখ্যা

“ইকড়ি মিকড়ি চাম-চিকড়ি, চামের কাঁটা মজুমদার, ধেয়ে এল দামোদর। দামোদরের হাঁড়ি-কুঁড়ি, দাওয়ায় বসে চাল কাঁড়ি। চাল কাঁড়তে হল বেলা, ভাত খাওগে দুপুরবেলা। ভাতে পড়ল মাছি, কোদাল দিয়ে চাঁছি। কোদাল হল ভোঁতা, খা কামারের মাথা।” ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি। কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কি? এই ছড়া কোন ইতিহাস বয়ে বেড়ায় কিনা? এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে। কিন্তু সত্যটা বেশ করুণ। আদতে আনন্দের ছিঁটেফোঁটাও নেই এই ছড়ায়, শিশুদের জন্য তো না বটেই। মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরেছেন। চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ ও পংক্তি ধরে বিশ্লেষণ করে দেখি। 'ইকড়ি' অর্থ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটেখুটে কঠোর পরিশ্রম করা। কিন্তু তাতেও যখন সংসার চলে না, তখন প্রয়োজন হয় 'মিকড়ি', অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা। 'চাম' অর্থ রুজি-রোজগারের এলাকা। আর 'চিকড়ি' অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু (অর্থ বা ফসল) উপার্জন করে...

পিপড়ার চাকরী হারানোর গল্প

দারুণ একটি স্যাটায়ারঃ এক দেশে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত। সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত। ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয়, তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে। কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত। তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত। কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো, তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। … সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোনকল মনিটর করবে, আর নথিপত্র রাখবে। সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নে...

New Curriculum competency 8 & 9

New curriculum - 2024 Class  Eight  বিষয় : ইংরেজি Competency -5টি Total PI - 18 টি Competency - 1 : PI - 4 Ability to paraphrase and summarize a  conversation text.   (একটি Conversation পাঠ্যকে প্যারাফ্রেজ এবং সারাংশ/সারমর্ম লিখার সক্ষমতা৷) Competency - 2 : PI - 3 Ability to identify and use cohesive devices in oral/ written text. (কোনো একটি টেক্স থেকে  লিখিত বা মৌখিকভাবে সমন্বিত ডিভাইসগুলো সনাক্ত এবং ব্যবহার করার সক্ষমতা।) Competency - 3 : PI - 3 ability to explore basic features in different genre of texts.  (পাঠ্যের বিভিন্ন ধরণের মৌলিক বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করার সক্ষমতা।) Competency - 4 : PI - 2 Ability to recognise linguistic norms in relation to power relation and hierarchy in a particular cultural context. (একটি নির্দিষ্ট সাংস্কৃতিক প্রেক্ষাপটের শক্তির সম্পর্ক এবং শ্রেণিবিন্যাস সম্পর্কিত ভাষাগত নিয়মগুলি সনাক্ত করার ক্ষমতা।) Competency - 5 : PI - 6 Ability to appreciate the use of stylistics and ornamentation (imagery, smile, metaphor etc) in a l...

ইংরেজি তে ৫০ টা গালি

ইংরেজিতে ৫০টি গালি! এবার গালি হবে আনলিমিটেড 1. Stupid - বেকুব 2. Rascal - বদমাশ 3. Cad - লুচ্ছা 4. Incaution - বেয়াক্কেল 5. Witless - বুদ্ধিহীন 6. Devil - শয়তান 7. Demon - শয়তান 8. Lucifer - শয়তান 9. Imp - শয়তানের বাচ্চা 10. Fool - বোকা 11. Chuckle-headed - বোকা 12. Dumb - বোবা/বোকা 13. Booby - বোকালোক 14. Dullard- বোকালোক 15. Foolish - নির্বোধ 16. Idiot - নির্বোধ/গাধা 17. Nincompoop - আহাম্মক 18. Impudent - বেহায়া 19. Barefaced - নির্লজ্জ 20. Shameless - লজ্জাহীন 21. Absurd - অদ্ভুত 22. Rubbish - আবর্জনা 23. Cruel - নিষ্টুর 24. Oaf - গন্ডমূর্খ 25. Ass - গর্দভ 26. Mutt - বুদ্ধু লোক/গাড়ল 27. Nasty - বিশ্রি 28. Sinner - পাপী 29. Yahoo - নরপশু 30. Graceless - হতচ্ছাড়া 31. Lascivious - লম্পট 32. Cheater - প্রতারক 33. Swindler - ঠগবাজ/জোচ্ছোর 34. Dissolute - চরিত্রহীন 35. Senseless - অচেতন 36. Nonsense - আজেবাজে কথা 37. Irrational - বিচার শক্তিহীন 38. Thick-head - মাথামোটা 39. Thick-skinned - গন্ডালের চামড়া 40. Black sheep - কুলাংগার 41. Bastard - জারজ সন্তান 42. Go to the hell - যাহান্নামে...

১০ টি প্রয়োজনীয় হাদিস

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।  নিচে ১০ টি হাদিস দেওয়া হলো প্লিজ দয়া করে ৫ মিনিট ব্যয় করে হাদিস গুলো পড়বেন।  ৪১) জাবির (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) আমাদেরকে চারটি কাজের আদেশ ও পাঁচটি কাজ থেকে নিষেধ করেছেনঃ (১) যখন ঘুমাবে দরজা বন্ধ করবে, (২) মশকের মুখ বেঁধে রাখবে, (৩) পাত্র ঢেকে রাখবে, (৪) বাতি নিভিয়ে দিবে । কারণ শয়তান (বদ্ধ) দ্বার খুলতে পারে না, (বন্ধ) মশক খুলতে পারে না এবং (ঢাকা) পাত্র উন্মুক্ত করতে পারে না । আর দুষ্ট ইঁদুর গৃহবাসীসহ ঘর পুড়িয়ে ফেলতে পারে ।  (ক) বাম হাতে খাবে না, (খ) বাম হাতে পান করবে না, (গ) এক পায়ে জুতা পরিধান করে হাটবে না,  (ঘ) ইশতেমালুস সাম্মা (চাদরের দু'মাথা বিপরীত দিক থেকে কাঁধের উপরে তুলে শরীর জড়িয়ে পরিধান করা) অবস্থায় চাদর পরিধান করবে না, (ঙ) লুঙ্গি পড়ে লজ্জাস্থান উন্মুক্ত রেখে নিতম্ব মাটিতে রেখে হাটুদ্বয় খাড়া করে একটি কাপড় দ্বারা হাটুদ্বয়কে জড়িয়ে বসবে না ।  [ইবনু হিব্বান, মুসনাদে আহমাদ, আস-সহীহা হা/ ২৯৭৪] ৪২) আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি জিহাদ না করে বা জিহাদের কামনা ...

ইংরেজিতে কথা বলতে এই ২৫টি শব্দ জানতেই হবে।

ইংরেজিতে কথা বলতে এই ২৫টি শব্দ জানতেই হবে।  1. Can – পারা  2. Could - পারতাম 3. Must - অবশ্যই 4. being - কিছু হয়ে 5. Need to - প্রয়োজন 6. Should/ought to – উচিৎ 7. Should have – উচিৎ ছিলো 8. May – পারা (সম্ভাবনা অর্থে) 9. Might – পারতাম (সম্ভাবনা অর্থে) 10. There is/are - আছে 11. There was/were - ছিলো 12. There will be - হবে 13. There will have – থাকবে 14. There can be – থাকতে পারে 15. There could be – থাকতে পারতো 16. Have/has to – করতেই হবে 17. Had to – করতে হয়েছিল 18. Am to/is to/are to – হয়/কথা 19. Am/is/are supposed to - হয়/কথা 20. Had better – বরং উচিৎ 21. Able to – সক্ষম হওয়া 22. Will be able to – সক্ষম হবো 23. Have been able to – সক্ষম হয়েছি 24. Used to – অতীত অভ্যস্ত বুঝাতে 25. Would like to - চাওয়া collected

৮০ টি উক্তি

🔰🌿 ৮০ টি উক্তি : শেয়ার করে রেখে দিন কাজে লাগবে। ✪ আমি ব্যার্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। ➯ মাইকেল জর্ডান ✪ আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারন বের করেছি। ➯ থমাস অ্যাডিসন ✪ যিনি জিনিয়াস তার ১% অনুপ্রেরণা, বাকি ৯৯% ই তার পরিশ্রমের ফল। ➯ টমাস আলভা এডিসন। ✪ এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক নিজের বাবা। যে ছেলে গোটা ছাত্রজীবন তার বাবার সাথে বসে রাতের খাবার খাবে, সে কোন দিনই নীতি থেকে বিচ্যুত হবে না। ➯ হুমায়ূন আহমেদ। ✪ অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ। ➯ স্যার টমাস ব্রাউন ✪ অর্থমন্ত্রী হলেন আইনসম্মত পকেটমার। ➯ পল রামাদিয়ে ✪ আমি আল্লাহকে সবচেয়ে ভয় পাই। তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না। ➯ শেখ সাদী ✪ আমি কোন কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস বাক্তিকে পছন্দ করবো, কারন সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে। ➯ বিল গেটস ✪ আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই – সুইফট ✪ আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা ...

দুই উকিলের গল্প

*হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে।*। বাদীপক্ষের দুঁদে উকিল 'প্রমথ বিশ্বাস' শিলা মাসি কে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন: *"আপনি আমায় চেনেন ??"* শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? তুমি প্রমথ তো !! তোমায় ন্যাংটা বয়স থেকেই চিনি। পুরো বখে যাওয়া ছেলে ছিলে। মিথ্যা কথা বলতে। লোক ঠকানোয় ওস্তাদ ছিলে। লাগানি ভাঙানি ভালোই করতে। আরো অনেক গুন তোমার ছিল সে সব আর বলছি না। নিজেকে মস্ত কেউকেটা ভাবতে যদিও কানাকড়ির মুরোদ ছিল না। তোমাকে আমি ভালই চিনি।"* প্রমথ বাবু স্তম্ভিত হয়ে গেলেন। ভেবে পাচ্ছিলেন না কি করবেন। কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল "অসিত ধরে"র দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন: *“ওনাকে চেনেন ??"* শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? ওতো অসিত। খুব ভাল করেই চিনি। অলস অকর্মণ্য। কারো সাথে সদ্ভাব ছিল না। পাঁড় মাতাল। শহরের সবচেয়ে পিশাচ উকিল। বৌয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছুঁড়ির সাথে ফষ্টিনষ্টি করে। তার মধ্যে একজন তোমার বৌ। ওকেও ছোট থেকেই চিনি।”* *বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন।* এমন সময় জজ সাহেব দুই উকিল...

Ideoms and phrases

◾বিগত bcs পরীক্ষায় আসা ইংরেজির কিছু প্রশ্ন। #BCS #Admission #nursing #primary #ইংরজি  ১। ‘Null and void’ – বাতিল [38th BCS preli ; 32th BCS Written] ২। ‘Once in a blue moon’- খুবই কদাচিৎ [38th BCS preli ] ৩। ‘Take the bull by the horse’- একটি কঠিন সমস্যার মীমাংসিত চুক্তি [38th BCS preli ] ৪। ABC-প্রাথমিক জ্ঞান [31st BCS Written] ৫। All in-পরিশ্রান্ত [17th BCS Written] ৬। A round dozen-পূর্ণ ডজন বা ১২টি [14th BCS Written] ৭। An apple of discord-বিবাদের বিষয় [32nd BCS Written] ৮। As though-যেন [29th BCS Written] ৯। At a loss-হতবুদ্ধি [28th BCS Written] ১০। A castle in the air-আকাশকুমুস কল্পনা [11th BCS Written] ১১। After one’s own heart-মনের মতো [25th BCS Written] ১২। An axe to grind-সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ [24th BCS ১৩। At arm’s length-নিরাপদ দূরত্ব [21st BCS ১৪। Benefit of the doubt- সন্দেহাবসর [15th BCS Written] ১৫। Burning question-গুরুত্বপূর্ণ বিষয় [28th BCS Written] ১৬। By dint of-বদৌলতে [17th BCS Written] ১৭। By fits and starts-অনিয়মিত ভাবে [22nd & 31st BCS Written] ...

"প্রত্যাবর্তনের লজ্জা" আল মাহমুদ

( এই কবিতাটি কেউ  পড়লে কবি আল মাহমুদ হাউমাউ করে কাঁদতেন। সে এক মর্মান্তিক দৃশ্য বটে, মনোহরও।) "প্রত্যাবর্তনের লজ্জা"  আল মাহমুদ শেষ ট্রেন ধরবো বলে এক রকম ছুটতে ছুটতে ষ্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতোন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমনি থাকিস। আমার ঘুম পেলো। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অথচ জাহানারা কোনদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধ ঘণ্টা আগেই ষ্টেশনে পৌঁছে যায়। লাইলী মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই সাত মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত ষ্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মত...

ইংরেজি বর্ণমালা আপনাকে কী পরামর্শ দিচ্ছেঃ

“গুনে গুনে ৮টা চুল ওয়ালা একটা লোককে গতকাল সেলুনে দেখলাম। সেলুনে যেহেতু মোটামুটি কাস্টমার ছিল তাই নাপিত মহাশয়ের তখন মেজাজ খারাপ। লোকটি চুলের দিকে ইঙ্গিত করতেই নাপিত জানতে চাইলেন, কী ভাই, কাটবো না গুনবো? লোকটি তখন হেসে উত্তর দিলেন, নারে ভাই ওইসব না, চুলগুলো রাঙ্গিয়ে দিন প্লিজ। সেলুনের সবাই একটু মজা নিলেও আমি মোটেও মজা পাইলাম না কারন আমার কাছে '"জীবন উপভোগ করার বিষয়'"। তাই জীবনে যতটুকু আছে তা নিয়েই হাসিমুখে উপভোগ করতে হয়। কোন একটা ক্লাসে আমার শিক্ষক একবার বলেছিল যাদের মাথায় চুল কম তাদের পকেটে চিরুনি থাকে কেননা "" হারিয়ে খুঁজি তাকে" ছন্দটি ওনার জন্যই প্রযোজ্য। আসল কথায় আসি, যদি আপনি কখনো STRESSED ফিল করেন তবে সবকিছু থেকে সাময়িক বিরতি নিবেন, আইস্ক্রিম, চকলেট, মিস্টি, বগুড়ার দই, টাঙ্গাইলের চমচম, পেস্ট্রি বা ফালুদা দিয়ে নিজেকে আপ্যায়িত করবেন। এখন জানতে চাইতে পারেন কেন? STRESSED শব্দটাকে উল্টো করে লিখে দেখুন উত্তরটা পেয়ে যাবেন, STRESSED কে উল্টো করে লিখলে সেটা DESSERTS ই হয়। আপনি কি কখনও ইংরেজি বর্ণমালা নিয়ে ভেবে দেখেছেন,  যদি না ভাবেন তবে দেখে নিন ইংরেজি বর্ণ...

155 phrasal verbs with Banlga meaning

গুরুত্বপূর্ণ 155টি Group verb বা Phrasal Verb বাংলা অর্থসহ উদাহরণে মাধ্যমে........ ▪️Act 1) Act against (বিরুদ্ধে কাজ করা): We all should act against the corruption. 2) Act for (পক্ষে কাজ করা): A alway lawyer acts for his clients. 3) Act from (কোন উদ্দেশ্য নিয়ে কাজ করা): We should act from a sense of responsibility. 4) Act on (অনুসারে কাজ করা): We acted on this instruction. 5) Act under (আদেশ মেনে কাজ করা): He acted under the orders of his Boss. 6) Act upon (প্রভাবিত করা): Over eating definitely acts upon our health. 7) Act upon (নির্ভর করা): The police raided the hostel acting upon the secret information. 8) Act up to (পূর্ণ করা): This new computer is not acting up to our expectation. 9) Act the role of (ভূমিকায় অভিনয় করা): She acted the role of Mousumi ▪️Bear 10) Bear away (জয় লাভ করা): We bore away the first prize in the football match. 11) Bear down (দমন করা): We should bear down dowry system from our society. 12) Bear off (প্রতিযোগিতায় জয়লাভ করা): Salman bore off the prize. 13) Be...

এক নজরে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ:

▪️এক নজরে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ: ☑শ্রেষ্ঠ বিজ্ঞানী = ড. কুদরত-এ-খুদা ☑শ্রেষ্ঠ ভাষাবিদ = ড. মুহাম্মদ শহীদুল্লাহ ☑শ্রেষ্ঠ সঙ্গীত সাধক = ওস্তাদ আলাউদ্দীন খাঁ ☑শ্রেষ্ঠ কবি = কাজী নজরুল ইসলাম ☑শ্রেষ্ঠ চিত্র শিল্পী = জয়নুল আবেদীন ☑শ্রেষ্ঠ ফুটবলার = জাদুকর সামাদ ☑শ্রেষ্ঠ স্থপতি = ফজলুর রহমান খান (এফ.আর. খান) ☑শ্রেষ্ঠ ভবন নির্মাতা = জহুরুল ইসলাম ☑শ্রেষ্ঠ মহিলা কবি = সুফিয়া কামাল ☑শ্রেষ্ঠ চলচ্চিত্রকার = জহির রায়হান ☑শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী = অলক রায় ☑শ্রেষ্ঠ সাতারু = ব্রজেন দাস ☑শ্রেষ্ঠ দাবাড়ু = নিয়াজ মোর্শেদ ☑শ্রেষ্ঠ ভাস্কর = শামীম শিকদার ☑শ্রেষ্ঠ আধুনিক কবি = শামসুর রহমান ☑শ্রেষ্ঠ মহিলা দাবাড়ু = রানী হামিদ ☑শ্রেষ্ঠ কার্টুনিস্ট = রফিকুন্নবী (রনবী) ☑শ্রেষ্ঠ জাদুকর = জুয়েল আইচ ☑শ্রেষ্ঠ আধুনিক গানের শিল্পী = রুনা লায়লা ☑শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী = বারীণ মজুমদার ☑শ্রেষ্ঠ বাংলা গান = আমার সোনার বাংলা collected

Magical Words male female

Magic word meaning (Male & Female) ০১) Bachelor ( অবিবাহিত পুরুষ ) ➫ Maid / Spinster ( কুমারী ). ০২) Horse ( ঘোটক ) ➫ Mare ( ঘোটকী ). ০৩) Drone ( পুরুষ মৌমাছি ) ➫ Bee ( স্ত্রী মৌমাছি ). ০৪) Beau ( সুন্দর পুরুষ ) ➫ Belle ( সুন্দরী মহিলা ). ০৫) Lad ( বালক ) ➫ Lass ( বালিকা ). ০৬) Ox ( ষাড় ) ➫ Cow ( গাভী ). ০৭) Hart ( হরিণ ) ➫ Roe ( হরিণী ). ০৮) Gander ( রাজহংস ) ➫ Goose ( রাজহংসী ). ০৯) Wizard ( যাদুকর ) ➫ Witch ( যাদু ). ১০) Monk ( সন্ন্যাসী ) ➫ Nun ( সন্ন্যাসিনী ). ১১) Fox ( খেঁকশিয়াল ) ➫ Vixen ( খেঁকশিয়ালিনী ) . ১২) Sire ( পশুদের সম্রাট ) ➫ Dame ( পশুদের সম্রাজ্ঞী ) . ১৩) Nephew ( ভাগ্নে ) ➫ Niece ( ভাগ্নি / ভাইঝি ) . ১৪) Buck ( হরিণ ) ➫ Doe ( হরিনী ) . ১৫) Boar ( শূকর ) ➫ Sow ( শূকরী ) . ১৬) Duck ( সম্রাট ) ➫ Duchess ( সম্রাজ্ঞী ) . ১৭) Dog ( কুকুর ) ➫ Bitch ( কুকুরী ) . ১৮) Ram ( ভেড়া ) ➫ Ewe ( ভেড়ী ) . ১৯) Stag ( হরিণ ) ➫ Hind ( হরিণী ) . ২০) Widower ( বিপত্নীক ) ➫ Widow ( বিধবা ) . ২১) Don ( মহশিয় ) ➫ Donna ( প্রেয়সী ) . ২২) Colt ( ওঘাড়া ) ➫ Filly ( ঘোটকী ) . ২৩) Rex ( রাজা ) ...

Word neaning 001

I (আই) = আমি Me (মী) = আমাকে My (মাই) = আমার Mine (মাইন) = আমার We (উঈ) = আমরা Us (আস) = আমাদেরকে Our (আউয়ার) = আমাদের Ours (আউয়াজ) = আমাদের He (হী) = সে, তিনি (পুরুষ) Him (হিম) = তাকে, তাঁকে His (হিজ) = তার, তাঁর She (শী) = সে, তিনি (মহিলা) Her (হার)  = তাকে, তাঁকে, তার, তাঁর You (ইউ) = তুমি, তোমরা You (ইউ) = তোমাকে, তোমাদেরকে You (ইউ) = আপনাকে, আপনাদেরকে Your (ইয়োর) = তোমার, তোমাদের They (দেই) = তারা, তাঁরা, ওরা, ওঁরা Them (দেম) = তাদেরকে, তাঁদেরকে Their (দেয়ার) = তাদের, তাঁদের Theirs (দেয়াজ) = তাদের It (ইটা) = ইহা, এটা, এটি (বস্তু) It (ইট) = ইহাকে Its (ইটস) = ইহার, তার This (দিস) = এই, এটা These (দীজ) = এইগুলো That (দ্যাট) = ঐ, যে, যা Those (দৌজ) = ঐগুলো, সেগুলো What (হোঅট) = কি, যা Which (হুইচ) = কোনটি, যেটি Who (হু) = কে, কারা, যে, যারা Whom (হুম) = কাকে, কাদেরকে Whose (হুজ) = কার, কাদের Myself (মাইসেল্ফ) = নিজে নিজে Ourselves = আমরা নিজেরাই Yourself = তুমি নিজেই Yourselves = তোমরা নিজেরাই Himself = সে নিজেই Herself = সে নিজেই Themselves = তারা নিজেরাই Itself = ইহা নিজেই, ইহা ...

ঐতিহাসিক তারিখগুলো কি বার ছিল

  ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল.? ➺বৃহস্পতিবার। [ভাষা আন্দোলন] • ১৯৭১ সালের ২ মার্চ কি বার ছিল.? ➺বৃহস্পতিবার। [জাতীয় পতাকা দিবস] • ১৯৭১ সালের ৭ মার্চ কি বার ছিল.? ➺রবিবার। [৭ মার্চের ভাষণ] • ১৯৭১ সালের ২৫ মার্চ কি বার ছিল.? ➺বৃহস্পতিবার। [কালরাত্রি] • ১৯৭১ সালের ২৬ মার্চ কি বার ছিল.? ➺শুক্রবার। [স্বাধীনতা দিবস] • ১৯৭১ সালের ১০ এপ্রিল কি বার ছিল.? ➺শনিবার। [মুজিবনগর অস্থায়ী সরকার গঠন] • ১৯৭১ সালের ১৭ এপ্রিল কি বার ছিল.? ➺শনিবার। [মুজিবনগর অস্থায়ী সরকার শপথ গ্রহণ] • ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কি বার ছিল.? ➺মঙ্গলবার। [শহীদ বুদ্ধিজীবী দিবস] • ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল.? ➺বৃহস্পতিবার। [বিজয় দিবস] • ১৯৭২ সালের ১০ জানুয়ারি কি বার ছিল.? ➺সোমবার। [বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন] • ১৯৭৫ সালের ১৫ আগস্ট কি বার ছিল.? ➺শুক্রবার। [সপরিবারে বঙ্গবন্ধু নিহত]১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল.? ➺বৃহস্পতিবার। [ভাষা আন্দোলন] • ১৯৭১ সালের ২ মার্চ কি বার ছিল.? ➺বৃহস্পতিবার। [জাতীয় পতাকা দিবস] • ১৯৭১ সালের ৭ মার্চ কি বার ছিল.? ➺রবিবার। [৭ মার্চের ভাষণ] • ১৯৭১ সালের ২৫ মার্চ কি বার ছিল.? ➺বৃহস্...

Preposition details in Bangla

1. of- র, এর 2. off- হতে, থেকে, দূরে, বন্ধ 3. to- দিকে, প্রতি, অভিমুখে, বরাবর, কাছে, থেকে, হতে পর্যন্ত, বাকি 4. towards-দিকে 5. in -মধ্যে, ভিতরে, য়, -তে 6. at-এ, তে, য়, দিকে, প্রতি 7. on- উপর 8. over- উপর দিয়ে 9. above- অধিকতর উপরে / উঁচুতে 10. up-উপর, উঁচুতে, উচ্চতর স্থানে অবস্থানরত বুঝাতে 11. under- নিচে, তলে, নিম্নে, অধীনে  12. below -নিচে 13. beneath -অপেক্ষাকৃত নিচে, নিম্নে, ভিতরে 14. underneath -তলাছুয়ে নিচে 15. down -নিচু স্থানে 16. on top of -উপরে, শীর্ষ ঘেষে 17. behind -পিছনে  18. in front of -সম্মুখে, সামনে 19. by -দ্বারা, কর্তৃক, মাধ্যমে, দিয়ে, উপায়ে, অনুযায়ী, হিসাবে, ধরে। 20. with -সাথে, সহিত, সহ, দিয়ে, 21. without -ব্যতীত, বিনা, 22. for -জন্য, কারণে, দরুন, উদ্দেশ্যে, যাবৎ, ধরে 23. since -হইতে থেকে  24. after -পর পরে 25. before -আগে, পূর্বে, অতীতে 26. but -ব্যতীত, ছাড়া, শুধু  27. except -ব্যতীত, ছাড়া 28. about-সম্পর্কে, বিষয়ে, ব্যাপারে সম্বন্ধে, প্রায় 29. beside -পাশে 30. besides -ছাড়াও 31. between -দুইয়ের মধ্যে -  32. among -অনেকের মধ্...

দোয়া ও জিকির সমুহ

দোয়া সকল বন্ধ হৃদয় গুলোকে খুলে দেয়। আপনি যত বেশি আল্লাহ্‌র কাছে দোয়া করবেন আপনার জীবন তত বেশি আপনার কাছে হালকা মনে হবে। দোয়ার সবচে সুন্দর দিক হচ্ছে, আপনার দোয়া এই দুনিয়ায় কবুল হোক বা না হোক, দোয়া আপনার হৃদয় থেকে না পাওয়ার অভাব গুলো হ্রাস করে দেয়। তাই চলুন দৈনন্দিন জীবনে নিয়মিত পাঠ করার জন্য কিছু দোয়া শিখে নেই। আর পাশাপাশি নিচের আয়াতটা সব সময় মাথায় রাখবেন। দেখবেন বোঝা অনেকটাই হালকা হয়ে যাবে নিজের অজান্তেই, ইন শা আল্লাহ ! **দুনিয়া আখিরাতের কল্যানের জন্য দোয়া- رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ উচ্চারনঃ “রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরতি হাসানাহ ওয়া কিনা আজাবান্নার।”  অর্থ-‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ইহকালে কল্যাণ দান কর এবং পরকালেও কল্যাণ দান কর। আর আমাদেরকে আগুনের-যন্ত্রণা থেকে রক্ষা কর।’(সুরা বাকারা- আয়াত ২০১) কাতাদা (রাঃ) আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলেন কোন দোয়া রাসুল (সাঃ) বেশি পড়তেন তখন আনাস (রাঃ) উপরে দোয়াটির কথা বলেছিলেন (মুসলিম) ➋ নিজে এবং নিজের পরিবারের সবার জন্য বিনা হ...