আনিস : ইংরেজি শেখার এই আয়োজন Words & Their Stories এ আপনাদের স্বাগত জানাচ্ছি , আমি আনিস আহমেদ , আর আমার সঙ্গে রয়েছে .. শতরূপা : .... আমি শতরূপা বড়ুয়া। আনিস : শব্দ নিয়ে নানান গল্প। শব্দের আক্ষরিক অর্থ ছাড়াও এর যে যে অন্য অনেক রকম অর্থ হতে পারে , বাক্যে ব্যবহার করলে , যেমন ধরুন প্রবাদে , প্রবচনে , উপমায় , উৎপ্রেক্ষায় , সেটা যেমন বাংলা ভাষার ক্ষেত্রে প্রযোজ্য তেমনি ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় এই idioms, phrases কিংবা proverbs এর ব্যবহার আমরা শিখবো এই অনুষ্ঠানে শতরূপা : আজকে তা হলে আমরা কি ধরণের idioms, phrases কিংবা proverbs শিখবো? আনিস : আজকের আমরা Nose এই word দিয়ে যেসব idioms, phrases কিংবা proverbs রয়েছে , তার কয়েকটা নিয়ে আলোচনা করবো । শতরূপা :? বাঃ বেশ মজাতো । আনিস : হ্যাঁ , মজার ব্যাপারতো বটেই। আচ্ছা শতরূপা বলতে পারো বাংলায় নাক দিয়ে কোন প্রবাদ আছে কি ? শতরূপা : হ্যাঁ , তাতো আছেই , যেমন নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ , আনিস : বাঃ চমৎকার । আরও আছে যেমন ধরো , নাক কান খোলা রাখা। তবে এখন ইংরেজি প্রসঙ্গ। যেমন ধরো এই প্রবচনটি : lead other people by the...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .