Skip to main content

Posts

Showing posts from February, 2023

learn words from conversation 01

 আনিস : ইংরেজি শেখার এই আয়োজন Words & Their Stories এ আপনাদের স্বাগত জানাচ্ছি , আমি আনিস আহমেদ , আর আমার সঙ্গে রয়েছে .. শতরূপা : .... আমি শতরূপা বড়ুয়া। আনিস : শব্দ নিয়ে নানান গল্প। শব্দের আক্ষরিক অর্থ ছাড়াও এর যে যে অন্য অনেক রকম অর্থ হতে পারে , বাক্যে ব্যবহার করলে , যেমন ধরুন প্রবাদে , প্রবচনে , উপমায় , উৎপ্রেক্ষায় , সেটা যেমন বাংলা ভাষার ক্ষেত্রে প্রযোজ্য তেমনি ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায় এই idioms, phrases কিংবা proverbs এর ব্যবহার আমরা শিখবো এই অনুষ্ঠানে শতরূপা : আজকে তা হলে আমরা কি ধরণের idioms, phrases কিংবা proverbs শিখবো? আনিস : আজকের আমরা Nose এই word দিয়ে যেসব idioms, phrases কিংবা proverbs রয়েছে , তার কয়েকটা নিয়ে আলোচনা করবো । শতরূপা :? বাঃ বেশ মজাতো । আনিস : হ্যাঁ , মজার ব্যাপারতো বটেই। আচ্ছা শতরূপা বলতে পারো বাংলায় নাক দিয়ে কোন প্রবাদ আছে কি ? শতরূপা : হ্যাঁ , তাতো আছেই , যেমন নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ , আনিস : বাঃ চমৎকার । আরও আছে যেমন ধরো , নাক কান খোলা রাখা। তবে এখন ইংরেজি প্রসঙ্গ। যেমন ধরো এই প্রবচনটি : lead other people by the...

ড্রাইভিং পরিক্ষার প্রশ্নমালা

✅ ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার স্ট্যান্ডার্ড ৮৫টি প্রশ্ন ব্যাংক ও উত্তর নিজে শিখুন এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করুন।  ===================================== ০১. প্রশ্ন : মোটরযান কাকে বলে ? উত্তরঃ মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান, যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে। ০২. প্রশ্ন : গাড়ি চালনার আগে করণীয় কাজ কী কী ? উত্তরঃ ক. গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র (রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্সটোকেন, ড্রাইভিং লাইসেন্স, ইনসিওরেন্স (বিমা) সার্টিফিকেট, রুট পারমিট ইত্যাদি) গাড়ির সঙ্গে রাখা। খ. গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। গ. রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। ঘ. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা। ঙ. লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। চ. মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। ছ. গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না, নাট-বোল্ট টাইট আছে কি না অর্থা...

খরগোশ আর কচ্ছপের কাহিনি সব খন্ড

#অনুপ্রেরণা....  সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি। ১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই! ২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব! ৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজ...