◾বিজ্ঞানের উপর টপ সাজেশন [যেকোনো পরীক্ষায় একাধিক প্রশ্ন কমন পড়বেই] ১। সংকর ধাতু পিতলের উপাদান- তামা ও দস্তা ২। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলে- ফিটকিরি ( ফিটকিরি এন্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফিটকিরিকে বাংলাদেশের জন্য সবচেয়ে সস্তা, কার্যকর ও উপযুক্ত জীবাণুনাশক ঔষধ হিসেবে চিহ্নিত করেছে।) ৩। গ্যালভানাইজিং হলো লোহার উপর দস্তার (জিঙ্ক) প্রলেপ। ৪। যে ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে- পারদ ৫। রেড লেড বাজারে সিঁদুর নামে বিক্রয় হয়। ৬। সংকর ধাতু 'ব্রোঞ্জ ' এর উপাদান - তামা ও টিন ৭। স্টেইনলেস স্টিলে মরিচা না পড়ার কারণ - ক্রোমিয়াম ৮। ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ - ০.১৫-১.৫% ৯। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম- মনো সোডিয়াম গ্লুটামেট ১০। খাবার সোডা/ বেকিং পাউডারের রাসায়নিক সংকেত- NaHCO3 (সোডিয়াম বাইকার্বনেট) ১১। স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাংক ১০০° সেলসিয়াস। ১২। পৃথিবীতে বর্তমানে মৌলিক পদার্থের সংখ্যা - ১১৮ (এদের মধ্যে ৯৮টি মৌল প্রকৃতিতে পাওয়া যায় এবং কৃত্রিম উপায়ে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা ২০) ১৩। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সোনা,...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .