বাবাকে বুঝতে একটা জীবন লেগে যায়! ৪ বছর বয়সে: আমার বাবা সেরা! ৬ বছর বয়সে: বাবা সবাইকে চেনে। ১০ বছর বয়সে: বাবা ভালো, কিন্তু একটু কঠোর। ১২ বছর বয়সে: বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন। ১৪ বছর বয়সে: বাবা কেমন জানি বদলে যাচ্ছেন। ১৬ বছর বয়সে বাবা কিছুই বোঝে না। ১৮ বছর বয়সে: বাবা দিন দিন আরও কঠোর হচ্ছেন। ২০ বছর বয়সে: বাবার ব্যবহার সহ্য করা কঠিন! মা কিভাবে সহ্য করতেন? ২৫ বছর বয়সে: বাবা সবকিছুতেই মতের বিবোধ করেন। ৩০ বছর বয়সে: বাবার সাথে একমত হওয়া খুব কঠিন। দাদাও কি বাবাকে এভাবেই দেখতেন? ৩৫ বছর বয়সে: বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন, আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে। ৪০ বছর বয়সে; বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন, আমি বুঝতে পারছি! ৪৫ বছর বয়সে: আমার সন্তানদের সামলানো কঠিন, বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে। ৫০ বছর বয়সে: বাবা সবকিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেন, তিনি ছিলেন দয়ালু ও বিশেষ একজন মানুষ। সত্যিই, আমার বাবা সেরা। এই পুরো চক্রটি শেষ হতে ৫০ বছর লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা আবার প্রথম জায়গায় ফিরে যাই- 'আমার বাবা সেরা! "যাদের বাবা বেঁচে আছেন, তাদের সম্মান করুন, ভালোবাসুন। আর...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .