Saturday, June 9, 2018

জীবনের জন্য চরম সত্য কিছু কথা

জীবনের জন্য চরম সত্য কিছু কথা ... মোট ৩৬ টি
বিনাশ্রমে অর্থলাভের প্রতিশ্রুতি দেয়া প্রতারকদের একটি সাধারণ টোপ।
1) অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন আগে নিজে সে আচরণ করুন।
2) আপনার অতিচেতনার সাথে সংযোগ স্থাপন করার জন্য প্রয়োজন নীরব মুহূর্ত। প্রতিদিন হাজারো কাজের ফাঁকে এই নীবর মুহূর্ত বের করে নিন।
3) কারো আশাকে নষ্ট করবেন না, হয়তো এ আশাই তার শেষ সম্বল।
4) জানাকে মানায় রূপান্তর করতে না পারলে সে জানা অর্থহীন।
5) জীবনের লক্ষকে পরিষ্কার রাখুন। সবসময় মনে রাখুন বড় কিছু করার জন্য আপনি পৃথিবীতে এসেছেন।
6) দক্ষতা ছাড়া সততা শক্তিহীন।
7) দীর্ঘসূত্রিতা আলস্যকে প্রশ্রয় দেবেন না।
8) দুশ্চিন্তা ও উৎকন্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছ সৃষ্টি করতে পারেনি।
প্রত্যয় ও সাহস দিয়েই মানুষ নতুন পৃথিবী আবিষ্কার করেছে।
9) দেহ হচ্ছে আত্মার বহিরাবরণ। দেহের সীমাবদ্ধতা আছে;আত্মার কোন সীমাবদ্ধতা নেই। আত্মা হচ্ছে বিশুদ্ধ শক্তি। মনোগত দৃষ্টিভঙ্গির উপরই এর প্রকাশিত রূপ নির্ভর করে।
10) নিজের ভুল স্বীকার করার মতো সাহসী হোন।
11) পথে নামলে পথই পথ দেখায়।
12) পৃথবীতে মানুষই একমাত্র সৃষ্টি যে চিন্তা ও অনুভূতির দ্বারা তার জৈবিক অবস্থা বদলাতে পারে।
13) প্রতিটি জিনিসকে পুরোপুরি গ্রহণ করুন। তাহলেই আপনি এ থেকে পরিপূর্ণ শিক্ষা নিতে পারবেন।
14) প্রত্যেক প্রেমিকের জীবনে একটাই সত্য রয়েছে- প্রেমিকের দুঃখে কাঁদবার কেউ নেই; কিন্তু প্রেমিকের কীর্তিকথার বিদ্রুপের হাসি হাসতে সারা জগৎ প্রস্তুত হয়ে আছে।
15) প্রয়োজন আর অভাব বোধ এক নয়। অভাব বোধ হল প্রয়োজন মেটানোর পর আরও বেশী পাওয়ার জন্য অস্থিরতা।
16) প্রেমিকের জীবনে এমন একটা সময়ও আসে, যখন নক্ষত্রের জ্যোতিতেও প্রাণের শিরা বেদনার্ত হয়ে ওঠে।
17) বক্তার চেয়ে ভাল শ্রোতা অন্যকে সহজে প্রভাবিত করে। চাওয়া যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটা আসক্তি। দুঃখের প্রধান কারণ এই আসক্তি।
18) বস্তুর সীমাবদ্ধতা হলো- তা পাওয়ার আগ পর্যন্ত অস্থিরতা কাজ করে।
কিন্তু পাওয়া হয়ে গেলেই তা তৃপ্তি দেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।
19) বাধা পেয়ে যে ফিরে আসে তার সব শেষ হয়ে যায়।
একজন মানুষ প্রথম পরাজিত হয় তার নিজের কাছে।
20) বাস্তবতা নির্মাণের শক্তি আমাদের সবার মধ্যেই রয়েছে। বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা এ বিশালতাকে সীমিত করে ফেলি।
22) বিশ্বাসের আলোকে কর্মপন্থা রচনা করুন। ঝর্ণার গতিময়তায় কাজ করুন।
সাফল্য আপনার পদচুম্বন করবেই।
উষ্ণ হৃদয় ও ঠান্ডা মস্তিষ্কের সম্মিলনেই সাধারণ মানুষ অনন্য মানুষে রূপান্তরিত হয়।
23) ব্যথর্তার মাঝেই লুপ্ত আছে সাফল্যের বীজ।
24) ভ্রান্ত ধারণা ও সংষ্কারের শৃঙ্খল ভেঙ্গে মুক্ত বিশ্বাসে উপনীত হওয়াটাই হচ্ছে মানুষের আসল স্বাধীনতা।
25) মানুষ যখনই সীমালঙ্ঘন করেছে- মন্দ কাজে, এমনকি ভাল কাজেও
তখনই তার জীবনে বিপর্যয় এসেছে।
26) মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, তা অর্জন করতে পারে।
27) মুক্ত বিশ্বাস হচ্ছে সফল্য অর্জনের ভিত্তি। বিশ্বাসই রোগ নিরাময় করে, মেধাকে বিকশিত করে।
28) যখন যা করা প্রয়োজন, তখনই তা করুন।
29) যা করতে পারবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে উচ্চারণ করুন।
30) যে হৃদয় হারিয়েছে সে-ই কিছু পেয়েছে। এটাই পৃথিবীর একমাত্র লোকসান যাতে আসলে লাভই ভাগ্যে জুটে যায়।
31) যেকোন সমস্যাকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন।
32) যোগ্যতাকে কাজে লাগায়, দক্ষতা সৃষ্টি করে।ব্যর্থতাকে সাফল্যে আর অশান্তিকে প্রাশান্তিতে রূপান্তরিত করে।
33) সময়কে নিয়ন্ত্রণে রাখুন, অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণে থাকবে।
34) সময়ের যোগফলই জীবন। সে মানুষই সফল,যে পরিকল্পিত ভাবে সময়কে কাজে লাগায়।
35) সমস্যা’ শব্দটির পরিবর্তে ‘সম্ভাবনা’ শব্দটি বেশী ব্যবহার করুন।
36) সর্বাবস্থায় শোকর গোজার থাকুন কারন আপনি যত খারাপ অবস্থায়ই থাকুন না কেন, জেনে রাখুন-আপনার চেয়েও খারাপ অবস্থায় কেই আছে।
[ইন্টারনেট হতে সংগ্রহীত]

No comments:

Post a Comment