Skip to main content

70 speaking rules(1~20)

Spoken Rule-1

Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা
প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে
Structure: Subject + feel like + Verb (ing) + Extension.

Example
✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে।
✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে।
✪ I don’t feel like eating – আমার খেতে ইচ্ছা করছে না।
✪ Do you feel like eating? – তোমার কি খেতে ইচ্ছা করছে?
✪ I don’t feel like going – আমার যেতে ইচ্ছা করছে না।
✪ Do you feel like going? – তোমার কি যেতে ইচ্ছা করছে?
✪ Don’t you feel like going? – তোমার কি যেতে ইচ্ছা করছে না?
✪ I feel like having coffee – আমার কফি খেতে ইচ্ছা করছে।
✪ I feel like getting wet in the rain – আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে।
✪ Do you feel like getting wet in the rain? – তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে?
✪ Don’t you feel like getting wet in the rain? – তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না?

Spoken Rule- 2

How about – কেমন হয়?
Structure: How about + verb (ing) + extension.

Example:
✪ কম্পিউটার শিখলে কেমন হয়?
How about learning computer?

✪ এখন কফি খেলে কেমন হয়?
How about having coffee now?

✪ আজ ঘুরতে গেলে কেমন হয়?
How about roaming around today?

✪ আজ বিরিয়ানী রান্না করলে কেমন হয়?
How about cooking biryani today?

✪ অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়?
How about doing freelancing online?

Spoken Rule- 3

As well as – সেইসাথে/এটাও ওটাও
বাংলা বাক্যে দ্বারা “সেইসাথে/এটাও ওটাও” বুঝাতে চাইলে As well as ব্যবহার হয়।
Structure: Subject + verb + as well as + Extension.

Example:
✪ মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও
The girl is beautiful as well as intelligent

✪ সে ইংরেজি বলতে পারে এবং সেই সাথে হিন্দিও বলতে পারে
He can speak in English as well as hindi.

✪ সে একজন ভালো শিক্ষকও ভালো লেখকও
He is a good teacher as well as good writer.

✪ সে সুন্দরী মেয়েও চায় যৌতুকও চায়
He wants beautiful girl as well as dowry.

Spoken Rule-4

How come  (কি কারনে/কিভাবে…..?)
Structure: How come + (subject + verb)

Example:
✪ How come you are so upset? – কি কারনে তুমি এতটা হতাশ ?

✪ How come you made a great mistake? – কিভাবে তুমি এতবড় ভুলটি করলে ?

✪ How come you cannot make a decision? – কি কারনে তুমি কোন সিদ্ধান্তে আসতে পারো না ?

✪ How come you prepare yourself for the BCS? – কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুত করবে ?

✪ How come your company made a huge profit? – কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল ?

Spoken Rule-5
Yet to – এখনো কিছু করিনি/করেনি।
বাক্যে “এখনো কিছু করিনি/করেনি” কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে বুঝালে Yet to ব্যবহার হয়।
Structure (গঠন) : Subject + am, is, are + yet to + verb (base form) + Ext.

Example:
✪ আমি এখনো কাজটি করিনি
I am yet to do the work

✪ আমি এখনো বিয়ে করিনি
I am yet to marry.

✪ আমি এখনো নামাজ পড়িনি
I am yet to say prayer

✪ আমি এখনো তাকে টাকা দেইনি
I am yet to give him money

✪ আমি এখনো বাড়ি ক্রয় করিনি
I am yet to buy the house

Spoken Rule-6

Having এর ব্যবহার
কোন ব্যাক্তির কোন কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে অথবা বাক্যের মধ্যে “ইয়া/ইয়ে” উচ্চারিত হলে Having ব্যবহার হয়।
Structure-1: Subject+ Be verb+ Having problem/trouble + Ext.
Structure-2: Having+ verb (past participle)+ Ext.

Example:
✪ আমার ঘুমের সমস্যা হচ্ছে
I am having problem with sleep

✪ আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে
I am having problem with my laptop

✪ আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি
I am having trouble with my bike

✪ আমার মোবাইল দিয়ে একাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে
I’m having trouble verifying my account with mobile.

✪ কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব
Having learnt Computer I will go to America

✪ এ মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনব
Having got salary in this month I will buy a mobile

Spoken Rule-7

Likely to= সম্ভাবনা
বাংলা বাক্যের শেষে “সম্ভাবনা” আছে/ছিল থাকলে likely to ব্যবহার হয়।
Structure: Sub+ am/is/are/was/were+ likely to + verb1+ Ext.

Example:
✪ হাফিজের A+ পাওয়ার সম্ভাবনা আছে – Hafiz is likely to get A+.
✪ আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে – It is likely to rain today.
✪ আমার কাজটি পাওয়ার সম্ভাবনা আছে – I am likely to get the work.
✪ তার স্কলারশীপ পাওয়ার সম্ভাবনা আছে – He is likely to get scholarship.
✪ ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল – Firoz was likely to go Rangamati.
✪ তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল – You were likely to get the job.

Spoken Rule-8

I wish I could (আমি যদি….পারতাম)
Structure: I wish I could + Verb (base form)+ Ext.

Example:
✪ আমি যদি পাখির মত উড়তে পারতাম !
I wish I could fly like a bird!

✪ আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম !
I wish I could work for my country!

✪ আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতে পারতাম !
I wish I could travel around the world.

✪ আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম !
I wish I could maintain a good health!

✪ আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম!
I wish I could be the president of the country!

Spoken Rule-9

Used to (করতাম, যেতাম ইত্যাদি অতীত অভ্যস্ত বুঝাতে)
Structure: Subject + Used to + Verb (base form) + Ext.

Example
✪ I used to develop websites
আমি ওয়েবসাইট তৈরী করতাম।

✪ I used to live in Canada
আমি কানাডায় বাস করতাম।

✪ I used to go to the park
আমি পার্কে যেতাম।

✪ I used to recite the Holy Quran
আমি পবিত্র কোরআন তেলওয়াত করতাম।

Spoken Rule-10

Let alone = তো দুরের কথা

প্রয়োগক্ষেত্র : কাওকে তাচ্ছিল্ল করে বা অন্য যে বাক্যে “তো দুরের কথা” থাকলে Let alone ব্যবহার হয়

Structure: Subject + verb + easy task + let alone + hard task

Example

✪ তুমি বাঘতো দুরের কথা একটি বিড়ালও মারতে পারবে না
You will not be able to kill a cat let alone tiger

✪ সে লেখাতো দুরের কথা ইংরেজিতে কথাও বলতে পারে না।
He cannot speak English let alone write

✪ আমি মোটরসাইকেল তো দুরের কথা সাইকেলও চালাতে পারিনা
I can’t drive Cycle let alone a Motorcycle

✪ সে পরীক্ষায় প্রথম হওয়া তো দুরের কথা পাশই করতে পারবে না
He will not be able to pass the exam let alone stood first.

Spoken Rule-11

Keep এর ব্যবহার (করতে থাক, যেতে থাক……)
Structure: Keep + verb(ing)+, Sub+ verb (any form) + Ext.

Example:

✪ লেগে থাক, তুমি জিতবে
Keep staying, you will win

✪ হাসতে থাকো তুমি সুখী হবে
Keep smiling, you’ll be happy.

✪ তুমি যেতে থাকো, আমি পরে আসবো – Keep going, I’ll come later on.

✪ নামাজ পড়তে থাক, সকল সমস্যার সমাধান পাবে
Keep praying, you’ll get solution of all problems.

✪ চেষ্টা করতে থাক, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে
Keep trying you will achieve your aim.

✪ অনুশীলন করতে থাক, তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে
keep practicing you’ll speak English fluently

Spoken Rule-12

About to……..

(প্রায় হয়েই গিয়েছিল কিন্তু শেষ মুহুর্তে হয়নি)
Structure: sub+ auxiliary verb+ about to+ verb (base form)+ Ext.

Example:

✪ আমি প্রায় মরে গিয়েছিলাম
I was about to die

✪ আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম।
I was about to fall asleep.

✪ আমি প্রায় পৌছে গিয়েছিলাম
I was about to reach

✪ চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম।
I was about to catch the thief.

✪ আমি প্রায় তোমাকে ফোন করতে যাচ্ছিলাম
I was about to call you

✪ আমি প্রায় চাকুরিটা পেয়ে গিয়েছিলাম।
I was about to get the job.

Spoken Rule-13

Spoken rule: What if

What if = (কি হতো যদি…..)
Structure: What if + (subject + verb)
Example:

✪ What if I miss the bus? = কি হতো যদি  আমি বাসটি মিস করতাম?
✪ What if someone saw me? = কি হতো যদি আমায় কেউ দেখে ফেলত?
✪ What if I didn’t understand the problem? = কি হতো যদি আমি সমস্যাটি না বুঝতাম?
✪ What if it rains while we are traveling?= কি হবে যদি আমাদের ভ্রমনের কালে বৃষ্টি হয়?

✪ What if I didn’t complete the task? = কি হতো যদি আমি কাজটি সম্পন্ন না করতে পারতাম?

Spoken Rule- 14

It’s high time- ইহাই উপযুক্ত  সময়.
Structure : It’s high time to + verb+ extension

✪ এটাই প্রস্তুতি গ্রহণ উপযুক্ত সময়|
It is high time to take preparation
✪ এই সমস্যাটিকে সমাধান করার ইহাই উপযুক্ত সময়।
it’s high time to solve this problem.
✪ ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়।
It’s high time to learn English.
✪ তোমার ক্যারিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়।
It’s high time to build your carrier.
✪ ইহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করার।
it’s high time to put away our bad habits.

Spoken Rule- 15

Having a hard time – কঠিন মনে হওয়া।
Structure: Sub + having a hard time + (verb+ing) + Extention.

Example:

✪ I’m having a hard time spending with you- তোমার সাথে সময় কাটানো আমার জন্য কঠিন মনে হচ্ছে।

✪ I’m having a hard time explaining the issue- তোমার সাথে বিষয়টি ব্যাখ্যা করা আমার জন্য কঠিন মনে হচ্ছে।

✪ I’m having a hard time finding the right answer- সঠিক উত্তরটি খুঁজে পাওয়া আমার জন্য কঠিন মনে হচ্ছে।

Spoken Rule-16

I’m dying to + (verb)

Example:

✪ I am dying to have your love = তোমার ভালবাসা পেতে আমি কাতর হয়ে আছি।

✪ I’m dying to express my feelings = আমার অনুভুতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি।

✪ I’m dying to take a cup of coffee = এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না।

✪ I’m dying to search for a new job = একটি নতুন চাকুরি খুঁজে পেতে  আমি মরিয়া হয়ে উঠেছি।

Spoken Rule-17

Supposed to…..(হওয়ার কথা…. করার কথা)
Structure: Sub + am, is, are, was, were + supposed to+ verb1+ ext.

Example:
✪ আমার তার সঙ্গে দেখা করার কথা।
I’m supposed to meet him.
✪ আমার বাড়ির কাজ করার কথা।
I am supposed to do homework.
✪ তোমার আমাকে ফোন করার কথা ছিল ।
You were supposed to call me over the phone.
✪ এখানে এটা থাকার কথা নয়।
It’s not supposed to be here.
✪ আমার কিছু পান করার কথা না।
I’m not supposed to drink anything.
✪ আমাদের কি করার কথা?
What are we supposed to do?

Spoken rule-18

Able to (কিছু করতে সমর্থ হওয়া/না হওয়া)

Structure: Sub + able to + verb (base form)+ ext.

✪ আমি করতে পারবো – I will be able to do
✪ আমি আসতে পারবো – I will be able to come
✪ আমি যেতে পারবো – I will be able to go
✪ আমি আসতে পারবো না – I won’t be able to come
✪ আমি যেতে পারবো না – I won’t be able to go
✪ আমি কাজটি করতে পারবো – I will be able to do the work
✪ আমি কাজটি করতে পারবো না – I won’t be able to do the work
✪ তুমি কি করতে পারবে? – will you be able to do?
✪ তুমি কি করতে পারবে না? – Won’t you be able to do?

Spoken rule-19

(am to….is to ) করতে হয়…….যেতে হয়……..
Structure: Sub + am to + verb (base form)

✪ আমাকে করতে হয়- I am to do.
✪ আমাকে যেতে হয়- I am to go.
✪ তাকে করতে হয়- He is to do.
✪ জনিকে করতে হয়- Jony is to do.
✪ আমাকে কাজটি করতে হয় – I am to do the work.
✪ আমাকে বাসে যেতে হয়- I am to go by bus.
✪ ছেলেটিকে আমার সাহায্য করতে হয়- I am to help the boy.

Spoken Rule-20

Had better (বড়ং…..)

Structure: Sub + had better + verb (base form)+ Ext.

✪ তুমি বড়ং আগামীকাল যেও
You had better go tomorrow

✪ আমরা বড়ং হাটতে বেরোই
We had better go for walk.
✪ টিপুর বড়ং খেলতে যাওয়া উচিত
Tipu had better go for play
✪ রফিকের বড়ং কাজটি করা উচিত
Rafiq had better to the work
✪ তোমার বড়ং উকিলের সাথে পরামর্শ করা উচিত
You had better consult a lawyer.

Comments

Popular posts from this blog

Auto Paragraph

Auto paragraph Facebook/Computer/Mobile phone/Internet/Television  ( এই গুলার যে কোন একটা ..........  দেওয়া জায়গা গুলাতে বসাতে হবে ) ..............is one of the greatest invention of modern science. It has made our life easy and comfortable. We use it in our daily life. We cannot think of our day without.......... . We can communicate with anyone of anywhere of the world by using.......... . It has made the word smaller. We can share our feelings, liking and disliking’s with others using............. . Nowadays.........  has become a great medium of learning. People  can learn many things using........   sitting at home. It is a great source of entertainment also. We can watch videos music news sports etc through..........  .we need not to go to stadium. Inspire of having so many good sides it has some bad sides also. It is harmful for our body. Sometimes students become addicted to it. At last it can be said that..........  is a ...

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

paragraph on PREMATURE MARRIAGE

P remature marriage is a very common feature in a poor country like Bangladesh. It means the marriage of the boys and girls before attaining their physical and mental maturity. In our country girls particularly poor rural girls are the victims of premature marriage. Unfortunately, the birth of girls is considered unwelcome in our country. They are neglected from their birth. They have to live in a male dominated society. As a result, they are the victims of gender discrimination. They have no 'say' in the family decision. Many parents try to find a husband for their daughters before they attain the age of maturity. We find that illiteracy, poverty, selfish attitude, unconsciousness, religious misconception , dowry system, etc. are some of the causes of premature marriage. The effects of premature marriage are very harmful for health and mind of a female child. The girls cannot adjust with the new environment of their in-law's house. They cannot serve their husbands' fam...