Skip to main content

২০১৯ এর গত তিন মাসের তথ্য


গত ৩ মাসের কারেন্ট এফেয়ার্স এবং পত্রিকা থেকে সংগৃহীত ১০০টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক MCQ
০১. বর্তমান বিশ্বের সেরা ধনী - অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস।

০২. ২০১৮ সালের product of the year ঘোষনা করা হয়- ওষুধ শিল্পকে।
০৩. বাংলাদেশে 4G চালু হয়- ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
০৪. "পতাকা ৭১" ভাস্কর্যটির ভাস্কর - রুপম রায় (মুন্সিগঞ্জে)
০৫. দারিদ্র্যের হার সবচেয়ে কম- নারায়ণগঞ্জ জেলায়।
০৬. দেশের ২য় পারমানবিক বিদুৎ কেন্দ্র হবে- হিজলা, বরিশাল।
০৭. গ্যাস অনুসন্ধানে বাংলাদেশকে ভাগ করা হয়েছে- ২৩ ব্লকে।
০৮. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
০৯. বাংলাদেশ সবচেয়ে বেশি ঋন পায়- IDA থেকে।
১০. দারিদ্র্যের হার সবচেয়ে বেশি- কুড়িগ্রাম জেলায়।
১১. মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম- পাকাতান হারাপান।
১২. ২০১৮ সালে নোবেল পুরষ্কার স্থগিত যে বিষয়ে - সাহিত্য।
১৩. ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উন এর বৈঠক হয় - ক্যাপেলা রিসোর্ট, সেন্টোসা দ্বীপ, সিঙ্গাপুর।
১৪. ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয়- হেলসিংকি, ফিনল্যান্ড।
১৫. কমনওয়েলথের বর্তমান সদস্য - ৫৩ টি (সর্বশেষ গাম্বিয়া)
১৬- মাইকেল ওন্দাৎজে যে বইটির জন্য ম্যান বুকার পুরষ্কার পান- 'দ্য ইংলিশ পেশেন্ট "
১৭. টি টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে- ওয়েস্ট ইন্ডিজে।
১৮. সপ্তাহ টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- অস্ট্রেলিয়া (২০২০ সালে)
১৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর "ম্যান অফ দ্যা ফাইনাল "- অ্যান্তনি গ্রিজম্যান
২০. আন্তর্জাতিক নারী টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশের পক্ষে ১ম হ্যাট্রিক করেন- ফাহিমা খাতুন।
২১. বাংলাদেশ- ভারত মৈত্রী ভবন অবস্থিত - রাজশাহীতে।
২২. পদ্মা সেতুর বর্তমান দৃশ্যমান অংশ- ৭৫০ মিটার।
২৩. পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক- তৌহিদুল ইসলাম।
২৪. দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে- ২০৪১ সালের মধ্যে।
২৫. নারী ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইন ভিত্তিক জব মার্কেট প্লেস- "দ্য টু আওয়ার জব ডটকম"।
২৬. অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয়- ১৭৫২ মা. ডলার।
২৭. সম্প্রতি ২১ শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে- অস্ট্রেলিয়া।
২৮. সংবিধানের ১৭তম সংশোধনীতে সংরক্ষিত আসনের মেয়াদ বাড়ানো হয়েছে- ২৫ বছর।
২৯. রোহিঙ্গাদের উপর নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র - A pair of Sandal.
৩০. বর্তমানে দেশে তফসিলিভুক্ত ব্যাংকের সংখ্যা - ৫৮ টি ( রাষ্ট্রীয় ৯টি)।
৩১. দেশের ফুলের রাজধানী বলা হয়- যশোরের গদখালীকে।
৩২. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র- ২৭ টি।
৩৩. বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম- ৩০৫৩ দিন।
৩৪. দেশে বর্তমানে নদী বন্দর- ৩২ টি।
৩৫. বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে e-passport যুগে যাত্রা শুরু করে- ১১৯ তম।
৩৬. মাদক বিরোধী অভিযানের নাম ছিল- চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে।
৩৭. বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৩৮. বর্তমানে স্বর্ণ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
৩৯. ইমরান খানের রাজনৈতিক দলের নাম- তেহরিক-ই-ইনসাফ।
৪০. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রী - স্কট মরিসন।
৪১. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে
র নতুন মহাসচিব - কুমি নাইডো।
৪২. আফ্রিকান দেশগুলোতে বেলুনের সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেয়ার প্রকল্পের নাম- " প্রজেক্ট লুন"।
৪৩. MNP (Mobile Number Portability) সর্বপ্রথম চালু হয় যে দেশে- সিঙ্গাপুর।
৪৪. OPEC এর বর্তমান সদস্য দেশ- ১৫ টি।
৪৫. কফি আনানের আত্মজীবনী - " Interventions: A life in war & Peace "।
৪৬. "মিন্দানাও দ্বীপ" অবস্থিত -ফিলিপাইনে।
৪৭. বিশ্বের ১ম দল হিসেবে ১ হাজার টেস্টের মাইলফলক স্পর্শ করে -ইংল্যান্ড।
৪৮. বর্তমান কমনওয়েলথ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪৯. বাংলাদেশের ৮ম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে - সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।
৫০. "Starry Sky-2" নামক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে - চীন।
৫১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
৫২. ঐতিহাসিক "রোজ গার্ডেন " অবস্থিত - টিকাটুলি, ঢাকা।
৫৩. দেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৫৪. "রাজাধিরাজ রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।
৫৫. উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।
৫৬. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।
৫৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ - ফ্রিডজফ ন্যানসেন।

৫৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৫৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।
৬০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।
৬১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - মজলিস-ই- শূরা।
৬২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - মহেশ কুমার মালানি (পিপলস পার্টির)।
৬৩. সম্প্রতি "মহাকাশ বাহিনী " গঠনের সিদ্ধান্ত নিয়েছে - USA.
৬৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - "Apple Incorporated ".
৬৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।
।।
৬৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম-- আকাশবীণা।
৬৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান-- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে)
৬৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ৮ সেপ্টেম্বর।
৬৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার -- ১.১০% ভাগ।
৭০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-- মিয়ানমারে।
৭১. ন্যাটোর বর্তমান সদস্য -- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
৭২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
৭৩. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ২৩১ জন।
৭৪. "তুম্রু" সীমান্তবর্তী অঞ্চলটি -- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।
৭৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -- ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
৭৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -- ১৯৮২ সালে।
৭৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
৭৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা-- ডেনমার্ক।
৭৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য -- "প্লাস্টিক দূষণকে পরাজিত করি"।
৮০. দেশের প্রথম নারী প্রোগ্রামার-- শাহেদা মুস্তাফিজ।
৮১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস-- ০১ ডিসেম্বর।
৮২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।
৮৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল-- ৪ বছর
৮৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম-- বাগড্রয়েড (Bugdroid)।
৮৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়-- ৫ নভেম্বর, ১৯৭২।
৮৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে-- ২০১৯ সালের ১৯ শে মার্চ।
৮৭. "Daily Telegraph" পত্রিকাটি-- যুক্তরাজ্যের।
৮৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম-- Bank Asia.
৮৯. " Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.
৯০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়-- ২০১৩ সালে।
৯১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে-- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।
৯২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.
৯৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে-- নেদারল্যান্ডস।
৯৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য-- ০৩ টি (( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন))।
৯৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।:
৯৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-- ৪ সেপ্টেম্বর, ২০১৮।
৯৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৪র্থ।
৯৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৩য়।
৯৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় ৯৯৪ কোটি টাকা।
১০০. বাংলাদেশের মানুষের গড় আয়ু-- ৭২.৮০ বছর।

Comments

Popular posts from this blog

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

70 speaking rules(1~20)

Spoken Rule-1 Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে Structure: Subject + feel like + Verb (ing) + Extension. Example ✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে। ✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে। ✪ I don’t ...