Saturday, August 31, 2019

১৬ তম কলেজ পর্যায়

#আজ (৩০/০৮/২০১৯) অনুষ্ঠিত #১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায় :

#সম্পূর্ণ প্রশ্নের সমাধান:

-----------------------------------------------

#সাধারণ জ্ঞান অংশের সমাধান:

1.বীর প্রতীক কত জন--426 জন

2.সংবিধান রচনা কমিটির মহিলা সদস্য--বেগম রাজিয়া বানু

3.বৃহত্তম উপজেলা--শ্যামনগর

4.মনপুরা-70 কি-চিত্রশিল্প

5.সংবিধান কয়টি ভাষায় রচিত-২

৬.কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত---রাঙামাটি

7.মহাস্থানগড়-বগুড়া

8.নদী ছাড়া মহানন্দা কি-আম

9.প্রথম epz--চট্টগ্রাম

10.মূল্য সংযোজন কর-পরোক্ষ কর

11.কারাগারের রোজনামচা-বঙ্গবন্ধু

12.ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচে কোন দেশকে পরাজিত করে--ভারত(আফগানিস্তানের সঙ্গে শততম জয়)

13.বিশ্বব্যাংক থেকে সদস্য প্রত্যাহারকারী দেশ-চীন

14.তুরস্কের মুদ্রা-লিরা

15.স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ-ইরাক

16.বাংলা প্রথম সার্চইঞ্জিন-পিপীলিকা

17.নিউজিল্যান্ডের আদিবাসী-মাউরি

18.পরিবেশ দিবস-5জুন

19.কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন-29

২০.উরুগুয়ে রাউন্ড কোন সংস্থার সাথে সম্পর্কিত-WTO

21.যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা-রাষ্ট্রপতি শাসিত

22.SMOG হচ্ছে--দূষিত বাতাস

23.ভূকম্পনের তীব্রতা মাপার যন্ত্র-সিসমোগ্রাফ

24.হিমগ্লোবিনের কাজ-অক্সিজেন পরিবহন

#বাংলা অংশের সমাধান

1. বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থের রচয়িতা কে? –

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

2. বাক্যে কোন যতি চিন্হটি থাকলে থামার প্রয়োজন নেই? –

হাইফেন

3. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠিাতা সম্পাদক কে ছিলেন? –

ঈশ্বরচন্দ্র গুপ্ত

4. ‘পানি’ শব্দের প্রতিশব্দ কোনটি? –

অপ

5. কোন বানানটি শুদ্ধ? –

মুমূর্ষু

6. ‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী?

তোষামোদকারী

7. ‘দর্শনীয়’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়-

√দৃশ+অনীয়

8. ‘সাথী’ শব্দটি কোন লিঙ্গ? –

উভয়

9. ‘সাপের খোলস’ এক কথায় প্রকাশ-

নির্মোক

10. “রাজাই রাজাই লড়াই করছে” _এ বাক্যে ‘রাজায় রাজায়’ কী?

ব্যতিহার কর্তা

11. ‘উষ্ণ’ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

ষ্ + ণ

12. কোনটি সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তির উদাহরণ?

ভিক্ষুককে ভিক্ষা দাও।

13. ‘প্রসারণ’ এর বিপরীত শব্দ-

আকুঞ্চন

14. কোনটি ফারসি শব্দ?

চশমা

15. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ-

পিশাচ >পিচাশ

16. ‘কৃতবিদ্যা’ শব্দের ব্যাসবাক্য কোনটি?

কৃত বিদ্যা যার- সমানাধিকরন বহুব্রীহি সমাস

17. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?

কর্মধারয়

18. “যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে” – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি? –

লেফাফা দুরস্ত

19. যোগরূঢ় শব্দ কোনটি?

পঙ্কজ

20. কোনটি সমার্থক শব্দ নয়?

পবন

21. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

বিধি লঙ্ঘিত হয়েছে

22. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?

‘র’ বা ‘এর’

23. কোনটি ব্যাঞ্জন সন্ধির উদাহরণ?

সংবাদ

24. ‘ইউসুফ জোলেখা’ কী জাতীয় রচনা? –

রোমান্টিক প্রণয় কাব্য

25. কায়কোবাদের প্রকৃত নাম কী? –

কাজেম আল কোরেশী

#ইংরেজি অংশের সমাধান

1. Correct sentence: I know what he wants.

2. Correct use of Gerund: Dancing is a good exercise.

3. Correct spelling: Millennium

4. Correct sentence: He is better today.

5. Homely: adjective

6. Correct verb: what are you doing

7. Correct answer: He bade me good bye

8. Adulteration means: to make impure by adding inferior ingredients

9. It is high time we... : changed

10. Five litres of milk.......... contained : in

11. I could not go.........

12. At loggerheads means: quarreling

13. Hurry spolils : the curry

14. ...... water of this lake: the

15. I wanted the poster to : be hung

16. Leave no stone unturned: try every possible way

17. Would you mind.....: bringing

18. Antonynm of rear: behind

19. ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো: The boy came to me crying

20. Had I riches, I .....: would help

21. Achilles heel: vulnerable point

22. লেবু কচলালে তেতো হয়: A jest driven hard, loses its point

33. Correct sentence: I like his childlike simplicity

24. ........ Mother rose in her: the

25. Verb of friend: befriend

#গণিত অংশের সমাধান
১। (ক) ৮৮
২। (গ) ২ কেজি
৩। ( খ) ৯
৪। (ঘ) ৮২
৫। (খ) ১২%
৬। (ক ) ২০০ টাকা
৭। (খ) ৩/৫
৮। (গ) 49/9
৯। (খ) 19x3
১০। (ক) 24 বর্গ সে.মি
১১। (গ) ২৪০
১২। (গ) x-3
১৩। (খ) 1
১৪। (ক) 2
১৫। (গ) ২৪ মিটার
১৬। (খ) ২৭০০
১৭। সম্ভব প্রশ্ন ভুল
১৮। (গ) 2√5
১৯। (খ) ৪০ঃ৭০ঃ৪৯
২০। (গ) ৩০০
২১। (গ) π বর্গ একক
২২। (খ) স্থুল কোণ
২৩। (ক) 5/3
২৪। (খ) 3,-2
২৫। (খ) ৪১ বছর

#বি:দ্র: কোনটি ভুল মনে হলে কমেন্ট বক্সে সঠিক উত্তর দিন । ধন্যবাদ।

No comments:

Post a Comment