__হঠাত করেই আমার চাকুরীটা চলে গেল....।। বেকার হয়ে গেলাম। ভাবলাম,,,গেছে গেছে,,,কত বন্ধুবান্ধব আমার,,,কতোজন কে চাকুরী দিলাম,,,পেয়েই যাবো আবার। মেসে শুয়ে বসে সময় কাটছিলো আমার। # বিকেলে বসে এক এক করে সব বন্ধুকে ১মিনিট করে ফোন দিলাম....আমার জন্য চাকুরী দেখার জন্য। সবাই আশা দিলো....যে খুজবে পেলে জানাবে.... একটু ভরসা পেলাম...।। হঠাত করে মায়া ফোন দিলো...ও হ্যা বলাই হয়নি মায়া আমার জিএফ....।।ফেচবু ক থেকে পরিচয়,,তারপর দেখা,,কথা,,বন্ধ ুত্ব, প্রেম। রিসিভ করলাম,,, _____হ্যালো,,কোথায় তুমি??(মায়া) _____এই তো মেসে শুয়ে আছি,,কেন??(আমি) _____তুমি যমুনা ফিউচার পার্কে আসবে,, এখনি আসো....টুট টুট টুট....ফোন কেটে দিলো.... # রেডি হয়ে বাসে উঠে গেলাম যমুনা ফিউচার পার্ক। মায়া গেটে দাড়ায় আছে,,আমাকে দেখেই... _____(রেগে)এত লেট করলা কেন?কতক্ষন দাড়ায় আছি,,,(মায়া) _____রেডী হয়ে আসতে তো সময় লাগে নাকি??(আমি) _____বাদ দাও,, চলো,,ফুচকা খাবো(মায়া) _____ওকে........ ফুচকা খেলাম,,ঘুরলাম,,,,আমার ১০০০ টাকা শেষ....মায়া টাকা দিতে চাইছিলো বাট আমি বিল দিতে দেইনি,,,সবসময় দুহাতে খরচ করেছি তো,,,আজ ও দিবে,, নিজের কাছ...