__হঠাত করেই আমার চাকুরীটা চলে গেল....।।
বেকার হয়ে গেলাম।
ভাবলাম,,,গেছে গেছে,,,কত বন্ধুবান্ধব আমার,,,কতোজন কে চাকুরী দিলাম,,,পেয়েই যাবো আবার।
মেসে শুয়ে বসে সময় কাটছিলো আমার।
# বিকেলে বসে এক এক করে সব বন্ধুকে ১মিনিট করে ফোন দিলাম....আমার জন্য চাকুরী দেখার জন্য।
সবাই আশা দিলো....যে খুজবে পেলে জানাবে....
একটু ভরসা পেলাম...।।
হঠাত করে মায়া ফোন দিলো...ও হ্যা বলাই হয়নি মায়া আমার জিএফ....।।ফেচবু
ক থেকে পরিচয়,,তারপর দেখা,,কথা,,বন্ধ
ুত্ব, প্রেম।
রিসিভ করলাম,,,
_____হ্যালো,,কোথায় তুমি??(মায়া)
_____এই তো মেসে শুয়ে আছি,,কেন??(আমি)
_____তুমি যমুনা ফিউচার পার্কে আসবে,, এখনি আসো....টুট টুট টুট....ফোন কেটে দিলো....
# রেডি হয়ে বাসে উঠে গেলাম যমুনা ফিউচার পার্ক।
মায়া গেটে দাড়ায় আছে,,আমাকে দেখেই...
_____(রেগে)এত লেট করলা কেন?কতক্ষন দাড়ায় আছি,,,(মায়া)
_____রেডী হয়ে আসতে তো সময় লাগে নাকি??(আমি)
_____বাদ দাও,, চলো,,ফুচকা খাবো(মায়া)
_____ওকে........
ফুচকা খেলাম,,ঘুরলাম,,,,আমার ১০০০ টাকা শেষ....মায়া টাকা দিতে চাইছিলো বাট আমি বিল দিতে দেইনি,,,সবসময় দুহাতে খরচ করেছি তো,,,আজ ও দিবে,, নিজের কাছে কেমন লাগছিলো....যদিও মায়া জানেনা যে,,,আজ আমি বেকার,,,চাকুরী চলে গেছে।
ওকে বিদায় দিয়ে বাসায় এসে শুয়ে পরলাম.....
# যতই দিন যাচ্ছিলো টাকার টান পড়তেছিলো....আমার কাছে কিছু টাকাছিলো,,,তা দিয়ে কোন রকমে চলছিলাম....।।
তবে হ্যা,,,মনে পরতো সেই সব দিন....যখন দুহাতে খরচ করতাম...আড্ডা দিতাম....কত বন্ধু বান্ধব.....
অবাক হলাম,,,,যেই আমার ফোনে সারাক্ষন ফোন আসতো,,,বন্ধুদের,,,সেই বন্ধুদের ফোন আসা আস্তে আস্তে কমতে থাকে.....
১ মাস কেটে গেলো,,নিজে থেকে ফোন দিয়ে বন্ধুদের চাকুরীর কথা বললে সবাই আশাই দেয়,,,চাকুরীর খবর কেউ দেয়না.....
হয়তো আমার কপাল খারাপ.....
মায়ার সাথেও জগড়া চলছিলো....
আগে সারাদিন ফোন দিতাম,,প্রায় প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম...এখন তো আর তা পারিনা....এসব নিয়ে ঝগড়া....
ঝগড়া চলতে চলতে হয়েই গেল ১দিন ব্রেকআপ....তখনো মায়া জানতো না,,,যে এখন আমার চাকুরী নাই....আমি ও জানাইনি.....কেন জানাইনি জানিনা,,,
টেনেটুনে মেসের বিল দিলাম....পকেট হাত সব প্রায় ফাকা....।।
আমি আসলে টাকার কষ্ট,,,টা বুঝিনি,,,কারন বেতন ভালোই পেতাম আর দুহাতে খরচ করতাম......
তবে আজ ভালোই বুঝতে পারতেছি....
যে বন্ধুরা সময় পেলেই আমার কাছে আসতো,,,এখন আমার আশেপাশে তাদের ছায়াও দেখা যায়না......
হায়রে মানুষ.......
কত বহুরূপী........
দেখতে দেখতে দু মাস হয়ে গেল....চাকুরী হচ্ছেনা....মেসে খাওয়ার বিল যে আমি সবার আগে দিতাম,,,,সেই আমি বাকি রাখলাম,,,,যে ম্যানেজ কর সামনের মাসে দিবো...কেউ দিতে চায়নি টাকা,,,কারন আজ আমি বেকার....কিন্তু অভি দিয়েছিলো...আমি চাইনি কিন্তু ও আমার হয়ে দিয়েছিল।অভিকে গত বছর আমি গ্রাম থেকে নিয়ে এসে চাকুরী দিয়েছিলাম....।।
লজ্জা লাগে,,,যে হাত দিয়ে এসেছে সব সময়,,,সে হাত কারো কাছে চাইবে....এটা ভাবতেও লজ্জা লাগে....।।
একদিন বুয়া আসেনি,,,মেসে রান্না হয়নি,,,সবাইকে হোটেলে খেতে হবে...
সবাই ডিউটিতে গেছে,,,আমার তো কাজ নাই,,,শুয়ে আছি....সকাল টা না খেয়ে,,শুধু পানি খেয়ে কাটিয়ে দিলাম....পকেটে হাত দিয়ে দেখলাম ৪ টাকা আছে।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো....ক্ষুদার জ্বালা টা ভালই টের পাচ্ছিলাম,,,,সহ্য হচ্ছিলো না,,,ক্ষুদার জ্বালা....আমার এক কাছের বন্ধুকে ফোন দিলাম....
_____হ্যালো দোস্ত,, তুই কোথায়??(আমি)
____এই তো বাজারে,,,কেন??(দোস্ত)
_____দাড়া,,আমি আসতেছি.....
বলেই বাজারের দিকে হাটা দিলাম....ওকে আমি অনেক খাওয়াইছি....ও নিশ্চয়ই আমাকে একদিন খাওয়াতে আপত্তি করবেনা,,,,পেটে তখন কামড় দিচ্ছিলো আমার......
বাজার গিয়ে দেখলাম,,,ও ওর কয়েকটা বন্ধুকে নিয়ে দাড়ায় আছে.....আমাকে দেখেই
_____কিরে কেমন আছিস??(দোস্ত)
_____এইতো চলছে...আজকাল যে আর দেখাই করিসনা,,,কি ব্যাপার??(আমি)
_____আসলে ব্যাস্ত থাকি রে দোস্ত তাই,,,আচ্ছা যাই রে,,,তাড়া আছে....
চলে গেল,,,
আমিও কিছুই বলতে পারলামনা.ওর বন্ধুরা ওর পাশে ছিলো....
পেটে তখন আমার এত ক্ষুধা,, যে কেউ যদি আমার রক্তের বিনিময় খেতে দেয়,,তবু আমি রাজি.....
আমি যে হেটে মেসে যাবো,,,সেই শক্তি পাচ্ছিলাম না,,,বসে পরলাম........
ক্ষুদার জ্বালা যে কতটা ভয়ানক,, আজ বুঝতে পারতেছি....
কত মানুষ আসছে,,যাচ্ছে,,, কেউ একবার ও তাকিয়ে দেখেনা আমার দিকে,,,বলেনা,,,ও না খেয়ে আছে,,ওকে কিছু খাওয়াই......
আল্লাহ মহান,,,,তিনি তো আছেন....
তিনি তো কাউকে মারেনা,,রিজিকের মালিক তিনি...আমি বসে আছি,,,,ক্ষুদার জালায় কাতরাচ্ছি,,,,এমন সময় মায়া আসলো....মায়া নাকি কি এক কাজে এদিকে আসছিলো....
# মায়া আমার কাছে আসতেই চমকে উঠলাম,,কিন্তু চুপ করে বসে আছি.....
______একি অবস্থা হয়েছে তোমার??শরীরের যত্ন নাও না??(মায়া)
______(চুপ)(আমি)
______কি হলো,,,চুপ করে আছো কেন(মায়ার চোখের কোনে পানি)
_____খুব লজ্জা লাগছে,,একটা কথা বলবো??(আমি)
_____বলো(মায়া)
______সারাদিন কিছু খাইনি,,খুব ক্ষুদা লেগেছে,,,আমাকে ৩০...৪০ টাকা ধার দিবা,,প্লিজ??
______এসো......
মায়া আমাকে নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্ট এ বসালো,,,,
তারপর,,,,
ভাত,,গরুর মাংস,,ডাল,,ডিম,,ভাজি...সব অর্ডার করলো....
আমার সামনে দেয়া মাত্র গপ গপ করে গিলতে লাগলাম,,,,আর কোন দিতে খেয়াল নেই....২ প্লেট ভাত,, ডিম মাংস ভাজি,,,সব সাবার করে যেন রাক্ষুসে পেট টা ভরলো,,,এত শান্তি লাগছিলো,,,যা ভাষায় প্রকাশ করার মতনা....
মায়ার দিকে তাকালাম,,,,মায়া আমাকে দেখে কাদতেছে,,,,হয়তো বুঝতে পেরেছে,,,কারণ মায়া ভালো করেই জানে,,আমি কারো কাছে চেয়ে খাওয়ার ছেলে না.....
মায়া বিল দিল.....
তারপর বাইরে একটা একটু নির্জন জায়গায় এসে আমার হাত দুটো ধরে চোখে চোখ রেখে বললো...
______তোমার কি হয়েছে,,প্লিজ আমাকে বলো,,আমার কসম দিলাম,,বলো??(মায়া)
______আমার চাকুরীটা আরাইমাস আগে চলে গেছে...তারপর বেকার.....
_____মায়া রেগে আমার গালে ঠাস....
তারপর বললো....এটা আমাকে আগে কেন বলোনি??তাহলে এতো কষ্ট পেতামনা??তোমাকে সত্যি ভালোবাসি...সুসম
য়,,দূঃসময় সবসময়....জড়িয়ে ধরে কাদতে লাগলো.....
আমিও বুঝলাম...মায়ার ভালোবাসা,,,আমি আসলে হয়তো এটা দেখার জন্যই আগে ওকে জানাইনি আমি বেকার....মায়া আমাকে ১৫০০ টাকা দিয়ে গেল,,,নিলাম,,কারন না নিয়ে উপায় ছিলোনা.....২ মাস ২৫ দিনের মাথায় আমার অফিস থেকে ফোন দিয়ে আমাকে আবার চাকুরীতে জয়েন দেয়ার জন্য অফার করলো,,,আর সাথে আগের থেকে ৫০০০ টাকা বেশী বেতনে.....।।আমি তো অনেক খুশী...ফিরে পেলাম চাকুরী,,,আর সাথে আমার মায়া....
দূঃসময় কেটে গেল,,,কিন্তু আমিও বদলে গেছি,,,,কেন যেন এই তিনটা মাস মনে পড়ে যায়,,,চিনে নিয়েছি অনেক মানুষকে.....
হয়তো আল্লাহ আমার পরীক্ষা নিয়েছিলো,,,,বাসার সবার সাথে যোগাযোগ নাই,,,ঝগড়া করে বন্ধ করে দিয়েছিলাম.......
এখন কেন যেন মন চাচ্ছে যোগাযোগ করতে....যারা আমাকে বড়ো করেছে,,,কখনো ক্ষুদার জালা কি বুঝতে দেয়নি.....
আজ ই আব্বুকে ফোন দিয়ে কথা বলবো....জানিনা আব্বু কেমন রিএক্ট করবে??
..
..
# খারাপ সময় গুলো থাকেনা,,,রাত যখন আছে,,,তো ভোর হবেই....কিন্তু খারাপ সময় অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়,,,যা অনেক কাজে লাগে....
চিনিয়ে দিয়ে যায় কে আসল বন্ধু.........😒
Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...
Comments
Post a Comment