যেমন কর্ম তেমনি ফল। একটি চমৎকার শিক্ষনীয় কাহিনী। 🌿🌿🌿💝💝 ------------------------------------ 🤔এক গ্রামে একজন কৃষক ছিলেন.. তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। 👉There was a farmer in a village . He used to make yoghurt and butter from milk and sell it. 👰একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। ➤One day the farmer's wife made butter and gave it to the farmer to sell. The farmer left the village for the city to sell it. 👳মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল। যার প্রত্যেকটির ওজন ছিল ১ কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। ➤The butter was kept in a round roll shape. Each of which weighed 1 kg. Arriving in the city, the farmer, as usual, would bring tea, sugar, oil and other necessities of life instead of the butter at the pre-arranged shops. 😴আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখন...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .