Thursday, May 28, 2020

মুদি দোকানদার ও মাখন বিক্রেতার গল্পB2E

যেমন কর্ম তেমনি ফল।
একটি চমৎকার শিক্ষনীয় কাহিনী। 🌿🌿🌿💝💝
------------------------------------
🤔এক গ্রামে একজন কৃষক ছিলেন.. তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। 
👉There was a farmer in a village . He used to make yoghurt and butter from milk and sell it.

👰একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন।
➤One day the farmer's wife made butter and gave it to the farmer to sell. The farmer left the village for the city to sell it.

👳মাখনগুলো গোল-গোল রোল আকৃতিতে রাখা ছিল। যার প্রত্যেকটির ওজন ছিল ১ কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে পরিবর্তে চা চিনি তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন।
➤The butter was kept in a round roll shape. Each of which weighed 1 kg. Arriving in the city, the farmer, as usual, would bring tea, sugar, oil and other necessities of life instead of the butter at the pre-arranged shops.

😴আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক। 
➤After the farmer left today, the shopkeeper kept the rolls of butter in the fridge one by one and thought, let's check if the weight of the butter is correct.

🤢মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে ১ কেজি নয় তা প্রতিটা আছে ৯০০ গ্রাম করে।
➤As soon as he weighed the butter rolls, he saw that the weight of the butter was not 1 kg but 900 grams each.

👳পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন.. 
➤The next week the farmer went to the shop again to sell butter. As soon as he reached the front of the shop, the shopkeeper started shouting at the farmer.

😡'বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোন বেঈমান চিটিংবাজের সাথে ব্যাবসা কর। আমার দোকানে আর কোনদিন পা রাখবে না। ৯০০ গ্রাম মাখন ১ কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাইনা।”
➤'Get out of my shop. From now on, deal with any dishonest cheaters. Never set foot in my shop again. I don't want to see the face of the man who sold 900 grams of butter for 1 kg. ”

😧কৃষক বিনম্রভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন- ”দাদা! দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরিব মানুষ.. দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার নেই।
➤The farmer humbly said to the shopkeeper in a trembling voice- “Grandpa! Please don't be angry. In fact, I am a very poor person .. I do not have enough money to buy scales.

👳তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম.. সেটাই দাড়িপাল্লার একপাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম।”
➤So every time I would take one kg of sugar from you .. I would leave it on one side of my scales and measure the roll of butter on the other side. ”

🌿💝শিক্ষণীয় বিষয়: যেমন কর্ম তেমনি ফল।
আপনি অপরকে যেটা দেবেন.. সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে..তা সেটা সম্মান হোক বা ঘৃণা হোক...।

অনুবাদঃ Saeidur Rahaman

No comments:

Post a Comment