Skip to main content

Female education

Female Education Paragraph / নারীশিক্ষা

The prosperity of a country mainly depends on the education of her population. About 50% the total population of our country is female. A country can’t expect her prosperity avoiding this large part of population. So, female education is a must. It is the pre- condition of the overall development of our country.

But it is a matter of great regret that the condition of female condition in our country is not so satisfactory. Female education improves health and nutritional status of the country. It also reduces population growth, increases economic productivity and sustains the development efforts.

In fact, its importance can’t be described in words. Truly speaking, poverty is the main barrier on the way of female education. Early marriage is also another barrier on the way of female education. Besides, religious misinterpretation, social prejudices and customs, discriminatory attitudes towards girls, wrong idea about female education etc. are also the reasons behind these barriers.

Because of these barriers, female education is greatly hampered and the female population suffer in the long run. However, this problem can’t be solved overnight. For this, our outlook towards the girls should be changed. To encourage female education, our govt has already taken some steps like giving stipends to girls, recruiting more female teachers, making female education free up to higher secondary level etc.

However, no girls should be married off before 18 and minimum education must be ensured. Above all, all necessary steps should also be taken to encourage female education for the greater welfare of the nation.

বাংলা অনুবাদ

একটি দেশের সমৃদ্ধি মূলত তার জনসংখ্যার শিক্ষার উপর নির্ভর করে। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় ৫০% নারী। একটি দেশ জনসংখ্যার এই বিশাল অংশকে এড়িয়ে তার সমৃদ্ধি আশা করতে পারে না। তাই নারী শিক্ষা অপরিহার্য। এটা আমাদের দেশের সার্বিক উন্নয়নের পূর্বশর্ত।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের দেশে নারীদের অবস্থা তেমন সন্তোষজনক নয়। নারী শিক্ষা দেশের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থার উন্নতি ঘটায়। এটি জনসংখ্যা বৃদ্ধি হ্রাস করে, অর্থনৈতিক উত্পাদনশীলতা বাড়ায় এবং উন্নয়ন প্রচেষ্টাকে টিকিয়ে রাখে। আসলে এর গুরুত্ব ভাষায় বর্ণনা করা যায় না। সত্যি বলতে।

নারী শিক্ষার পথে দারিদ্র্যই প্রধান বাধা। বাল্যবিবাহও নারী শিক্ষার পথে আরেকটি বাধা। এছাড়া ধর্মীয় অপব্যাখ্যা, সামাজিক কুসংস্কার ও প্রথা, মেয়েদের প্রতি বৈষম্যমূলক মনোভাব, নারী শিক্ষা সম্পর্কে ভুল ধারণা ইত্যাদিও এসব বাধার পেছনের কারণ। এসব বাধার কারণে নারী শিক্ষা ব্যাপকভাবে ব্যাহত হয় এবং নারী জনগোষ্ঠী দীর্ঘমেয়াদে ভোগান্তির শিকার হয়।

যাই হোক, এই সমস্যা রাতারাতি সমাধান করা যাবে না। এ জন্য মেয়েদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারী শিক্ষাকে উৎসাহিত করতে আমাদের সরকার মেয়েদের উপবৃত্তি প্রদান, আরও মহিলা শিক্ষক নিয়োগ, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মহিলা শিক্ষা বিনামূল্যে করা ইত্যাদির মতো কিছু পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে।

তবে, ১৮ বছরের আগে কোনও মেয়ের বিয়ে দেওয়া উচিত নয় এবং ন্যূনতম শিক্ষা নিশ্চিত করতে হবে। সর্বোপরি, জাতির বৃহত্তর কল্যাণের জন্য নারী শিক্ষাকে উত্সাহিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপও নিতে হবে।

গুরুত্বপূর্ণ শব্দের অর্থ

prosperity – সমৃদ্ধি; depends – নির্ভর করে; expect – আশা করা; avoiding – এড়ানো; pre- condition – পূর্ব শর্ত; overall – সামগ্রিক; development – উন্নয়ন; matter of great regret – অত্যন্ত দুঃখের বিষয়; satisfactory – সন্তোষজনক; improves – উন্নতি করে; nutritional – পুষ্টিকর; status – অবস্থা; reduces – হ্রাস করে; increases – বৃদ্ধি পায়; economic productivity – অর্থনৈতিক উৎপাদনশীলতা; sustains – বজায় রাখে; development efforts – উন্নয়ন প্রচেষ্টা; poverty – দারিদ্র্য; barrier – বাধা; early marriage – তাড়াতাড়ি বিয়ে; religious – ধর্মীয়; misinterpretation – ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা; social prejudices – সামাজিক কুসংস্কার; discriminatory attitudes – বৈষম্যমূলক মনোভাব; hampered – বাধাপ্রাপ্ত; overnight – রাতারাতি; outlook – দৃষ্টিভঙ্গি; encourage – উত্সাহিত করা; stipends – উপবৃত্তি; recruiting – নিয়োগ; ensured – নিশ্চিত; necessary – প্রয়োজনীয় ; greater welfare – বৃহত্তর কল্যাণ।

Comments

Popular posts from this blog

Auto Paragraph

Auto paragraph Facebook/Computer/Mobile phone/Internet/Television  ( এই গুলার যে কোন একটা ..........  দেওয়া জায়গা গুলাতে বসাতে হবে ) ..............is one of the greatest invention of modern science. It has made our life easy and comfortable. We use it in our daily life. We cannot think of our day without.......... . We can communicate with anyone of anywhere of the world by using.......... . It has made the word smaller. We can share our feelings, liking and disliking’s with others using............. . Nowadays.........  has become a great medium of learning. People  can learn many things using........   sitting at home. It is a great source of entertainment also. We can watch videos music news sports etc through..........  .we need not to go to stadium. Inspire of having so many good sides it has some bad sides also. It is harmful for our body. Sometimes students become addicted to it. At last it can be said that..........  is a ...

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...