হযরত লোকমান (আঃ) তাঁর ছেলেকে দেয়া ৭৬ টি উপদেশ। ১। বেটা ! কর্জ হইতে নিজেকে হেফাজাত রাখিও। কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা। ২। বেটা ! তুমি মোরগের চাইতে বেশী অক্ষম হইও না। সে তো শেষ রাত্রিতে জাগিয়া চিৎকার শুরু করিয়া দেয়, আর তুমি নিজের বিছানায় পড়িয়া ঘুমাইতে থাকো। ৩। বেটা ! গুরুত্ব সহকারে জানাযায় শরীক হইও এবং অহেতুক অনুষ্ঠানাদি শরীক হওয়া হইতে বাঁচিয়া থাকিও। ৪। বৎস আল্লাহর সান্নিদ্ধ অবলম্বন করবে । ৫। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা কর । ৬। নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে । ৭। ভাল মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করবে । ৮। স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে । ৯। গোপন তথ্য কারো নিকট প্রকাশ করবে না । ১০। বিপদে বন্ধুর পরীক্ষা নিবে । ১১। বন্ধুদের ভাল মন্দ উভয়টাই পরীক্ষা করবে । ১২। বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে । ১৩। ভাল কাজে পুণঃপুণঃ অংশগ্রহণ করবে । ১৪। নিজের কথা প্রমাণ করে দিবে । ১৫। বন্ধুদের সাধ্যমত ভালবাসবে । ১৬। শত্রু মিত্র সকলের সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে । ১৭। মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে । ১৮। শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ...
A collection of paragraph,letter,email,application,dialogue,grammar,story,song,education , examination result, jsc,ssc and Hsc exam realated English grammar and composition part .