Skip to main content

padma bridge 01

Padma Bridge - Paragraph

Padma Bridge is one of the dream projects of Bangladesh. The Padma Bridge is a multipurpose (বহুমুখী) road-rail bridge across the Padma river under construction (নির্মান) in Bangladesh. It will be the world’s sixth-largest multipurpose bridge. Padma Bridge will connect (সংযোগ) the south-west region (অঞ্চল) of the country with the capital and eastern (পূর্বাঞ্চল) part. The project is now being funded from own (নিজস্ব) resources (পুঁজি/তহবিল) of the Government of Bangladesh. Prime Minister Sheikh Hasina laid the foundation (ভিত/ভিত্তি) stone of Padma Bridge on 12th December 2015.

The total length of the Padma Bridge is 6.15 km and width (প্রস্থ) is 18.10m. It is four lane (গলিপথ/গতিপথ) highway and single lane Railway Bridge. The total number of spans (বিস্তার) of the bridge is 41.  Each of them is 150 metres long and weighing (ওজন) 3,140 tonnes. “Bangladesh Bridge Authority” is maintaining the Padma Bridge. The contractor (ঠিকাদার) of the bridge is “China Major Bridge Engineering Corporation”.  It is a truss (ভারবহন কাঠামো) bridge and the material (উপাদান) of the bridge is steel. The bridge will open a new horizon (দিগন্ত) in the communication (যোগাযোগ) system of the country. It will bring a revolutionary (বৈপ্লবিক) change in the life of south-west residents (বাসিন্দা). For this, regional (আঞ্চলিক) cooperation (সহযোগিতা) will be increased.  In addition, it will play an important role in the economic sector of Bangladesh. Industrial development (উন্নয়ন) and employment (চাকরী/কর্ম নিয়োগ) opportunities (সুবিধা) will be increased. Not only economy and transportation (পরিবহন) facilities (সুবিধা) will increase but also medical and educational facilities will be easy to access (প্রবেশ). 

(Collected from internet)

Comments

Popular posts from this blog

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

70 speaking rules(1~20)

Spoken Rule-1 Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে Structure: Subject + feel like + Verb (ing) + Extension. Example ✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে। ✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে। ✪ I don’t ...