Monday, July 11, 2022

রিজিক এর অর্থ

হয় কি, দেখবেন—কিছু অন্যায়, কিছু প্রতারণা আপনার সাথে ঘটে যাচ্ছে। আপনি কাঁদবেন। আপনি কষ্ট পাবেন। আপনার অবস্থান থেকে আপনি চাইলেই এর শোধ তুলতে পারবেন। তুলকালাম কাণ্ড ঘটাতে পারেন। 

যিনি বা যারা আপনার সাথে অন্যায় করল, তাদের মধ্যে কখনো অনুশোচনা দেখবেন না। উলটো আপনাকে ব্লেম করার কিছু অস্ত্র ধার দিয়ে রাখবেন তারা। খুব কাছের মানুষের সাথে আপনাকে জড়িয়ে নোংরা কিছু বলে বেড়াবেন তারা। দূরের কারও বাহাসও সামনে আনবে তারা। প্রমাণ করতে চাইবে, আপনি অপরাধী!!!

কিন্তু, হয় কি—তাতে সত্য মিথ্যে হয়ে যায় না। যে সম্পর্কের নাম থাকে না, সে সম্পর্কের নাম তৈরি হয় না। দেখবেন, যে অপবাদ আপনার ঘাড়ে চাপানো হবে, সে অপবাদ অনেক সূর্যের আলোতেও তা সত্য হয় না। 

করবেন কী? হ্যাঁ— এমন অসহায় সময়ে আপনি হয়তো সুইসাইডাল থাকবেন। আপনি কাঁদবেন। চোখের জল মুছবেন। বা, একা একা আল্লাহর সাথে কথা বলবেন। আহ্লাদ মিশিয়ে আল্লাহকে বলবেন, 'আল্লাহ, তুমি সত্য জানো না?'

হ্যাঁ, আল্লাহ সত্য জানেন। তাই, আপনি চুপ হয়ে যাবেন। নিজে বিচার করতে যাবেন না। আপনার শোককে হজম করবেন। আপনার কষ্ট, অভিমান যেন রাগ না হয়—খেয়াল রাখবেন।

জাস্টিস, আমি কিংবা আপনি পারি না। একমাত্র বিচার দিনের মালিক আল্লাহ। চুপচাপ আল্লাহকে বলে রাখুন। আল্লাহর কাছে এক ফোঁটা অশ্রুজল যেন মেশকে আম্বর। 

এবার নিজের দিকে ফিরুন। আপনি তো মজলুম। আপনাকে ঠকানো হয়েছে। ঠকে গিয়ে আপনি শিশুর মতো কেঁদেছেন। এবার কান্না তুলে রাখুন। মজলুমের দোয়া কবুল হয়। জানেন তো, প্রার্থনার হাত দীর্ঘ। হাত তুলুন। আর অপেক্ষা করুন। 

এবার চুপচাপ ফিরে আসুন। সময়কে বলে দিয়ে রাখুন আপনার জানালা বন্ধ। আপনার ঘরে আপাতত সূর্য আসবে না। আপনি বদ্ধ কামরায় নিজের সমৃদ্ধ আয়নায় দাঁড়ান। বলুন, আলহামদুলিল্লাহ!

অপেক্ষা করুন। আপনার গীবত করা সেই মানুষগুলো দেখবেন আস্তে আস্তে অনুজ্জ্বল হচ্ছেন। আপনাকে প্রতারণার বিশ্রী স্বাদ দেওয়া মানুষগুলো দেখবেন জন্ডিস-ফ্যাকাসে। 

এবার দরজা ভাঙুন। বের হয়ে আসুন। এবার হাঁটুন। মন ভ'রে নিশ্বাস নিন। 

এবার দেখবেন, আপনি হাঁটছেন। বরং সেইসব মানুষ অনেকদূর পেছনে পড়ে আছে স্তুপ লাশের মতো। 

থাকুক। পেছনে ফিরবেন না। আপনি বরং হাঁটুন।

জানেন তো, হাঁটলেই কেবল পথ!

—জয়ন্ত জিল্লু
২৮/০৪/২০২২ ইং

No comments:

Post a Comment