Skip to main content

Adolescence paragraph

Adolescence
Children pass through several stages to become adult. There are four or five stages of growth: infancy, early childhood, later childhood, and adolescence. There are some who try to act older than their age. But most persons go through these stages whatever their economic or social status is. Adolescence generally covers from 13 to 18 years of age of a person. During this phase, one experiences critical transition like growing from childhood to adulthood and puberty. However, many adolescents face pressure to become alcoholic, drug-addict or chain-smoker that creates their health problems. These practices put them to high risk for intentional and unintentional injuries, unintended pregnancies and infections from HIV. These exert long-lasting effects on future health and well-being. They are not fully capable of understanding sexual practices and this incapability may make them particularly vulnerable to sexual exploitation and high-risk behaviors. Moreover, laws and policies often restrict unmarried adolescents' access to reproductive issues. For a solution, what older ones should do is to change their outlook about the adolescents and youths, treat them properly and also talk to them about various personal problems with an open up mind. They should go forward with a new look to build up them for the sake of the country's welfare.
..
.
বয়ঃসন্ধিকাল
প্রাপ্তবয়স্ক হওয়ার পথে শিশুরা কতিপয় পর্যায় অতিক্রম করে। বয়:প্রাপ্তির চার-পাঁচটি পর্যায় রয়েছে: শৈশব, প্রাথমিক শিশুকাল, পরবর্তী শিশুকাল ও বয়:সন্ধিকাল। কিছু শিশু রয়েছে যারা তাদের বয়সের তুলনায় বড়’র মতো কাজ করে। কিন্তু আর্থ-সামাজিক মর্যাদা নির্বিশেষে কিছু ব্যক্তি এসব পর্যায়ের ভেতর দিয়ে অগ্রসর হয়। কিশোর বলতে সাধারণভাবে একজন ব্যক্তির ১৩ থেকে ১৮ বছর বয়সসীমাকে বোঝায়। এ কালপর্বে একজন ব্যক্তি শৈশব থেকে প্রাপ্তবয়স্কতা ও যৌন ক্ষমতা অর্জনের মত ক্রান্তিকালের অভিজ্ঞতা লাভ করে। যা হোক, বহু কিশোর মদ্যপ, মাদকাসক্ত কিংবা অবিরাম ধূমপায়ী হতে চাপ বোধ করে যা তাদের স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। এসব অভ্যাস উদ্দেশ্যপূর্ণ ও উদ্দেশ্যহীন আহতাবস্থা, অপরিকল্পিত গর্ভধারণ ও এইচআইভি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ফেলে। এগুলো ভবিষ্যৎ স্বাস্থ্য ও সুস্থতার ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। তারা যৌন আচরণগুলো অনুধাবনে পুরোপুরি সক্ষম নয় এবং এই সামর্থ্যহীনতা তাদেরকে যৌন নির্যাতন ও উচ্চ ঝুঁকির আচরণের প্রতি বিশেষভাবে দুর্বল করে তুলতে পারে। তদুপরি, আইন ও রীতি প্রায়ই অবিবাহিত তরুণদের প্রজনন সম্পৃক্ত বিষয়গুলো জানার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করে। এ সমস্যা সমাধানার্থে, বয়স্কদের যা করা উচিত তা হচ্ছে তরুণ ও যুবকদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি পাল্টানো, তাদের সাথে সঙ্গত আচরণ করা এবং সে সাথে মুক্ত মন নিয়ে তাদের সাথে বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা। তাদের উচিত দেশের কল্যাণের জন্য তরুণদের গড়তে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া।

Comments

Popular posts from this blog

Books poem analysis with bangla

Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows)(বাংলা ব্যাখ্যাসহ)

🚀 ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (Windows) (বাংলা ব্যাখ্যাসহ) (অজানা কিন্তু খুবই কাজে লাগে) ⸻ ১. Ctrl + N → নতুন ফাইল বা ডকুমেন্ট খুলবে (Word, Notepad, Browser ইত্যাদিতে)। ২. Ctrl + Shift + T → আগে বন্ধ হয়ে যাওয়া ব্রাউজার ট্যাব পুনরায় খুলবে। ৩. Ctrl + Shift + Left/Right Arrow → একসাথে পুরো শব্দ নির্বাচন করা যাবে। ৪. Alt + F4 → অ্যাপ বা উইন্ডো বন্ধ হবে। ৫. Ctrl + P → প্রিন্ট ডায়ালগ বক্স খুলবে (প্রিন্ট করার জন্য)। ⸻ ৬. Ctrl + A → সব ফাইল বা টেক্সট সিলেক্ট হবে। ৭. Ctrl + C → কপি করা যাবে। ৮. Ctrl + V → পেস্ট করা যাবে। ৯. Ctrl + X → কাট করা যাবে। ১০. Ctrl + Z → সর্বশেষ কাজ Undo হবে। ⸻ ১১. Ctrl + Y → Undo করা কাজ Redo হবে। ১২. Windows Key + E → File Explorer খুলবে। ১৩. Windows Key + D → ডেস্কটপ দেখাবে (সব মিনিমাইজ হবে)। ১৪. Ctrl + Shift + Esc → সরাসরি Task Manager খুলবে। ১৫. Windows Key + L → কম্পিউটার লক হবে। ⸻ ১৬. Windows Key + S → সার্চ অপশন চালু হবে। ১৭. Windows Key + R → Run কমান্ড চালু হবে। ১৮. F5 → রিফ্রেশ করবে। ১৯. Alt + Enter → Properties খুলবে। ২০. Ctrl + T → ব্রাউজারে নতুন ট্যাব খু...

70 speaking rules(1~20)

Spoken Rule-1 Feel like – ইচ্ছা করা/আকাঙ্খা প্রকাশ করা প্রয়োগ ক্ষেত্র: ব্যক্তির কোন কিছুর “ইচ্ছা করলে” Feel like ব্যবহার হবে Structure: Subject + feel like + Verb (ing) + Extension. Example ✪ I feel like doing – আমার করতে ইচ্ছা করছে। ✪ I feel like eating – আমার খেতে ইচ্ছা করছে। ✪ I don’t ...