Sunday, December 16, 2018

vocabulary with synonymous

মূল্যবান= Valuable, precious, costly, useful, beneficial,
চমৎকার= Excellent, superb, outstanding, splendid.
আন্তরিক= Cordial, friendly, affectionate, warm- heated.
আকর্ষণীয়= Cute, adorable, pretty, catchy, appealing
বিরক্তিকর= Boring, tedious, dull, disgusting, annoying,
বিখ্যাত= Famous, popular, well known, prominent, famed.
মন্দ/খারাপ= Bad, inferior, unsatisfactory, nasty, imperfect.
সুখী/আনন্দিত= Happy, cheerful, cheery, merry, joyful, jovial
ধৈর্যশীল= Patient, tolerant, calm, forbearing, persistent,
বোকা/নির্বোধ= Silly, foolish, stupid, unintelligent, idiotic
দক্ষ = Efficient, proficient, skilled, competent, productive.
বিশ্বাস = Believe, trust, faith, confidence, admit, regard
সাহায্য = Help, aid, assist, support, serve, encourage, attend
দেখা = Look, see, notice, watch, observe, view, recognize,
আগ্রহী = Eager, keen, interested, fervent, enthusiastic,
ভুল/ত্রুটি= Wrong, incorrect, mistaken, error, fault,
কল্পনা করা= Imagine, fancy, fantasy, envision, envisage.
ধারনা করা= Idea, concept, belief, opinion, perception, view,
তৈরি/সৃষ্টি করা= Create, make, build, produce, generate
বড়/বৃহৎ= Big, large, vast, huge, immense, massive.
শুরু/আরম্ভ= Start, launch, begin, inception, dawn, opening
প্রশংসা করা= Admire, praise, appreciate, adore, honor,
সন্তুষ্ট= Satisfaction, pleasure, amusement, cheerfulness.
চিন্তা/উদ্বেগ= Worry, anxiety, concern, anguish, uncertainty,
শেষ= End, conclusion, termination, finish, close, edge,
সঠিক= Correct, perfect, appropriate, right, accurate, exact.
বিশেষ= Special, exceptional, exclusive, uncommon, extraordinary
গুরুত্বপূর্ণ= Important, significant, principal, momentous,
চেষ্টা/প্রচেষ্টা= Effort, struggle, attempt, intention, try
দ্রুত= Fast, quick, rapid, speedy, swift, brisk, fleet, active.
শান্ত= Calm, quite, cool, peaceful, tranquil, serene, mild
আবেগ= Emotion, sentiment, reaction, response, passion, feeling.
বিশস্ত= Faithful, devoted, loyal, trustworthy, reliable, trusty, true.
উপকারী= Beneficent, helpful, favourable, useful, beneficent.
ক্রয় করা= Buy, purchase, investment, acquisition, gain, deal.
বুদ্ধিমান= Intelligent, bright, smart, brilliant, creative, quick-witted.
ভদ্র, মার্জিত= Polite, well- mannered, modest, gentle, courteous.
হতাশ= Disappointed, upset, depressed, hopeless, let down.
অসাধারণ= Awesome, impressive, stunning, amazing, mind- blowing.
দুঃখিত= Sorry, sad, unhappy, sorrowful, downcast, penitent.
ধন্যবাদ= Thanks, gratitude, appreciation, gratefulness, thanksgiving.
আশাবাদী= Optimistic, hopeful, confident, promising, expectant.
খুশি /সন্তুষ্ট= Glad, pleased, happy, joyful, delighted, thrilled, merry.
ঘৃণা= Hate, loathing, detestation, dislike, distaste, antipathy.
যাওয়া = Go, proceed, move, recede, depart, fade, disappear, travel
মিথ্যা = False, fake, bogus, counterfeit, spurious, untrue
সামান্য = Little, tiny, small, diminutive, shrimp, runt, puny
বর্ণনা করা = Describe, represent, characterize, narrate, relate,
ধ্বংস = Destroy, ruin, demolish, raze, waste, slay, end
হাস্যকর = Funny, humorous, amusing, comic, comical, laughable
নতুন = New, current, recent, modern, unique, up-to-date, dewy
সব = all, full, whole, every, everyone, entire, total, complete
সর্বদা = always, constantly, ever, permanently, evermore, eternally
সুলভ = available, handy, convenient, common, attainable, obtainable,
সাধারণ = General, common, ordinary, usual, normal, simple, typical
বিশুদ্ধ = Pure, fresh, natural, Perfect, authentic, genuine
সক্রিয় = Active, effective, abuzz, operative, reactive, live, speedy
জয় = Win, victory, gain, success, conquest, , conquest, achievement
উপহার = Gift, grant, presentation, reward, offering, gratuity
তুলনা করা = comparison, compare, contrast, parallel, analogy, parallelism

Friday, December 14, 2018

parts of speech identification

আপনি ইংরজীতে ভালো হতে হলে parts of speech identification পারতে হবে।
Identification of parts of speech-----
☛Rule:1
কোন word এর শেষে ness, tion, ty, sure, sion, sion, er, or, ment, th, ance, ence, ism, age, ure, ief, hood, dom, ship, cy, sy, ar, ock, kin, let থাকলে সাধারণত Noun হয়...
☛Rule:2
Article, adjective, preposition, possessive এর পর একটি মাত্র word থাকলে সেটা Noun হয়...
I walked for a while... এখানে while noun কারণ article এর পর একটি মাত্র word , while....
☛Rule:3
বাক্যে No, many, much বা ব্যক্তিবাচক object থাকলে এর পরের word টি noun হয়।
It is no joke .. এখানে joke হলো noun
☛Rule:4
কিছু Verb আছে যেগুলো মূল verb এরপর object হিসেবে বসে nounএর কাজ করে
He wants help . এখানে help - noun
☛Rule:5
Article এবং preposition এর মধ্যকার wordটি Noun হয়।
This is the go of the world. এখানে go হলো Noun...
☛Rule:6
Parts of speech এর ৮টি ভাগের প্রতিটি noun হয়।
Noun, Adjective, Pronoun এই শব্দগুলো noun
☛Rule:7
কোনো Word এর শেষে ate , en, te, ise, ize, ify etc থাকলে সাধারণত verb হয়।
☛Rule:8
শব্দের পূর্বে Em, en, de, ইত্যাদি prefix যোগে verb গঠন করা যায়।
Able-- enable
☛Rule:9
কোনো Word এর শেষে full, ous, tive, able, ar, tory, enful, ible, ic, ed, less, ar, ary, ant, ent, al, some, y, ish, ian, ate ইত্যাদি থাকলে Adjective হয়।
☛Rule:10
সাধারণত Verb এর পর adverb বসে
He came late... late adverb
☛Rule:11
সাধারণত শব্দের শেষে ly থাকলে adverb হয়। কিন্তু কিছু কিছু noun (love, home, friend, brother, father, mother, sister etc) এর ক্ষেত্রে ly যুক্ত হলে সেগুলো adverb না হয়ে adjective হয়ে যায়।
Motherly affection raise in her.এখানে Motherly হলো adjective
☛Rule:12
কোনো কোনো Word ব্যবহারভেদে ভিন্ন ভিন্ন parts of specch হিসেবে গণ্য হয়।
Oil your own machine.. oil- verb
You should honors your betters.. betters- noun
massacre- Noun & verb.

Thursday, December 6, 2018

ideom and phrases

BCS লিখিত পরীক্ষায় আসা Phrase and Idioms একসাথে । একবার রিভিশন দিন ।
১। ABC-প্রাথমিক জ্ঞান [31st BCS Written]
২। All in-পরিশ্রান্ত[17th BCS Written]
৩। A round dozen-পূর্ণ ডজন বা ১২টি [14th BCS Written]
৪। An apple of discord-বিবাদের বিষয়[32nd BCS Written]
৫। As though-যেন[29th BCS Written]
৬। At a loss-হতবুদ্ধি[28th BCS Written]
৭। A castle in the air-আকাশকুমুস কল্পনা[11th BCS Written]
৮। A man of letters-পন্ডিত ব্যক্তি[32nd BCS Written]
৯। A man of straw-দুর্বলচিত্তের লোক[11th BCS Written]
১০। A square pig in a round whole-অনুপযুক্ত[18th BCS Written]
১১। After one’s own heart-মনের মতো[25th BCS Written]
১২। An axe to grind-সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ[24th BCS Written]
১৩। At arm’s length-নিরাপদ দূরত্ব[21st BCS Written]
১৪। Benefit of the doubt-সন্দেহাবসর[15th BCS Written]
১৫। Burning question-গুরুত্বপূর্ণ বিষয়[28th BCS Written]
১৬। By dint of-বদৌলতে[17th BCS Written]
১৭। By fits and starts-অনিয়মিতভাবে[22nd & 31st BCS Written]
১৮। Bring to pass-কোন কিছু ঘটা[27th BCS Written]
১৯। Bolt from the blue-বিনা মেঘে বজ্রপাত[29th BCS Written]
২০। Bottom line-সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়[15th BCS Written]
২১। Black and blue-নির্মমভাবে[ TEO -2015]
২২। Black sheep-কুলাঙ্গার[32nd BCS Written]
২৩। Cry in the wilderness-অরণ্যে রোদন[22nd BCS Written]
২৪। Call to mind-স্মরণ করা [33rd BCS]
২৫। Come to terms-ঐকমত্যে পৌছা[20th & 31st BCS Written]
২৬। Cast aside-বাতিল করা[24th BCS Written]
২৭। Draw the line-সীমারেখা নির্ধারণ করা[21st BCS Written]
২৮। Dilly dally-সময় অপচয়[20th BCS]
২৯। Dog days-সবচেয়ে গরমের দিন[14th BCS]
৩০। Day after day-দিনের পর দিন[32th BCS Written]
৩১। Down to earth-বাস্তবিক[ TEO -2015]
৩২। Eat humble pie-অপমান হজম করে ক্ষমা চাওয়া[18th BCS Written]
৩৩। End in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া[31st BCS Written]
৩৪। Few and far between-কদাচিত[31st BCS Written]
৩৫। Flesh and blood-রক্তমাংসের দেহ[21st BCS Written]
৩৬। For good-স্থায়ীভাবে[TEO-2015]
৩৭। Fool’s paradise-বোকার স্বর্গ[28th BCS Written]
৩৮। Fresh blood-নতুন সভ্য[29th BCS Written]
৩৯। Gift of the gab-বাগ্নিতা[27th BCS Written]
৪০। Get along-কারো সাথে সুসম্পর্ক থাকা[27th BCS Written]
৪১। Give in-বশ্যতা স্বীকার করা[13th BCS Written]
৪২। Half a chance-সামান্য সুযোগ[21st BCS Written]
৪৩। Hand in glove-ঘনিষ্ঠ[23rd BCS Written]
৪৪। Hold water-পরীক্ষায় টিকে থাকা[11th BCS]
৪৫। Heart and soul-সর্বান্তকরণে[32nd BCS Written]
৪৬। In cold blood-ঠান্ডা মাথায়[14th BCS & 15th BCS Written]
৪৭। In case-যদি[29th BCS Written]
৪৮। In addition to-অধিকন্তু[25th BCS Written]
৪৯। In order that-যাতে[25th BCS Written]
৫০। In black and white-লিখিতভাবে[11th BCS Written]
৫১। Kith and kin-আত্মীয় [সহকারী রাজস্ব কর্মকর্তা-২০১৫]
৫২। Look forward to-ভালো কিছু আশা করা[29th BCS Written]
৫৩। Let loose-বল্গাহীনভাবে ছেড়ে দেয়া[21st BCS Written]
৫৪। Make a case-যুক্তি দেখানো[21st BCS Written]
৫৫। Make hay while the sun shines-ঝোপ বুঝে কোপ মারা[24th BCS Written]
৫৬। Maiden speech-প্রথম বক্তৃতা[23rd, 26th, 34th BCS Written]
৫৭। Make up one’s mind-মনস্থির করা[29th BCS Written]
৫৮। Make good-ক্ষতিপূরণ করা[24th BCS Written]
৫৯। Null and void-বাতিল[32nd BCS Written]
৬০। Out of the question-অসম্ভব[15th BCS Written]
৬১। Out and out-সম্পূর্ণরুপে[11th, 26th BCS Written]
৬২। Open secret-যে গোপন সর্বজন বিদিত[28th BCS Written]
৬৩। Pick a quarrel with-ঝগড়া বাধানো[24th BCS Written]
৬৪। Pros and cons-খুটিনাটি[31st BCS Written]
৬৫। Put heads together-একমত হওয়া; একত্রে বসে পরামর্শ করা[24th BCS Written]
৬৬। Pass away-মারা যাওয়া[33rd BCS]
৬৭। Put up with-সহ্য করা[15th, 31st, 33rd BCS Written]
৬৮। Raise one’s eyebrow-চোখ কপালে ওঠা, বিস্মিত হওয়া[32nd BCS]
৬৯। Red handed-হাতে নাতে[28th BCS Written]
৭০। Rank and file-সাধারণ সৈনিক[22nd BCS Written]
৭১। Spare no pains-যথাসাধ্য সব কিছু করা[24th BCS Written]
৭২। Swan song-শেষ কর্ম[23rd BCS]
৭৩। Soft soap-তোষামোদ করা[14th BCS]
৭৪। Sorry figure-কৃতিত্ব দেখাতে না পারা[27th BCS Written]
৭৫। Tell upon-ক্ষতি করা[25th BCS Written]
৭৬। Three score-ষাট[16th BCS]
৭৭। Through and through-সম্যকভাবে[17th BCS Written]
৭৮। To smell a rat-সন্দেহ করা[21st BCS Written]
৭৯। Take a fancy ভালো লাগা[27th BCS Written]
৮০। Take into account-বিবেচনা করা[33rd BCS]
৮১। Through thick and thin-বিপদে আপদে সব অবস্থাতেই[27th BCS]
৮২। To do away with-ত্যাগ করা[36th BCS]
৮৩। Turn over a new leaf-নতুন অধ্যায়ের সূচনা করা[14th BCS]
৮৪। To end in smoke-ব্যর্থতায় পর্যবসিত হওয়া[31st BCS]
৮৫। To get along with-কারো সাথে সুসম্পর্ক থাকা[28th BCS]
৮৬। To meet trouble half way-হতবুদ্ধি হওয়া[14th BCS]
৮৭। Up and doing-উঠে পড়ে লাগা[20th BCS Written]
৮৮। With a good grace-সানন্দে[17th BCS Written]
৮৯। With a view to-উদ্দেশ্যে[13th BCS Written]
৯০। Worth one’s while-যথার্থ মূল্য দেয়া[20th BCS Written]
৯১। White elephant-কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক[10th, 26th BCS

Sunday, November 25, 2018

ডেল কার্নেগীর ২৫ টি উক্তি

“ডেল কার্নেগীর স্মরণীয় ২৫টি উক্তি”
.
(১) যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।
.
(২) মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।
.
(৩) যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।
.
(৪) মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয়।
.
(৫) মনে রাখবেন আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল। যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয়।
.
(৬) আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভাল ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোন ষাঁড় আপনাকে তাড়া করবে না?"
.
(৭) অস্পষ্টতায় ভরা দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার।
.
(৮) কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোনো ধারণা না থাকার অর্থ আপনি অন্ধকারের যাত্রী কোনো অন্ধের মত।
.
(৯) মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো।
.
(১০) মানুষ যখন রাগান্বিত অবস্থায়, তখন তাকে কোনভাবে বিরক্ত করা উচিত নয়। কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।
.
(১১) পৃথিবীতে ভালবাসার একটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া।
.
(১২) মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করা প্রশংসা। মরা কুকুরকে কেউ লাথি মারে না।
.
(১৩) দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকা।
.
(১৪) আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি কোনোভাবেই সফল হইনি, অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো।
.
(১৫) অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।
.
(১৬) আমরা যখন আমাদের কর্তব্য - কর্মে অবহেলা দেখাই, কোন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহণ করি না, তখনই অকৃতকার্যতা আসে।
.
(১৭) ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে, অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট।
.
(১৮) সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা। আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া।
.
(১৯) দাম্পত্য জীবনে সুখি হতে চাও? তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না আর ঘ্যানর ঘ্যানর করবে না।
.
(২০) একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়।
.
(২১) যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন, তারা নিজেরাও তারই সঙ্গে সুখী হন। তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ।
.
(২২) মনে রাখা প্রয়োজন যে, একজন হতাশাগ্রস্থ মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুন বেশি কর্মক্ষম।
.
(২৩) যে অবস্থায়ই পড়ুন না কেন- অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়।
.
(২৪) সব সময়-ই অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন।
.
(২৫) যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করেছেন।

Love what it is?

প্রেম আসলে কি ? একটা গল্প বলি , সেই পাকিস্তান আমলের কথা । মার্চ মাসে ,লাহোর থেকে করাচি একটি ট্রেন যাচ্ছিল । একেতো গরম অত্যাধিক তারউপর গাদাগাদি করে ট্রেন ভর্তি মানুষ দিয়ে । এরমাঝে একটি টিনেজ ছেলে এবং একটি টিনেজ মেয়ে  একটু তফাতে কাছাকাছি দাড়িয়ে ছিল । যদিও কেউ কাউকে চেনে না ,জানে না , কখনো কথা হয়নি , কথা বলার পরিবেশও নয় । প্রচন্ড গরম ও ভীড়ের মাঝেও ছেলেমেয়েদুটি ঘন্টার পর ঘন্টা ধরে শুধু একে অপরের দিকে পলকহীনভাবে চেয়ে আছে । চারপাশের গরম বা জন সমুদ্র সবকিছু যেন বেমালুম ভুলে গেছে তারা । শুধু পলকহীনভাবে চেয়ে আছে ছেলেমেয়েদুটি । এটি একটি অসাধারন সত্যিকার ভালবাসার গল্প । ভালবাসার এরকম আরেক উদাহরন পাওয়া যায় বিখ্যাত লেখক ,ও'হেনরির জিম এবং ডেলার গল্পে । বড়দিন উপলক্ষে জিম তার পৈত্রিকসূত্রে পাওয়া ,সোনার  ঘড়িটি বেচে দেয় ,প্রিয়তমার চুলের ক্লিপ কেনার জন্য । আর জিমের প্রেমিক ডেলা তার চুল বেচে দেয় ,প্রেমিকের ঘড়িটির একটি চেন কেনার জন্য । THE GIFT OF THE MAGI নামে,1906সালে গল্পটি প্রকাশিত হয় । Annex , ভালবাসা ব্যাপারটা আসলে খুবই রহস্যপূর্ন এবং ব্যাখ্যাতীত । হেলেন ,প্যারিসকে ভালবেসে ট্রয়ে চলে যায় যদিও ট্রয় ধ্বংস হয়ে যায় । একটু বেশি মূল্য দিতে হল প্যারিসের ভালবাসার । সম্রাট শাহাজাহান ,নূরজাহানের প্রেমে গড়লেন তাজমহল যার দাম দিল পরবর্তিতে মুঘল সাম্রাজ্যের পতনের মধ্যে দিয়ে । বৃটিশ রাজা অস্টম জর্জ ভালবাসার জন্য সিংহাসন ছেড়ে দেন । হিটলারও টিনেজ বয়সে এক ইহুদি মেয়েকে ভালবেসেছিলেন আর সেই হিটলার কি করলেন পরবর্তীতে । পাদটিকা , ভালবাসা আল্লাহ প্রদত্ত একটি মানুষের  মনের এমন একটি সুন্দর অবস্হা যা পাওয়ার জন্য ঐ মানুষ আর সব মানুষের প্রতি অন্ধ হয়ে ওঠে ।  ধর্মেও ভালবাসা ব্যাপারকে রহস্যপূর্ন করে রাখা হয়েছে । মানুষকে ভালবাসাযাবে তবে তা সমাজ সিকৃত হতে হবে । একজন মানুষকে কতটুকু ভালাবাসা যায় বা যাবে ? যতটুকু নিজেকে ভালবাসা যায় । নিজের চেয়ে বেশি ভালবাসা একমাত্র আল্লাহর  ও তার রাসূলের জন্য ।  আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন ইউসুফ নবীকে এবং  তিনি ছিলে পূথিবীর সবচেযে সুন্দর মানুষ । একজন নবীকে নিয়ে একটি পূর্নাঙ্গ সূরাও নাযিল হয় ,সূরা ইউসুফ । এই সূরার মাধ্যম্যে আল্লাহ দেখিয়েছেন ভালবাসা ,ব্যাপারটা কতদূর পর্যন্ত গড়ানো যাবে বা এটি কখন নিয়ন্ত্রন করতে হবে । Ple read , সূরা ইউসুফ । যত গল্প আছে ভালবাসা নিয়ে এটিই তারমধ্যে শ্রেষ্ঠ গল্প । একটি ভালবাসার গল্প ।

Saturday, November 24, 2018

Letter and email model

"""" এসএসসি /এইচএসসি পরীক্ষার্থীদের জন্য Letter এবং Email .....!! (Model---3 and End)

______Faruk Hossain Ovi___________
___

®®জায়গা পরিদর্শন হলে
যেমন:
1. Visiting book fair/trade fair/computer fair/
science fair/any fair
2. Visiting national memorial
3. Visiting baishakhi mela
4. Visiting zoo.
5. Visiting Cox's bazaar.
6. Historical place/ shat gambuj mosque
I went to — জায়গার নাম -----------with my
friends. Actually, -----জায়গার নাম always
attracts me. I always want to visit it. It is a nice
place. I saw many things there. I saw different
kinds of people there. There was crowd. I also
shared my views and ideas with others. The
environment was very favorable. I moved here
and there and tried to enjoy. After walking of long
time I took rest for a while. I took some snacks. I
saw ---------------- ---যা দেখছ তা নিয়ে
কিছু বাক্য .Nothing shocked me. The recent
visit charmed me very much.
®®কিছু করার উপদেশ হলে যেমন:
1. Early rising
2. Reading newspaper
3. Punctuality
4. Physical exercise
5. Morning walk
6. Attention to study
7. Having computer training
8. Learning English
As far as I have known, you are not aware of —-
(name). Do you know ------(Name) is very useful
for all? It is a very important thing in our life. The
importance of ———(Name)-cannot be described
in words. It helps us in many ways. It will be an
unwise act not to give importance on it.
Everybody should know the importance of
Besides; it is an essential medicine for our
life.---------(Name)makes our life happy and
fruitful. Only by being conscious of it, one can
easily be the beneficiary of---- -----(Name).
Besides, you should think about it deeply. You
should take it as habit.
®®কোন কিছু না করা হলে®
যেমন:
1. Smoking
2. Drug addiction
3. Student politics
4. Evil /bad company
5. Eve-leasing
As far as 1 have known, you are not aware of
-----(name). There are many bad effects of
(name). The effects are too difficult to describe in
a word. It causes serious harm to us. It is the
store of another problem. It causes ---(name)
(Name)problem, ----(name)problem, ----
(name)problem etc. It results in -----(name)_
problem it will destroy your life. As a result, you
cannot lead a peaceful life. It will take away your
sound sleep. I am anxious about it. I hope you
will keep yourself away from it.
®®কাওকে দাওয়াত করতে হলে ®®®
যেমন:
1. Marriage ceremony of.....
2. Birth day party of…
3. A picnic/A Study Tour
A --------------(name)is going to be arranged
next Sunday. You will be glad to know that all my
friends will attend it. So, I am inviting you to the
-- -----------. If you join, I will be very glad and
enjoy the --------very well.I am waiting for you.
®®®কাউকে অভিনন্দন জানাতে®® যেমন:
1. Hospitality
2. Birthday gift.
3. Brilliant success
I congratulate you heartily on your -------
(name).Really it is a matter of great satisfaction
to me. My joy knows no bounds. I will never
forget it. It will remain ever fresh in my heart. I
was highly charmed at this. It will be a great
pleasure for me if you visit me shortly.
Congratulation to you once again.
®®কোন দিবস উদযাপন নিয়ে®®
1.Prize Giving Ceremony
2.College Functional Arrangement..
Profound( Name) the early morning, the teachers
and the students took out a procession under the
guidance of the principal to' celebrate this day.
After that the students arranged a cultural
function at the college auditorium. Many students
performed patriotic and traditional songs and
danced with traditional instruments. The school /
college campus was decorated colorfully. There
was a discussion meeting. The principal presided
over the function. Man guests were invited. The
speakers spoke on the topics. They also spoke
about the history and the importance of the day
——.A drama was also staged on the importance
of the day .At last, at 3 p.m. the principal
declared the end of the function by thanking all.

Tuesday, November 20, 2018

যে ১০ টি মুভি দেখা উচিত তরুনদের

যে ১০টি মুভি অবশ্যই দেখা উচিত তরুন উদ্যোক্তাদের!!
উদ্যোক্তা হওয়া মোটেই সহজ কাজ নয়। আর এ কাজে সফল হতে হলে কি পরিমাণ বাধা বিপত্তি পার হতে হয় তা একজন উদ্যোক্তা মাত্রই বুঝেন। প্রতি দিন প্রতি মুহূর্তে হাজারো বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু তাই বলে পিছিয়ে যাবেন? পিছিয়ে যাওয়া হয়তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব, কিন্তু আপনি একজন উদ্যোক্তা। অবশ্যই আপনাকে সামনে এগুতে হবে।
কিন্তু কি করবেন যখন সব কিছু কঠিন এবং বিরক্তিকর লাগবে? হাপিয়ে উঠবেন প্রতিদিনকার মানসিক এবং শারীরিক চাপে? সব কিছু বাদ দিয়ে বসে পড়ুন মুভি দেখতে। একটা ভাল মুভি আপনাকে অনেক বেশি সাহায্য করবে মানসিক চাপ থেকে মুক্তি পেতে এবং নতুন উদ্যোমে কাজ শুরু করতে।
১. The Social Network:
২০১০ সালে এই মুভিটি মুক্তি পাওয়ার সাথে সাথে হয়ে ওঠে ব্লকবাস্টার। সবাই হুমড়ি খেয়ে পরে The Social Network দেখার জন্য। কারণ এই মুভি তৈরি করা হয়েছে ফেসবুকের সৃষ্টি এবং এর অন্যতম নির্মাতা মার্ক যাকারবার্গ এর কাহিনী অবলম্বনে। মুভিটিতে দেখানো হয়েছে কি করে হাভার্ড ইউনিভার্সিটির বাস্তবজীবনে আপাতদৃষ্টিতে পিছিয়ে পড়া একজন ছাত্র বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশাল মিডিয়া ওয়েবসাইট ফেসবুকের আইডিয়া নিয়ে কাজ করছেন এবং সৃষ্টি করেছেন। মুভিটি দেখলে আপনি অনুধাবন করতে পারবেন, কি ভাবে ছোট এবং প্রায় সকলে দৃষ্টিতে মূল্যহীন কোন আইডিয়াকেও একটি সফল উদ্যোগে পরিণত করা যায় শুধুমাত্র আত্মবিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে।
২. Glengarry Glen Ross:
ব্যবসা জগতটা অবশ্যই সহজ কোন ব্যাপার নয়। অনেকেই নিষ্ঠুর হতে হয় সফল হবার চেষ্টায়। এমনকি একজন সেলসম্যানের জন্যেও অনেক সময় কঠিন হয়ে পড়ে টিকে থাকাটা। Glengarry Glen Rossমুভিটি আপনাকে বুঝতে সাহায্য করবে কতটা কঠিন পরিস্থিতিতে আপনাকে পড়তে হতে পারে। ১৯৯২ সালে নির্মিত এই মুভিতে দেখানো হয়েছে ৪ জন রিয়েল-এস্টেট সেলসম্যানের বেপরোয়া ভাবে কাটানো দুই দিনের ঘটনা, যখন তাদের কর্পোরেট অফিস থেকে ট্রেইনার পাঠিয়ে তাদেরকে জানানো হয়, ১ সপ্তাহের ভেতর সেরা দুজন সেলসম্যান ছাড়া বাকিদের বরখাস্ত করা হবে।
৩. Pirates of Silicon Valley:
বিশ্ব বিখ্যাত দুই টেক জায়ান্ট Apple এবং Microsoft এর প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং বিল গেটস এর উত্থান এর কাহিনী নিয়ে বানানো মুভিটি অবশ্যই আপনাকে অনুপ্রানীত করবে। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই ডকুমেন্টরি স্টাইল মুভিটি তৈরি করা হয়েছে স্টিভ জবস এবং বিল গেটসের দৈনন্দিন জীবনের কাজ এবং ধীরে ধীরে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার গল্পকে ভিত্তি করে। যদি ভাবেন আপনার কিছুই নেই শুরু করবার মতন, অথবা আপনার আইডিয়া কোন কাজেই আসবে না তাহলে অবশ্যই মুভিটি দেখে নিতে পারেন।
৪. The Pursuit of Happyness:
২০০৬ এ মুক্তি পাওয়া বিখ্যাত অভিনেতা উইল স্মিথ কর্তৃক অভিনীত এই মুভিটি নির্মিত হয়েছে সত্য ঘটনাকে কেন্দ্র করে। এখানে দেখানো হয়েছে, উইল স্মিথ একটি পোর্টেবল এক্সরে মেশিন তৈরি করেন এবং তা বিক্রির চেষ্টা করেন। যন্ত্রটি বিক্রিও হয়, কিন্তু খুব ধীরে। এই মাঝখানের সময়টা আর্থিক অসচ্ছ্বলতায় কাটাতে হয় তাকে। মুভিটি আপনাকে বোঝাবে, গৃহহীন এবং একমাত্র সন্তানের চাহিদা মেটানোর জন্য মরিয়া এই উদ্যোক্তা হাল না ছেড়ে কিভাবে নিজের অধ্যাবসায় আর ধৈর্যের সাহায্যে সাফল্য লাভ করেছেন। এমনকি আপনি যদি একজন উদ্যোক্তা নাও হয়ে থাকেন, তারপরেও মুভিটি দেখে নিতে পারেন।
৫. Moneyball:
বিখ্যাত অভিনেতা ব্র্যাড পিট এই মুভিতে অভিনয় করেছেন একটি বেসবল টিমের জেনারেল ম্যানেজার হিসেবে। তাদের উপযুক্ত ফান্ড ছিলো না টিমের খেলোয়ারদের পিছনে খরচ করার। তাই ব্র্যাড পিটকে বিকল্প উপায় খুজে নিতে হয় টিমকে টিকিয়ে রাখার জন্য। মুভিটি আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে কোন কিছুর স্বল্পতা থাকার পরেও অন্য উপায় বানিয়ে নিতে হয় সফল হবার জন্য এবং ব্যবসা সংক্রান্ত পৃথিবীটা কিন্তু চলে এইভাবেই।
৬. Rocky:
সিলভেস্টার স্ট্যালনের লেখা এবং অভিনীত Rocky মুভিটি মুক্তি পায় ১৯৭৬ সালে। মুভিটির থিম ছিলো একজন বক্সার যিনি দেনার দায়ে প্রায় ডুবে আছেন। কিভাবে হাল না ছেড়ে শুধু মাত্র প্রচন্ড ইচ্চাশক্তি এবং আত্মবিশ্বাসের মাধ্যেমে পরিণত হন একজন সফল বক্সারে। মুভিটি আপনাকে এই মেসেজটি দিবে, যদিও সারা দুনিয়া আপনাকে বুঝায়, যে আপনি সফল হতে পারবেন না, আপনার কোন আশাই নেই, তবু হাল ছাড়বেন না। আপনাকে লড়াই করতে হবে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ।
৭. Wall Street:
১৯৮৭ সালে মুক্তি পাওয়া এই মুভিতে দেখানো হয় একজন স্টকব্রোকার কিভাবে সাফল্য লাভের জন্য বেপরোয়া হয়ে উঠে। উপরে উঠার আর ধনী হবার আশায় সে নিজ প্রতিষ্ঠানের গোপনীয় তথ্যও প্রকাশ করে দেয় অন্যদের কাছে। কেন দেখবেন এ মুভিটি? কারণ আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, একজন উদ্যোক্তার একমাত্র উদ্দেশ্য অর্থ উপার্জন না। শুধু মাত্র ধনী হবার আশায় নিজের চরিত্রকে বিক্রি করে দেয়া কোন ভাবেই উচিত নয়।
৮. Jerry Maguire:
এই মুভিতে Jerry Maguire একজন ৩৫ বছর বয়সী স্পোর্টস এজেন্ট যার অসংখ্য বন্ধু, দারুণ ক্যারিয়ার এবং সুন্দরী স্ত্রী সবই আছে। কিন্তু তাকে হারাতে হয় সব কিছু। একসময় সে বুঝতে পারে, শুধুমাত্র টাকার পেছনে ছোটাটাই সব নয়, বরং ক্লায়েন্টকে সন্তুষ্ট করাটাও জরুরী। আপনাকে যা জানাবে এই মুভিটি, যে আপনার সব কিছুই থাকতে পারে এবং তা চলেও যেতে পারে আপনার কাছ থেকে। কিন্তু আপনাকে অবশ্যই নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। শুধু মাত্র টাকাই সব নয়, যাদের সাথে আপনি কাজ করছেন, যাদের নিয়ে আপনি কাজ করছেন তাদের দিকেও আপনাকে সমান দৃষ্টি রাখতে হবে।
৯.Office Space:
১৯৯৯ সালে মুক্তি পাওয়া মুভিটি এমন অনেকের মনের কথাই প্রকাশ করে যারা কারো অধীনে কাজ করতে চান না। এখানে দেখানো হয়ছে অভিনেতা কতটা বিরক্ত আর হতাশ হয়ে পড়ছেন একটা নির্দিষ্ট কিউবিকলে দিনের পর দিন কাজ করতে, আর বসের আদেশ পালন করতে করতে। যারা চান নিজ উদ্যোগে কিছু শুরু করার কিন্তু সাহস পাচ্ছেন না, এই মুভিটি তাদের প্রেরণা যোগাতে পারে। কারো অধীনে কাজ করার চেয়ে নিজেই শুরু করুন। মনে রাখবেন, যদি আপনার আপনার স্বপ্ন পূরনের জন্য কাজ শুরু না করেন, তবে অন্য কেউ আপনাকে ঠিকই কাজে লাগাবে তার নিজের স্বপ্ন পূরনের জন্য।
১০. Citizen Kane:
একজন সফল নিউজপেপার টাইকুনের কাহিনী অবলম্বনে বানানো এই মুভিটি আপনাকে বুঝাবে, যে একজন ব্যবসায়ে সাফল্য অর্জন যদিও একজন উদ্যোক্তার মূল উদ্দেশ্য, কিন্তু এটাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না।
মুভিগুলো দেখার পর অনুধাবন করতে পারবেন, যে একজন উদ্যোক্তা হওয়া মানে শুধুই নতুন কোন ব্যবসা শুরু করা নয়। এর সাথে জড়িয়ে থাকে আরো অনেক কিছু। আপনার চারপাশের মানুষের দিকে খেয়াল রাখা, যাদের সাথে যাদের নিয়ে কাজ করছেন তাদের দিকে লক্ষ্য রাখা, নিজ চরিত্র ঠিক রাখা, ধৈর্য আর সাহসের পরীক্ষা দেয়া ইত্যাদি হাজারটা কাজ নিয়েই তৈরি হয় একজন সফল উদ্যোক্তা। আপনি জানবেন, যে আপাতদৃষ্টিতে সামান্য বা তুচ্ছ কোন আইডিয়াও আপনাকে শীর্ষে নিয়ে যেতে পারে সাফল্যের যদি আপনি লেগে থাকতে পারেন।

Friday, November 16, 2018

abbreviation

::জেনে রাখা ভাল:::
১। GPA - এর পূর্ণরূপ—Grade point Average
২। J.S.C - এর পূর্ণরূপ — Junior School Certificate.
৩। J.D.C - এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
৪। S.S.C - এর পূর্ণরূপ — Secondary School Certificate.
৫। H.S.C - এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
৬। A.M - এর পূর্ণরূপ — Ante meridian.
৭। P.M - এর পূর্ণরূপ — Post meridian.
৮। B. A - এর পূর্ণরূপ — Bachelor of Arts.
৯। B.B.S - এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
১০। B.S.S - এর পূর্ণরূপ — Bachelor of Social Science.
১১। B.B.A - এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A - এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১৩। B.C.S - এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
১৪ । M.A. - এর পূর্ণরূপ — Master of Arts.
১৫। B.Sc. - এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. - এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. - এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M.B.B.S. - এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
২০। M.D. - এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.
২১। M.S. - এর পূর্ণরূপ — Master of Surgery.
২২। Ph.D./ D.Phil. - এর পূর্ণরূপ — Doctor of
Philosophy (Arts & Science)
২৩। D.Litt./Lit. - এর পূর্ণরূপ — Doctor of
Literature/ Doctor of Letters.
২৪। D.Sc. - এর পূর্ণরূপ — Doctor of Science.
২৫। B.C.O.M - এর পূর্ণরূপ — Bachelor of
Commerce.
২৬। M.C.O.M - এর পূর্ণরূপ — Master of
Commerce.
২৭। B.ed - এর পূর্ণরূপ — Bachelor of education.
২৮। Dr. - এর পূর্ণরূপ — Doctor.
২৯। Mr. - এর পূর্ণরূপ — Mister.
৩০। Mrs. - এর পূর্ণরূপ — Mistress.
৩১। M.P. - এর পূর্ণরূপ — Member of Parliament.
৩২। M.L.A. - এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
৩৩। M.L.C - এর পূর্ণরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. - এর পূর্ণরূপ — Prime Minister.
৩৫। V.P - এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.
৩৯। S.P- এর পূর্ণরূপ — Superintendent of police

Wednesday, November 14, 2018

Hamlet drama shortcut

"""""হ্যামলেট"" শেক্সপিয়ারের সবচেয়ে দীর্ঘ
ট্র্যাজেডি নাটক..! রচনাকাল ১৬০২
খ্রীস্টাব্দ। নাটকের কাহিনীতে
ডেনমার্কের যুবরাজ হ্যামলেট তার পিতার
হত্যার প্রতিশোধ নিতে সচেষ্ট হয়। সে তার
মৃত পিতার আত্মার কাছে জানতে পারে,
তার চাচা ক্লডিয়াসই হত্যাকারী।
ক্লডিয়াস ভাইকে হত্যা করে ডেনমার্কের
সিংহাসনে আরোহণ করে এবং
ভ্রাতাপত্নী (হ্যামলেটের মা) রানি
গারট্রুডকে বিয়ে করে। যুবরাজ হ্যামলেট
খুবই অসন্তুষ্ট হয়, ক্ষুব্ধ হয়; কিন্তু
ক্লডিয়াসের অপরাধ সম্পর্কে নিশ্চিত না
হয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে
না। অবশেষে কৌশলে একটি নাটকের
মঞ্চায়ন করে হ্যামলেট, যাতে দেখানো
হয়-কোনো এক রাজার ভাই রাজাকে হত্যা
করে সিংহাসন দখল করে এবং রানিকে
বিয়ে করে। নাটক দেখে ক্লডিয়াসের মনে
বিরূপ প্রতিক্রিয়া হয়। নাটকে দেখানো
অপরাধ ও কৃতকর্ম একই ধরনের হওয়ায়
রাগান্বিত হয়ে সে নাটকের স্থান ত্যাগ
করে। হ্যামলেট নিশ্চিত হয়, ক্লডিয়াসই
প্রকৃত অপরাধী। আর ক্লডিয়াস হ্যামলেটের
মতিগতি ভালো নয় দেখে তাকে ইংল্যান্ড
পাঠিয়ে দিতে চায়। এভাবেই নাটকের
কাহিনী এগিয়ে যায়। নানা প্রতিকূলতা
সত্ত্বেও হ্যামলেট পিতৃহত্যার প্রতিশোধ
নিতে সমর্থ হয়; কিন্তু নিজেও মৃত্যুমুখে
পতিত হয়।
এই নাটকের বিখ্যাত কিছু উক্তি :-
1. " There is nothing about good or bad, but
thinking makes it so,"
2. "To be or not to be : that is the question."
3. "There are many things in Haven and Earth,
Horatio, than are dreamt of in your philosophy "
4. "Brevity is the soul of wit "
5. "Listen to many, speak to a few"
6." Frailty, thy name is woman"
যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার
জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস্। Hamlet
শব্দের অর্থ "ছোট গ্রাম"।