Sunday, November 25, 2018

Love what it is?

প্রেম আসলে কি ? একটা গল্প বলি , সেই পাকিস্তান আমলের কথা । মার্চ মাসে ,লাহোর থেকে করাচি একটি ট্রেন যাচ্ছিল । একেতো গরম অত্যাধিক তারউপর গাদাগাদি করে ট্রেন ভর্তি মানুষ দিয়ে । এরমাঝে একটি টিনেজ ছেলে এবং একটি টিনেজ মেয়ে  একটু তফাতে কাছাকাছি দাড়িয়ে ছিল । যদিও কেউ কাউকে চেনে না ,জানে না , কখনো কথা হয়নি , কথা বলার পরিবেশও নয় । প্রচন্ড গরম ও ভীড়ের মাঝেও ছেলেমেয়েদুটি ঘন্টার পর ঘন্টা ধরে শুধু একে অপরের দিকে পলকহীনভাবে চেয়ে আছে । চারপাশের গরম বা জন সমুদ্র সবকিছু যেন বেমালুম ভুলে গেছে তারা । শুধু পলকহীনভাবে চেয়ে আছে ছেলেমেয়েদুটি । এটি একটি অসাধারন সত্যিকার ভালবাসার গল্প । ভালবাসার এরকম আরেক উদাহরন পাওয়া যায় বিখ্যাত লেখক ,ও'হেনরির জিম এবং ডেলার গল্পে । বড়দিন উপলক্ষে জিম তার পৈত্রিকসূত্রে পাওয়া ,সোনার  ঘড়িটি বেচে দেয় ,প্রিয়তমার চুলের ক্লিপ কেনার জন্য । আর জিমের প্রেমিক ডেলা তার চুল বেচে দেয় ,প্রেমিকের ঘড়িটির একটি চেন কেনার জন্য । THE GIFT OF THE MAGI নামে,1906সালে গল্পটি প্রকাশিত হয় । Annex , ভালবাসা ব্যাপারটা আসলে খুবই রহস্যপূর্ন এবং ব্যাখ্যাতীত । হেলেন ,প্যারিসকে ভালবেসে ট্রয়ে চলে যায় যদিও ট্রয় ধ্বংস হয়ে যায় । একটু বেশি মূল্য দিতে হল প্যারিসের ভালবাসার । সম্রাট শাহাজাহান ,নূরজাহানের প্রেমে গড়লেন তাজমহল যার দাম দিল পরবর্তিতে মুঘল সাম্রাজ্যের পতনের মধ্যে দিয়ে । বৃটিশ রাজা অস্টম জর্জ ভালবাসার জন্য সিংহাসন ছেড়ে দেন । হিটলারও টিনেজ বয়সে এক ইহুদি মেয়েকে ভালবেসেছিলেন আর সেই হিটলার কি করলেন পরবর্তীতে । পাদটিকা , ভালবাসা আল্লাহ প্রদত্ত একটি মানুষের  মনের এমন একটি সুন্দর অবস্হা যা পাওয়ার জন্য ঐ মানুষ আর সব মানুষের প্রতি অন্ধ হয়ে ওঠে ।  ধর্মেও ভালবাসা ব্যাপারকে রহস্যপূর্ন করে রাখা হয়েছে । মানুষকে ভালবাসাযাবে তবে তা সমাজ সিকৃত হতে হবে । একজন মানুষকে কতটুকু ভালাবাসা যায় বা যাবে ? যতটুকু নিজেকে ভালবাসা যায় । নিজের চেয়ে বেশি ভালবাসা একমাত্র আল্লাহর  ও তার রাসূলের জন্য ।  আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন ইউসুফ নবীকে এবং  তিনি ছিলে পূথিবীর সবচেযে সুন্দর মানুষ । একজন নবীকে নিয়ে একটি পূর্নাঙ্গ সূরাও নাযিল হয় ,সূরা ইউসুফ । এই সূরার মাধ্যম্যে আল্লাহ দেখিয়েছেন ভালবাসা ,ব্যাপারটা কতদূর পর্যন্ত গড়ানো যাবে বা এটি কখন নিয়ন্ত্রন করতে হবে । Ple read , সূরা ইউসুফ । যত গল্প আছে ভালবাসা নিয়ে এটিই তারমধ্যে শ্রেষ্ঠ গল্প । একটি ভালবাসার গল্প ।

No comments:

Post a Comment