Monday, April 29, 2019

বাংলাদেশ ইনফো

সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় –
১৯০৯মার্কিন ডলার
২। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার –
৮.১৩%
৩। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হয়েছে?
১১মে, ২০১৮
৪। বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ?
১৬ মার্চ ,২০১৮।
৫। ডাক বিভাগের অার্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ?
=ডাকটাকা।
৬।দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় ?
=কক্সবাজারে।
7)বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি?
#উঃ- জয়েন্ট রেসপন্স প্ল্যান।
৮.শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
=লেবুখালী, পটুয়াখালী
৯।পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রথম হিন্দু দলিত নারী সিনেটর –
=কৃষ্ণা কুমারি কোহলি
১০। পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে?
= ডঃ মুবারক আহমদ খান।।।
11)সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ই-ডেটাবেজ তৈরির জন্য কী নামে পরিচয়পত্র প্রদান করা হবে?
#উঃ- ইউনিক স্মার্টকার্ড
১২। দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ?
= ময়মনসিংহ
১৩। বাংলা সন কত?
= ১৪২৫
১৪। দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কত ?
5.68%
১৫। মুন্সি গন্জে ২ মার্চ উন্মোচন করা ”পতাকা ৭১” ভাস্কর্যটির ভাস্কর কে?
= রুপম রায়।
১৬।দেশের প্রথম নারী প্রোগ্রামার কে ?
= শাহেদা মুস্তাফিজ
১৭।জাতীয় ভোটার দিবস কবে ?
=১ মার্চ
১৮।মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?
=ইব্রাহিম মোঃ সোলিহ
১৯।পূর্ব গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায় ?
= সিরিয়া।
20) বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্ণরের নাম কী?
#উঃ- আহমেদ জামাল
২১। কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?
= ৫৩ ( নতুন গাম্বিয়া )
২২।সম্প্রতি মঙ্গল গ্রহে পৌছা‌নো ”মঙ্গলযান” প্রেরনকারী দেশের নাম কী ?
=ভারত
২৩।বিশ্ব অটিজম দিবস কবে ?
=২রা এপ্রিল
২৪।স্বাধীনতা পদক কত জনকে দেওয়া হয়?
= ১৮
২৫।বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?
=ওষুধ
২৬.কাঁকন বিবি কখন মৃত্যু বরণ করেন?
=২১ মার্চ ২০১৮।
২৭।কাঁকন বিবি কে কোন সালে “বীর প্রতীক” উপাধি দেয়া হয়?
উঃ১৯৯৬।।
২৮।কাঁকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন?
উঃখাঁসিয়া।
২৯।৯১ তম আস্কারে সেরা অভিনেএীর পুরষ্কার কে পান?
উঃ অলিভিয়া কোলম্যান
30। স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে?
#১৪মার্চ, ২০১৮। (৭৬ বছর)
31। নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত?
#US Bangla Airline, মডেলঃ- ড্যাশ ৮- কিউ-৪০০(কোড নাম্বারঃ-এস-২ এজিইউ), ফ্লাইট নাম্বার-২১১
32। সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কি?
#নেপাল
33। সুখি দেশের তালিকায় বাংলাদেশ কততম?
# ১২৫ তম ( পূর্বে ছিল ১১৫)
34। দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কী?
#সিরিল রামাফোসা
35। ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?
# ১৩ জন ও একটি প্রতিষ্ঠান
36। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
#সোমালিয়া
37। আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়?
# ইংল্যান্ড
38। স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন?
#Motor Neurone
39। বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?
#সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।
40। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন?
#রাশিদ খান (আফগানিস্তান)
41। প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন অলিম্পিক আয়োজন করবে?
#বেজিং
42। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কোন জিনিসকে ব্যান করলেন?
#bumb-stock devices
43। সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো?
#সৌদি আরব
44। চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে
#১৯ফেব্রুয়ারি (২০১৮)
45। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ –
#নিউজিল্যান্ড
46। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
#সুসান কাইফেল
47। দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা
#২.৬ ডিগ্রী,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
48। বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?
#ওষুধ
49। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?
#ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি।
50। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?
#জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।
51। বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
#ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
52। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি?
#South Sdanese Pound(SSP)।
53। বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা :
#১৮০টি।
54। বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ,এটি চীনের তৈরি। তার নাম কি?
#AG600
55। 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
#বেজিং, চীন
56। বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?
#৪জন
57। মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
#কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।
58। SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?
#এলন মাস্ক
59। ২০১৮ বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? #বিহার
60। বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়?
#৪মার্চ, ১৯৭২
61। বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়?
#ফ্রান্স
62। বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো
#মিসরের আলেকজান্দ্রিয়াতে
63। বর্তমান অর্থ সচিব-
# আব্দুর রউফ তালুকদার
64)বাংলাদেশের বর্তমান FIFA Ranking?
উঃ১৯৭।
65)পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি এবং বাংলাদেশের অবস্থান কতো?
উঃফিনল্যান্ড(বাংলাদেশ-১১৫)।
66) World’s biggest flag unveils by?
উঃবলিভিয়া।
67) International Earth Hour was observed on?
উঃ২৪ মার্চ ২০১৮
68)স্টিফেন হকিন্স কত বছর বয়সে ‘মটর নিউরন’ রোগে আক্রান্ত হন?
উঃ ২১ বছর।
69)সম্প্রতি আলোচিত ” তুমব্রু ” সীমান্তবর্তী অঞ্চলটি কোথায় অবস্থিত?
#উঃ- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি
Last part....
প্রাইমারী পরীক্ষার জন্য খুব গুরুত্বপুর্ণ প্রশ্ন।। বাংলাদেশ বিষয়াবলী।।।।।।।
            ARSHAD KHAN..........................

১.★ বাংলাদেশের আইনসভার নাম→ জাতীয় সংসদ।
২.★ ইংরেজি নাম→ House of the Nation.
৩.★ জাতীয় সংসদের প্রতীক→ শাপলা।
৪.★ বর্তমান সর্বমোট আসন সংখ্যা→ ৩৫০টি।
৫.★ সংরক্ষিত মহিলা আসন→ ৫০টি।
৬.★ সরাসরি ভোটে নির্বাচিত আসন→ ৩০০টি।
৭.★ জাতীয় সংসদের মেয়াদ→ ৫ বছর।
৮.★ সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে পারেন→ রাষ্ট্রপতি।
৯.★ জাতীয় সংসদের সভাপতি→ স্পিকার।
১০.★ প্রথম স্পিকার ছিলেন→ মোহাম্মদ উল্ল্যাহ।
১১.★ প্রথম নারী স্পিকার→ ড. শিরীন শারমিন চৌধুরী।
১২.★ মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না→ ৪র্থ সংসদে।
১৩.★ কাস্টিং ভোট→ স্পিকারের ভোট।
১৫.★ অধ্যাদেশ→ রাষ্ট্রপতি নিজে যে আইন
জারি করেন।
১৬.★ সরকারি বিল→ মন্ত্রীরা যে বিল উত্থাপন
করেন।
১৭.★ বেসরকারি বিল→ সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন।
১৮.★ ফ্লোর ক্রসিং→ অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান।
১৯.★ বাংলাদেশের সরকার→ সংসদীয় পদ্ধতির।
২০.★ সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান→ রাষ্ট্রপতি
২১.® সমুদ্র বন্দর = ৩ টি ( চট্টগ্রাম, মংলা ও পায়রা)
২২.© স্হলবন্দর = ২৩ টি
২৩.® আন্তর্জাতিক বিমানবন্দর = ৩ টি ( ঢাকা, চট্টগ্রাম, সিলেট)
২৪.® সরকারী বিশ্ববিদ্যালয় = ৪৩ টি
২৫.© বেসরকারি """ = ৯৫ টি
২৬.® সরকারি মেডিকেল কলেজ= ৩৭ টি
২৭.® ক্যাডেট কলেজ = ১২ টি ( গার্লস ৩ টি)
২৮.® ইন্টারনেট চালু হয় বিশ্বে = ১৯৬৯ (জুন ৪)
২৯.© মোবাইল ফোন অপারেটর = ৬ টি
৩০.® উপগ্রহ ভূ কেন্দ্রের সংখ্যা = ৪ টি (বেতবুনিয়া, তালিয়াবাদ, মহাখালী, ও সিলেট)।।① বাংলাদেশের জাতীয় খেলা → কাবাডি
৩১.② 'পিৎজা' খাবারটির উৎসস্থল → ইটালি
প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় → ১৯৩০ সালে
৩২.④ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম
আরব দেশ → ইরাক
৩৩.⑤ পৃথিবীর তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনের নাম → OPEC
৩৪.⑥ জাতীয় শিশু দিবস → ১৭ই মার্চ
৩৫.⑦ বর্তমান বিশ্বের দ্রুততম মানবী → এলেইন থম্পসন
৩৭.⑧ বিশ্বের মোট জনসংখ্যা → ৭৪৩.৩০ কোটি
৩৮.⑨ আলোর তরঙ্গ তত্ত্ব উদ্ভাবন করেন →
হাইগেন
৩৯.⑩ CIA এর পূর্ণরূপ → Central Intelligence Agency
৪০.★ আড়িয়াল বিল→ মুন্সিগঞ্জে

No comments:

Post a Comment