Sunday, April 28, 2019

Causitive verbs

#verb এর রাজা #causative verbs -
Causative verbs  নিয়ে কথা :
কর্তা নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজটি করে নেয়, তখন তাকে causative verbs  বলে।
causative verbs  ৫ টি _make,  let, have, get, help
এদের ব্যবহার আছে ৮ টি :
১. এদের পরে object বসে _ Let me go.
    Let Rana and me go.
২. Active voice এ bare infinitive হবে _
    He made me cry
৩. Passive voice এ infinitive হবে -
    I was made to cry by him.
৪. Have এর পরে person থাকলে bare infinitive হবে _
I have a teacher do  the sum.
৫. Get এর পরে   person থাকলে  infinitive হবে
    I have a teacher to do the sum
৬. Help এর পরে person থাকলে infinitive / bare infinitive হবে
    A teacher helps me to do/ do the sum
৭. Let থাকলে active / passive উভয় এর স্হলে  bare infinitive  হবে।
     He let me go ( active)
     I was let go by him (passive)
৮. অন্যের সাহায্যে কাজটি করা হলে ( passive) 
Have, get, want, find  এদের পরে person / things  থাকলে মূল verb এর সর্বদা past participle হবে।
I have a shirt ironed.
I have a sister married.
I get  a house repaired.

.

.  
*******Best of luck my dear students *****

No comments:

Post a Comment