Thursday, September 7, 2023

সত্য চিরকাল সত্য

জেরুজালেমে ঘোড়ার আস্তাবলে যীশুর জন্মাতে তখনও তিনশো চুরাশি বছর দেরি ; জন্ম নিলেন এ্যারিস্টটল! 

শুধু গ্রীস নয় সারা বিশ্ব নড়ে চড়ে উঠল মানুষটার কথাবার্তায়! গ্রীক বীর আলেকজাণ্ডারকে টিউশন পড়িয়ে ফেরার পথে গার্জেনদের জটলায় দাঁড়িয়ে  
বললেন, "শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও ফল মিষ্টি" ; এতগুলো বছর পরে মানুষটা নেই, রয়ে গেছে কথাগুলো আগুনের মতো সত্যি হয়ে! 

তারও আগে এথেন্স এ্যাকাডেমির বারান্দায় দাঁড়িয়ে সোচ্চার কন্ঠে বলে গেলেন প্লেটো, 
"রাজনীতিতে অংশগ্রহণে অনীহার অন্যতম শাস্তি হলো নিজের চেয়ে নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া!"
 মিথ্যে নয় কথাগুলো! 

দু'হাজার ছ'শো বছর আগেই বোধহয় মানুষটা জানতেন...এম.এল.এ.,এম.পি. হয়ে বিধানসভা কিংবা পার্লামেন্টে পৌঁছোতে গেলে এম.এ., এম.এস.সি.,পি.এইচ.ডি. অথবা মিনিমাম কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই বরং এম.এ, এম.এস.সি,পি.এইচ.ডি'রাই নন ম্যাট্রিক এম.এল.এ, এমপি'দের পিছনে হাত কচলাতে কচলাতে স্যার স্যার করে ঘুরবে ! 

তার চেয়েও বহু আগে পৃথিবীতে যীশু আসার 
চারশো সাতাশ বছর আগে হেমলক ভর্তি কাপে
 চুমুক দিতে দিতে প্লেটোর মাস্টারমশায় সক্রেটিস বলে গেলেন, "এমন একটা সময় আসবে 
যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মুর্খরা তাদের মুর্খতার জন্য গর্ব করবে, 
আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য 
উল্লাস করবে!"

সক্রেটিস থেকে শুরু করে প্লেটো এ্যারিস্টটল হয়ে 
জিওর্দানো ব্রুনো কোপারনিকাস গ্যালিলিও ---
রাষ্ট্রযন্ত্রের নির্লজ্জতার ধারাবাহিক ইতিহাস ;
সত্যের কন্ঠরুদ্ধ করার ট্র্যাডিশনাল বর্বরতা ;
যার লেটেস্ট বাংলা ভার্সন :
"মাস্টারমশাই,আপনি কিছুই দেখেননি!"

পৃথিবীর মোস্ট সিনিয়র মাস্টারমশাই সব কিছু দেখে শুনে মৃত্যু নিশ্চিত জেনেও হাসতে হাসতে তুলে নিলেন এ কাপ ফুল অফ হেমলক ;
দাউদাউ আগুনে  পুড়ে গেলেন জিওর্দানো ;
নিশ্ছিদ্র খুপরিতে মস্তিষ্ক অবশ হয়ে আসার শেষ মূহুর্ত পর্যন্ত গ্যালিলিও উচ্চারণ করে গেলেন, 
ইট মুভস্ ঘুরছে, ঘুরছে, পৃথিবী ঘুরছে! 

হ্যাঁ! ঘুরছে! পৃথিবী ঘুরছে!
আজও ঘুরেই চলেছে ঘুরবেও অনন্তকাল ---
এটা বিলাসিতা নয়, বিজ্ঞান ;আর মাস্টারমশাইও
সবকিছু দেখছেন, এটা বিশ্বাস!

সংগৃহীত

No comments:

Post a Comment