Friday, July 26, 2024

প্রশ্নঃ- কোটা আন্দোলনে যারা মারা গিয়েছেন কিংবা মারা যাচ্ছেন তারা কি শহীদ বলে গণ্য হবেন.??

⭕ প্রশ্নঃ- কোটা আন্দোলনে যারা মারা গিয়েছেন কিংবা মারা যাচ্ছেন তারা কি শহীদ বলে গণ্য হবেন.??

উত্তরঃ- ইসলামী আইন অনুসারে ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে কেউ যদি জা-লি-মের হাতে নিহত হয় তাহলে সেই ব্যক্তি শহীদ বলে গন্য হবে।
عَنْ سَوَادَةَ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ أَبِي جَعْفَرٍ قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قُتِلَ دُونَ مَظْلَمَتِهِ فَهُوَ شَهِيدٌ»

আবূ জা’ফর (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সল্লল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জু-লু-মের প্রতিরোধ করতে গিয়ে মারা যাবে, সে শহীদ। [সুনানে নাসায়ী- ৪০৯৬]

বর্তমানে দেশের সাধারন শিক্ষার্থীরা তাদের নায্য দাবী আদায়ের লক্ষ্যে জা-লি-মদের হাতে নিহত হচ্ছে। আর এই আন্দোলনে নিহত সকল ঈমানদার শিক্ষার্থীরাই ইসলামী আইন অনুসারে শহীদের মর্যাদা লাভ করবে ইন শা আল্লাহ। মহান আল্লাহ তা'য়ালা তাদের ত্যাগ ও তাজা র'ক্তের বিনিময়ে এই জাতির ভাগ্যে মুক্তির পয়গাম লিখে দিন।

والله أعلم بالصواب.

লেখকঃ মুহাম্মাদ মনির বিন করিম.
নজরে সানীঃ শায়খ Affan Bin Sharfuddin হাফি.

No comments:

Post a Comment