Friday, August 9, 2024

জানি

জানি,
জীবন মানেই সংগ্রাম করে বেঁচে থাকা। তবুও কোন কোন রাতে ঘুমাইতে গেলে চোখ ভিঁজে যায়।

জানি, 
দুঃখ থাকে না চিরকাল। তবুও কোন কোন দিন মাথার পাশে একটা রিভালবার ঠেকিয়ে ইচ্ছে করে ঠেসে ভরে দেই পাঁচ রাউন্ড গুলি।

জানি,
একমাত্র ব্যার্থ মানুষরাই পৃথিবীর বুকে এনে দিতে পারে বিপুল বিপ্লব। তবুও কোন কোন দিন যঘন্যভাবে ঘৃণা করতে ইচ্ছে করে নিজেকে।

জানি, 
আনন্দের দিনগুলো মুছে গেছে মায়ের আঁচলে ভাত খেয়ে মুখ মুছার দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। তবুও কোন কোন দিন পছন্দের গানকেও লাগে ভীষণ বিরক্ত, ক্ষীণ।

জানি,
জীবন থেকে মানুষ হারানো নিয়ম, থেকে যাওয়া আশ্চর্যের। তবুও কোন কোন দিন কবিতা পড়লে হৃদয় এত শূন্য হয়ে যায়।

জানি; 
যে ক্ষমা করে দেয় সে দয়ালু, ক্ষমা করা মহৎ গুন। তবুও কোন কোন দিন মনে হয় পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিলেও, নিজেকে ক্ষমা করার কোন উপায় আমার জানা নেই।

জানি, 
জন্মালেই মরতে হয়, একদিন আগে অথবা পরে
শুধু জানি না -কেনো মানুষ জীবন থেকে পালাতে গিয়ে আত্মহত্যা করে...

[ “জানি” তেরো ডিসেম্বর, দু'হাজার তেইশ ]

লেখা: আরিফ হুসাইন

No comments:

Post a Comment