collected story
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গণিত ক্লাস।
সকালে ক্লাসে ঢোকার আগেই বোর্ডে লেখা ছিলো দুটি গণিত সমস্যা। ক্লাস চলাকালীন ছাত্র George Dantzig ঘুমিয়ে পড়েছিল। ক্লাস যখন শেষ, সে তখন ধীরে ধীরে ঘুম থেকে উঠে। বোর্ডের দিকে তাকিয়ে দেখে—দুইটি অঙ্ক এখনো চকচকে করে জ্বলছে।
স্যার কিছু বলেননি, ক্লাসমেটরাও চলে গেছে, তাই সে ধরে নিলো, এই অঙ্ক দুটিই বুঝি হোমওয়ার্ক।
ঘরে ফিরে সে শুরু করলো সেই হোমওয়ার্ক নিয়ে যুদ্ধ। প্রথমেই ধাক্কা খায়—এগুলো তো সাধারণ অঙ্ক নয়! প্রচণ্ড জটিল, লজিক খুঁজে পাওয়া দায়। কিন্তু George হাল ছাড়লো না। ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিল লাইব্রেরিতে। বিভিন্ন বই, রেফারেন্স, আগের পেপার ঘাঁটাঘাঁটি করে। সূত্র বসিয়ে আবার ভুল করে, আবার চেষ্টা করে। যেন এক অসমাপ্ত মিশন।
দিন কেটে যায়। সে টানা লেগে থাকে। শেষমেশ সে চার পৃষ্ঠার বিশ্লেষণ দাঁড় করালো—একটি অঙ্কের সমাধান সে করে ফেলেছে!
পরের ক্লাসে সে সেই সমাধান জমা দিলো প্রফেসরের হাতে। স্যার কিছু না বলে কাগজটা হাতে নিলেন, পড়তে শুরু করলেন।
দু’দিন পর, George ক্লাসে এলে প্রফেসর বিস্মিত চোখে তার দিকে তাকালেন। তারপর হেসে বললেন,
“George, তুমি জানো কি করেছো?”
George একটু হতভম্ব, বললো, “স্যার, হোমওয়ার্ক জমা দিয়েছিলাম।”
স্যার বললেন,
“ওগুলো হোমওয়ার্ক ছিল না। আমি বোর্ডে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম এমন দুটি সমস্যা, যেগুলোর এখনো পর্যন্ত কোনো সমাধান নেই। পৃথিবীর সেরা গণিতবিদরাও এখনো এই অঙ্কগুলো কষে উঠতে পারেনি!”
George হতবাক। সে বুঝলো—সে ভুল করে হোমওয়ার্ক ভেবেই পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের একটির সমাধান করে ফেলেছে।
আর এই ভুলটাই ছিলো তার জীবনের সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত।
কারণ কেউ তাকে বলেনি—“এই অঙ্কের সমাধান অসম্ভব।”
কেউ তাকে ভয় দেখায়নি—“এটা পৃথিবীর সেরা মাথারাও পারেনি!”
তার মাথায় শুধু ছিলো—“স্যার হোমওয়ার্ক দিয়েছেন, মানে এটা সম্ভব!”
---
এই ঘটনাটা আজও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনীর অংশ। আর George Dantzig পরবর্তীতে হয়ে ওঠেন বিশ্বের অন্যতম বিখ্যাত গণিতবিদ।
---
আমাদের জন্য এই গল্পের শিক্ষা?
জীবনে আমরা অনেক কিছুতে হাতই দিই না, শুধুমাত্র এই জন্যে যে, কেউ একজন আগে থেকেই বলে দেয়—“তুই পারবি না”, “এটা অসম্ভব”, “তোর মতো মানুষের জন্য না”।
তখনই আমাদের স্বপ্ন থেমে যায়।
কিন্তু যদি সেই সীমাবদ্ধতার কথা শুনি না, নিজের উপর বিশ্বাস রাখি, আর পরিশ্রম করে যাই—তাহলেই একদিন অসম্ভব জয় করা যায়।
-Math Foundation
#mathematics #Solutions
Comments
Post a Comment