এইমাত্র যে মেয়েটা তার সর্বনাশা চোখদুটো দিয়ে আমার দিকে অপলক তাকিয়ে রইলো, আমি চাই সে শুধু আমার হোক।
তার পাহাড়প্রমাণ জেদ হোক,
শীতের চাদরের মতো মখমলে হোক বা ঝড়ের মতো মর্মান্তিক, তবু সে শুধুমাত্র আমারই হোক,,..
ওর নকশাকাটা জামদানির আঁচল বেয়ে অপেক্ষা নামুক, নাকছাবিতে লেগে থাক আক্ষেপ।
আমি চাই প্রতিটা ভুলের পর মেয়েটা ছুট্টে এসে আছড়ে পড়ুক আমার বুকে, ঠিক যেমন করে এক উদাসীন কালবৈশাখী তোলপাড় করে দেয় কোনো সাজানো বিকেল!
মাথা নামিয়ে নালিশ করুক, ফুঁপিয়ে-ফুঁপিয়ে কাজল লেপ্টে একাকার করে দিক জামার দু-পাশ,
তারপর খুব শান্ত হয়ে হাতে হাত রেখে জানতে চাক
“আমি না থাকলে ঠিক কতটা এলোমোলো হবে তুমি?”
Comments
Post a Comment