আপনারা হয়তো ভাবছেন সেই সুদূর মধ্যপ্রাচ্যের দুই দেশ গুতাগুতি করছে, তাতে আমার কি! আমরা বরং নাকে তেল দিয়া ঘুমাই...
ব্যাপারটা তেমন নাও হতে পারে। ফলাফল হতে পারে সুদূরপ্রসারী। যা আপনার ঘাড়েও আসতে পারে।
দেখেন ইসরায়েলের শত্রু কে? সোজা বাংলায় মুসলিমরা। দ্বিতীয় কোনো কথা নেই এখানে। বলেন তো এই মুহূর্তে ইরানের সাথে সাথে ইসরায়েলের প্রধান আতংক ও মাথা ব্যাথা কে ? পাকিস্তান! পাকিস্তানই একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক বোমা আছে। এটা ইসরায়েলের জন্যে একটা বড় মাথা ব্যাথার কারন।
দেখবেন ইরান যদি কলাপ্স করে তারপর ইসরায়েল ধরতেছে পাকিস্তান কে৷ সেই ধরায় সাথে থাকবে ইন্ডিয়া। আর ইসরায়েল যে তাদের ধরবে এটা পাকিস্তান বুঝতে পেরেই দেখেন ইরানের পাশে দাঁড়াইছে। শুধু মৌখিক পাশে দাঁড়ানো না, দরকারে মাঠেও নামবে।
ইসরায়েল ইন্ডিয়াকে সাথে নিয়ে পাকিস্তানকে ধরার পর কি হবে? তারপর কি? তারপর বাংলাদেশ। নাহ ইসরায়েল বাংলাদেশকে আক্রমণ করতে আসবে না। আসবে ইন্ডিয়া...
এটা একটা চেইন রিয়াকশন এর মতো সারা দুনিয়াকে পোড়াবে। তাই ইরানের জন্যে দোয়া করেন যেন কলাপ্স না করে!
কিন্তু একটু বাস্তবতা এনালাইসিস যদি করি, কি আসে সেখানে....?
হাদিস মোতাবেক আমরা জানি দাজ্জালের আবির্ভাব হবে। সে সারা দুনিয়ায় প্রভাব বিস্তার করবে। দুনিয়া শাসন করবে। আর করবে ইসরায়েলে বসেই। থার্ড ট্যাম্পল হবে তার আস্তানা।
সেক্ষেত্রে একটু কল্পনা করুন ইরান বা মুসলিম দেশ গুলির আক্রমণে ধুলায় মিশে যাওয়া ইসরায়েলে বসে কি দাজ্জাল তার কার্যক্রম চালাবে? ধুলায় মিশে যাওয়া ইসরায়েলে থার্ড ট্যাম্পল হওয়া কি সম্ভব? সম্ভবত সেটা সম্ভব না।
তাই আপাতত এখনই ইসরায়েলের ধ্বংস আমি দেখতে পাচ্ছিনা।
এক সময় ইসরায়েল তো ধ্বংস হবেই, কিন্তু তার আগে অনেক কিছুই হবে। সেই হওয়া গুলির শুরুটা মনেহয় শুরু হলো...
Comments
Post a Comment