Skip to main content

Posts

Showing posts from August, 2025

MSExcel এর দরকারী ৫০ টি শর্টকাট

🚀 MS Excel এর ৫০টি দরকারি কিবোর্ড শর্টকাট (বাংলা ব্যাখ্যাসহ)        (শিখে রাখুন, খুবই গুরুত্বপূর্ণ) ১. Ctrl + Arrow Key → তথ্য শেষ হওয়া পর্যন্ত দ্রুত নেভিগেট করবে। ২. Ctrl + Shift + Arrow Key → তথ্যসহ সেল রেঞ্জ সিলেক্ট করবে। ৩. Ctrl + Page Up/Page Down → ওয়ার্কশিটের মধ্যে এক শীট থেকে আরেক শীটে যাবে। ৪. Ctrl + ` (Grave Accent) → সেলে থাকা ফর্মুলা দেখাবে। ৫. Ctrl + Shift + "+" → নতুন সেল, রো বা কলাম ইনসার্ট করবে। ৬. Ctrl + "-" → নির্বাচিত সেল, রো বা কলাম ডিলিট করবে। ৭. Ctrl + 9 → নির্বাচিত রো হাইড করবে। ৮. Ctrl + 0 → নির্বাচিত কলাম হাইড করবে। ৯. Ctrl + Shift + ( → হাইড করা রো আনহাইড করবে। ১০. Ctrl + Shift + ) → হাইড করা কলাম আনহাইড করবে। ১১. Alt + = → AutoSum ফাংশন যোগ করবে। ১২. F2 → সেল এডিট মোডে যাবে। ১৩. Shift + Space → সম্পূর্ণ রো সিলেক্ট করবে। ১৪. Ctrl + Space → সম্পূর্ণ কলাম সিলেক্ট করবে। ১৫. Ctrl + Shift + L → ফিল্টার অপশন চালু/বন্ধ করবে। ১৬. Ctrl + ; → বর্তমান তারিখ ইনসার্ট করবে। ১৭. Ctrl + Shift + : → বর্তমান সময় ইনসার্ট করবে। ১৮. Ctrl + 1 → Format Cells উইন...

F.R. Khan

বিশ্বজুড়ে তিনি এফ আর খান নামে পরিচিত। ১৯৭২ সালে ‘ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ড’ এ ম্যান অব দি ইয়ার বিবেচিত হয়েছিলেন এবং পাঁচবার (১৯৬৫, ১৯৬৮, ১৯৭০, ১৯৭১, ১৯৭৯ সালে) স্থাপত্য শিল্পে সবচেয়ে বেশি অবদানকারী ব্যক্তিত্ব হিসেবে অভিহিত হবার গৌরব লাভ করেছিলেন। ১৯৭৩ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং এর সদস্য নির্বাচিত হন এবং ১৯৭৪ সালে আমেরিকার 'নিউজ উইক' ম্যাগাজিনে শিল্প ও স্থাপত্যের উপর প্রচ্ছদ কাহিনীতে তাকে মার্কিন স্থাপত্যের শীর্ষে অবস্থানকারী ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়। অসামান্য কৃতি এই বাংলাদেশী ইঞ্জিনিয়ারের নাম ড. ফজলুর রহমান খান। ১৯২৯ সালের ৩রা এপ্রিল মাদারীপুর জেলার শিবচরের ভান্ডারীকান্দী গ্রামে জন্ম গ্রহণ করেন ফজলুর রহমান খান। তার বাবা বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক খান বাহাদুর আবদুর রহমান খান ছিলেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের গোল্ড মেডেলিস্ট। কোলকাতায় প্রথম মুসলমান এডিপিআই ছিলেন তিনি। পরবর্তীতে জগন্নাথ কলেজের অধ্যক্ষ হয়েছিলেন আবদুর রহমান খান। ছিলেন এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তানের সভাপতিও। শিক্ষিত ও আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তান হওয়ায় কখনো সেভাব...

ছোট্ট সপ্নের জন্য কবিতা

আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য -হুমায়ুন আজাদ আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো ছোট ঘাসফুলের জন্যে একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে একফোঁটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো দোয়েলের শিসের জন্যে শিশুর গালের একটি টোলের জন্যে আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে গেঁথে থাকা একবিন্দু অশ্রুর জন্যে একফোঁটা রৌদ্রের জন্যে আমি সম্ভবতখুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো এক কণা জ্যোৎস্নার জন্যে এক টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্যে এক ফোঁটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাবো খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাবো কারো ঘুমের ভেতরে একটি ছোটো দীর্ঘশ্বাসের জন্যে একফোঁটা সৌন্দর্যের জন্যে।

হিটলার এর গল্প

দ্বিতীয় বিশ্বযুদ্ধে, হিটলার অবাক হয়ে দেখলেন যে তিনজন অফিসার তার আদেশ অমান্য করেছে।  তিনি প্রতিটি অফিসারকে আলাদা একটি কারাগারে রাখলেন। প্রতিটি কারাগারে ক্লাসিক্যাল সংগীত বাজালেন, অফিসারদের শৃঙ্খলিত করলেন এবং তাদের সামনে ধীরে ধীরে পানি পড়ছে এমন একটি পাইপ রেখে দিলেন। তিনি তাদের বললেন, সেখানে একটি বিষাক্ত গ্যাসের লিকেজ হয়েছে, যা ছয় ঘণ্টার মধ্যে তাদের মেরে ফেলবে। চার ঘণ্টা পর তিনি এসে দেখলেন— দুইজন অফিসার ইতিমধ্যেই মারা গেছে আর তৃতীয়জন খিঁচুনিতে ভুগছে ও শেষ নিঃশ্বাস ফেলছে। সবচেয়ে বড় চমক ছিল— বিষাক্ত গ্যাসের বিষয়টি ছিল "প্রতারণা ও মানসিক যুদ্ধ"। আসলে সেই গ্যাসের কথা শুনে ভয়েই তাদের মস্তিষ্ক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। এতে প্রমাণিত হলো, ওই ভয় শরীরে এমন হরমোন নিঃসরণ করেছিল যা হৃদযন্ত্র ও অন্যান্য অঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে, এবং ধীরে ধীরে শরীরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ঠিক এই ঘটনাই আমাদের সাথেও প্রতিদিন ঘটে— ভয় ও মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। আল্লাহ তাআলা বলেন: "আর তোমাদের রবের সিদ্ধান্তের জন্য ধৈর্যধারণ কর; কারণ তুমি...

এই সেই ঘড়ি!

এই সেই ঘড়ি!   ঘড়িতে তখন স্থানীয় সময় ৮ টা বেজে ১৫ মিনিট। তারিখ ৬ আগস্ট, ১৯৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় এভাবেই বিধ্বস্ত হয়েছিল নিউক্লিয়ার বোমার আঘাতে। চোখের সামনেই নিমিষেই ধুলিসাৎ সবকিছু। ঘড়িটাও বন্ধ হয়ে যায়। হিরোশিমা যাদুঘরে  আজও স্মৃতি হয়ে আছে থেমে আছে ঘড়িটি মানুষের বিরুদ্ধে মানুষের ধ্বংসযজ্ঞের নির্মম স্মৃতি হয়ে।  ছবি : সংগৃহীত

প্লাস্টিক খেকো মাছ

যুক্তরাজ্য এমন একটি মাছ তৈরি করেছে যা পানিতে সাঁতার কাটতে কাটতে প্লাস্টিক খায়! ব্যাটারি ছাড়াই নিজে নিজে চার্জ হয়| সমুদ্রের বর্জ্য পরিষ্কারে অভিনব উদ্ভাবন পরিবেশবান্ধব প্রযুক্তির এমন উদাহরণ সত্যিই অনুপ্রেরণাদায়ক!

মস্তিষ্ক নিয়ে এমন তথ্য জানলে আপনি চমকে যাবেন!

মস্তিষ্ক নিয়ে এমন তথ্য জানলে আপনি চমকে যাবেন!  🌱 আপনি কি জানেন? মানুষের মস্তিষ্ক আধুনিক কম্পিউটারের থেকেও বেশি বৈদ্যুতিক শক্তিশালী! তবুও আমরা এখনো পুরোপুরি বুঝতেই পারিনি এটি কিভাবে কাজ করে। 🌱 আপনার মাথার ভেতর মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্র! 🧠 মাত্র ১.৫ কেজি ওজনের এই অঙ্গটি আপনার শরীরের মোট শক্তির ২০% ব্যবহার করে। 🌌 এতে এমন অসংখ্য নিউরাল সংযোগ আছে যা গ্যালাক্সির তারার থেকেও বেশি। ⏱️ এটি প্রতি সেকেন্ডে লাখ লাখ তথ্য প্রক্রিয়াজাত করে। কিন্তু অবাক করা বিষয় হলো—একটুখানি পড়ে যাওয়া, অপুষ্টি কিংবা এক রাতের ঘুমহীনতা আপনার মস্তিষ্ককে পুরোপুরি ভারসাম্যহীন করে দিতে পারে! 🌱 মস্তিষ্ক ব্যথা অনুভব করে না! হ্যাঁ, ঠিকই পড়ছেন। তাই ডাক্তাররা চাইলে আপনাকে জাগ্রত অবস্থায় রেখেই মস্তিষ্কে অস্ত্রোপচার করতে পারেন। ভাবতে পারেন তো? আপনি ডাক্তারকে কথা বলছেন, আর তিনি আপনার সেরিব্রাল কর্টেক্স স্পর্শ করছেন! 🌱 আমরা অটোপাইলটে জীবন কাটাই, অথচ মাথার ভেতরেই বহন করি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী “কম্পিউটার”! 📌 সূত্র: Clan Sapiente (Facebook)

১০ টি এপ শিক্ষার্থীদের জন্য

🟥শিক্ষার্থীদের জন্য ১০টি জরুরি অ্যাপ :  ১️⃣ #Photomath গণিতে কোথাও আটকে গেলে শিক্ষক বা বন্ধু সবসময় পাশে থাকে না। এ সময় এই অ্যাপটি ক্যামেরায় প্রশ্ন স্ক্যান করলেই ধাপে ধাপে সমাধান দেখিয়ে দেবে। ২️⃣ #BuddyTalk ইংরেজি শিখতে হলে অনুশীলন জরুরি। কিন্তু কথা বলার সঙ্গী পাওয়া সহজ নয়। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে ইংরেজি স্পিকিং পার্টনার পাওয়া যায়, ফলে অনুশীলনের সুযোগ মেলে যেকোনো সময়। ৩️⃣ #Moon+Reader ফোনেই গড়ে তুলুন নিজের ছোট্ট লাইব্রেরি। পিডিএফ, ইপাবসহ বিভিন্ন ফরম্যাটের বই পড়ার জন্য এই অ্যাপটি খুবই হালকা এবং ব্যবহারবান্ধব। ৪️⃣ #CamScanner কোনো খাতা, নোট বা ডকুমেন্ট সহজেই স্ক্যান করে পিডিএফ বানানো যায় এই অ্যাপে। ফলে নোট ধার নেওয়ার ঝামেলা কমে যায় এবং সবকিছু গুছিয়ে রাখা যায়। ৫️⃣ #Google Keep নোট নেওয়া, টু-ডু লিস্ট তৈরি করা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য একদম পারফেক্ট। সব ডিভাইসে সিঙ্ক হয়, তাই হারিয়ে যাওয়ার ভয় নেই। ৬️⃣ #Grammarly Keyboard ইংরেজি লিখতে গিয়ে ভুল হয়ে যাওয়া স্বাভাবিক। এই অ্যাপ ব্যবহার করলে লেখার সময়ই ব্যাকরণগত ভুল ধরিয়ে দেয় এবং সঠিক সাজেশন দেয়। ৭️⃣ #Quizlet মনে রাখার পড়া বা ভো...

সাপে কাটলে এন্টিভেনম

সাপের এন্টিভেনম মূলত ককটেল জাতীয় হয়। আপনাকে যে বিষধর সাপেই কামড় দিক, এন্টিভেনম একই। তাই সাপ চেনা জরুরী না৷ ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া জরুরী।  বাংলাদেশে মোট ৪ প্রকার বিষধর সাপের কামড় লক্ষ্য করা যায়।  ১.পদ্ম গোখরা ( নিউরোটক্সিন)  ২.খয়া গোখরা ( নিউরোটক্সিন)  ৩. কালাচ ( নিউরোটক্সিন)  ৪. রাসেলস ভাইপার ( হেমোটক্সিন)  এই চার প্রকার সাপের ভেনম সংগ্রহ করে একসাথে এন্টিভেনম তৈরি করা হয়৷ সুতরাং, আপনাকে যে সাপেই কামড় দিক, ওষুধ একই।  উপরের চারটি সাপ বাদেও আমাদের দেশে শঙ্খচূর নামে ( ব্রান্ডেড ক্রেইট) কালো হলুদ ব্রান্ড করা একটা সাপ পাওয়া যায় যেটা মারাত্মক বিষধর। কিন্তু এযাবৎকালে এই সাপের কামড়ের কোন নজির নেই৷ এটা কাউকে কামড় দেয় না।  সাপে কামড় দিলে হাত পায়ে বা শরীরের যেকোন স্থানে না বুঝে শক্ত বাধন দেওয়ার কোন প্রয়োজন নেই৷ এতে উপকারতো হয় ই না, বরং না বুঝে বাধন দিলে, আপনার বাধন দেওয়া অঙ্গে রক্ত চলাচলে অসুবিধার কারনে অঙ্গটি নষ্ট হতে পারে৷ ( রাসেলস ভাইপার এর কামড়ে হেমোটক্সিন বিষের প্রভাবে অঙ্গহানী হওয়ার সম্ভাবনা বেশি থাকে)   আক্রান্ত স্থান ব্লেড দ...

একজন আদর্শ ছাত্র/ছাত্রীর করনীয়

#একজন_আদর্শ_ছাত্র_ছাত্রীর_করণীয়: ১) শিক্ষকগণের আদেশ -নিষেধ মেনে চলা। ২) শিক্ষকদের সাথে দেখা হলে বিনয়ের সহিত সালাম দিয়ে তাঁদের খোজ খবর নেয়া। ৩) শিক্ষক যা শিক্ষা দেন তা মনোযোগ সহকারে শোনা ও পালন করা। ৪) সব সময় শিক্ষকদের সাথে নম্র, ভদ্র ও উত্তম আচরণ করা। ৫) সহপাঠীদের সাথে সদ্ভাব ও সুসম্পর্ক বজায় রাখা। ৬) নিয়মিত শ্রেণিতে উপস্থিত থাকা।  ৭) শ্রেণীকক্ষ ও বিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষা করা।  ৮) শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখা। ৯) শিক্ষকদের সাথে শ্রেণির ভিতর বা যে কোন জায়গায় দেখা হলে সন্মান জানানো। ১০) অনুমতি নিয়ে শ্রেণিকক্ষের বাহিরে যাওয়া। ১১) বিদ্যালয়ের সম্পদ নষ্ট না করা। ১২) জীবনের প্রতিক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা। ১৩) শিক্ষকদের অপছন্দের কাজ থেকে বিরত থাকা। ১৪) কোন ভাবেই কারো সাথে অভদ্র আচরণ না করা। ১৫) শিক্ষকদের জন্য দোয়া ও শুভকামনা করা। ১৬) প্রতিদিনের পড়া নিয়মিতভাবে আয়ত্ত করা। ১৭) না বুঝে পড়ার অভ্যাস ত্যাগ করা।  ১৮) সর্বদা শিক্ষকদের সাহচর্যে থাকার চেষ্টা করা। ১৯) শিক্ষকের পাঠদানে ডিস্টার্ব হয় এমন কাজ করা থেকে বিরত থাকা। ২০) শিক্ষা প্রতিষ্ঠানের সকল নিয়ম কানুন ম...

এই প্ল্যাটফর্মে ২০০টিরও বেশি এআই

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে গবেষণামূলক কার্যক্রম সবকিছু সহজ ও কার্যকরভাবে সম্পন্ন করার জন্য TinyWOW একটি দারুণ বহুমুখী অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে ২০০টিরও বেশি এআই-ভিত্তিক টুল রয়েছে, যা ব্যবহারকারীদের দ্রুত এবং দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে Essay Writer, Paragraph Completer, Paraphraser, Translate-এর মতো টুল। আবার দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য ডকুমেন্ট কনভার্ট, ছবি এডিটিং, ভিডিও এডিটিং-এর মতো টুলও পাওয়া যায়। TinyWOW-এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ব্যবহার একেবারেই সহজ। শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় টুল ব্যবহার করা যায়। কোনো সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করার দরকার নেই।  আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যবহারকারীদের আপলোড করা ডেটা কিছু সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। ফলে ডেটার গোপনীয়তা সুরক্ষিত থাকে। এই অসাধারণ প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। লিংক https://tinywow.com/?fbclid=IwQ0xDSwMWSKlleHRuA2FlbQIxMAABHl_uLd9mfm8b1nf1DWO5if4xRUjT-wrSURMGs2AFBRYwUI6K_TwfsT...

শান্তনা

আমার সব দুঃখের মাঝেও আমি একটা জিনিস ভেবে খুব খুশি হই,আমাকে আর এই দুনিয়ায় দ্বিতীয়বার ফেরত পাঠানো হবে না।"

রসায়নের কেমিস্ট্রি

রসায়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু  তথ্য🧪⚗️👨‍⚕️ 1) মুদ্রাধাতু :➟ অকাজ (Au, Cu, Ag) 2) অপধাতু :➟ আটসি গেটে আসবি সব (At, Si, Ge , Te, As, B , Sb ) 3) চুম্বক ধাতু :➟ ফেল করি নাই, রুহুল রহিম ফালালে পেটাবো (Fe, Co, Ni, Ru, Rh, Pd, Pt) 4) অভিজাত ধাতু : আজ সোনা পাবে (Ag, Au, Pt) 5) নিকৃষ্ট ধাতু :➟ লতা (লোহা Fe, তামা Cu) 6) নরম ধাতু :➟ পাবে না কে কে (Pb, Na, K, Ca) 7) উদায়ী ধাতু :➟ জন কেডি মার্কারিকে চিনে (Zn, Cd, Hg, Cn) 8 ) সবচেয়ে হালকা ধাতু ➟ লিথিয়াম 9) সবচেয়ে সক্রিয় ধাতু ➟ পটাসিয়াম 10) সবচেয়ে মূল্যবান ধাতু ➟ প্লাটিনাম 11) সবচেয়ে শক্ত পদার্থ ➟ হীরক 12) সবচেয়ে ভারী তরল পদার্থ ➟ পারদ ও সিজিয়াম 13) স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু ➟ পারদ 14) গলনাংক সবচেয়ে কম যে ধাতুর ➟ পারদ 15) সবচেয়ে বেশি ব্যবহৃত ধাতু ➟ লোহা 16) প্রকৃতিতি সবচেয়ে বেশি পাওয়া যায় যে ধাতু ➟ অ্যালুনিয়াম 17) যে ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ➟অ্যান্টিমনি 18) সবচেয়ে দ্রুত ক্ষয় প্রাপ্ত হয় যে ধাতু ➟দস্তা ( জিংক) 19) যে ধাতু পানিতে ভাসে ➟ সোডিয়াম ও পটাসিয়াম 20) যে সব মৌল তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং আঘাত করলে টুনটু...

আমারে ভুইলা যাইয়েন না প্লিজ

আমারে ভুইলা যাইয়েন না প্লিজ! ভুল কইরাও যদি ভুইলা যান–  আমি জানলে কষ্ট পামু।  জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো  আমরা মনে রাইখা দিই।  এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া  কবে কোথাও কোন পথে হোঁচট খাইলাম।  অদেখা তারকাঁটায় লাইগা  শখের জামাটা ছিঁড়া গেল৷  ভীড়ের ভেতর লোকাল বাসে উঠার সময়  না দেখা কেউ একজন হাতটা ধইরা টেনে তুললো।  এমন অপ্রয়োজনীয় অনেককিছুই থাকে;  যা মনে না রাখলেও চলতো।  কিন্তু আমাদের মনে থাকে৷  আপনি আমারে ভুইলা যাইয়েন না প্লিজ!  মনের এক কোণায় রাইখা দিয়েন।  ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো  যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হইয়া যায়।  যদি স্টোরেজের প্রয়োজনে কোনোকিছু ডিলিট করা লাগে, আপনি অন্যকিছু ডিলিট কইরেন।  তবুও আমারে থাকতে দিয়েন মনে।  যত্নে রাখেন কিংবা অযতনে। Salman Habib - সালমান হাবিব

success

Success  ধাপগুলো হলো: 1. Hard Work (কঠোর পরিশ্রম) – সফলতার প্রথম শর্ত হলো কঠোর পরিশ্রম। 2. Commitment (অঙ্গীকার/প্রতিজ্ঞা) – যেটা শুরু করবেন সেটার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি থাকতে হবে। 3. Passion (আবেগ/ভালোবাসা) – কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকতে হবে। 4. Failures (ব্যর্থতা) – ব্যর্থতাকে মেনে নিয়ে সেখান থেকে শিক্ষা নিতে হবে। 5. Goal (লক্ষ্য) – একটি স্পষ্ট লক্ষ্য স্থির করতে হবে। 6. Success (সাফল্য) – এই সব ধাপ পেরিয়েই আসে সাফল্য। এটা আসলে জীবনের সিঁড়ির মতো—যেখানে প্রতিটি ধাপ অতিক্রম করলেই শেষ পর্যন্ত সফলতার ঘড়িতে পৌঁছানো যায়।

তোমারে পেয়ে গেলে

-ভালোই হইছে তোমারে আমি পাইনাই, তোমারে পায়া গেলে আমার অহংকার বেড়ে জেতো, মানুষের কাছে তোমারে নিয়ে অহংকার করতাম, মানুষের কাছে পূর্ণতার গল্প করতাম, ভালোই হইছে আমি তোমারে পাইনাই তোমারে পাইলে কষ্ট কি বুঝতামি না, তোমারে পাইলে কষ্টের সাথে আমার কখনো পরিচয় হইতো বলে মনে হয় না, কষ্টের সাধ পাওয়া হইতো না, বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া হতো না তোমারে পাইলে,,,! ভালোই হইছে তুমি আমার হওনাই তুমি আমার হইলে তোমারে নিয়া অনেক কিছু ভাবা লাগতো, ভাবা লাগতো কি করলে তোমারে আমি আগলে রাখতে পারমু, কি করে তোমারে শুখে রাখতে পারমু,,,! তুমি আমার না হয়ে ভালোই করছো, এখোন আর নিয়ম করে কাওকে ভালোবাসি কথাটা আমার বলা লাগবোনা, কাওকে নিয়া আর অতো চিন্তাও করা লাগবোনা,,,! ভালোই হইছে তুমি অন্য কারো হইছো, তুমি যদি আমার হইতা ভালোবাসা যে এতো নিষ্ঠুর এটা আমি কখনোই বুঝতামি না, বুঝতাম না মানুষ এমন করেও পরিবর্তন হতে পাড়ে,, তুমি যদি এখোনো আমারে ভালোবাসতা, তাহলেনিজের শরীলের খুব যত্ন নিতাম, তখন আর চোখের নিচের কালো দাগ দেখতে পেতাম না, কারো কথা ভাবতে ভাবতে কি ভাবে রাত জাগতে হয় তাও জানা হইতো না জাগতে হয় ভালোই হইছে তুমি আমার হওনাই, তুমি আ...

একটি মর্মান্তিক বিমান দূর্ঘটনা

বিমানটি সফলভাবে অবতরণ করেছিল, কিন্তু ভেতরে থাকা ৩০১ জনের একজনও বাঁচেনি। ✈️ এটি বিমান চালনার ইতিহাসের অন্যতম এক মর্মান্তিক ও শিক্ষণীয় ঘটনা। দিনটি ছিল ১৯৮০ সালের ১৯ আগস্ট। 🗓️ সৌদিয়া ফ্লাইট ১৬৩ (Saudia Flight 163) রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে ৩০১ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করে। 🚨উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পরেই বিমানের কার্গো হোল্ডে ধোঁয়া শনাক্ত হয়। পাইলটরা দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটিকে সফলভাবে রিয়াদ বিমানবন্দরে ফিরিয়ে আনেন। অবতরণটি ছিল নিখুঁত এবং নিয়ন্ত্রিত। কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল কল্পনাতীত।  🛑বিমানটি রানওয়েতে থামার পরেও জরুরি দরজাগুলো খোলা হয়নি। পাইলটরা ইঞ্জিন বন্ধ করতে এবং বিমানটি থামাতে বেশ কয়েক মিনিট সময় নেন। ⏳ উদ্ধারকারী দল বাইরে প্রস্তুত থাকলেও, ভেতর থেকে দরজা খোলার কোনো নির্দেশ আসেনি। ততক্ষণে কার্গোর আগুন থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া পুরো কেবিনে ছড়িয়ে পড়েছিল। অবতরণের প্রায় ২৩ মিনিট পর যখন উদ্ধারকারীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, তখন তারা এক ভয়াবহ দৃশ্য দেখতে পায়। বিমানের ৩০১ জন যাত্রীর সবাই নিজ নিজ আসনে মৃত। কারো শরীরে পোড়ার চিহ্ন ছিল না; প্রত্যেকের মৃত্যু হয়েছিল ধো...

important abbreviation

1.ℹ️NEWS -এর পূর্ণরূপ North, East, West, South, (নিউজ) নর্থ, ইষ্ট, ওয়েষ্ট, সাউথ 2.ℹ️E-MAIL -এর পূর্ণরূপ Electronic Mail, (ই-মেইল) ইলেকট্রনিক মেইল 3.ℹ️GIF -এর পূর্ণরূপ Graphics interchange format, (গিফ) গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরমেট 4.ℹ️Date -এর পূর্ণরূপ Day and Time Evolution, (ডেট) ডে এন্ড টাইম ইভোলুশন। 5.ℹ️LCD -এর পূর্ণরূপ Liquid crystal display, (এলসিডি) লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে 6.ℹ️ IT -এর পূর্ণরূপ Information technology, (আইটি) ইনফরমেশন টেকনোলজি 7.ℹ️IP -এর পূর্ণরূপ Internet protocol , (আইপি) ইন্টারনেট প্রোটোকল 8.ℹ️CD -এর পূর্ণরূপ Compact Disk, (সিডি) কম্প্যাক্ট ডিস্ক 9.ℹ️DVD -এর পূর্ণরূপ Digital Video Disk, (ডিভিডি) ডিজিটাল ভিডিও ডিস্ক 10.ℹ️PDF -এর পূর্ণরূপ Portable document format, (পিডিএফ) পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট 11.ℹ️OS -এর পূর্ণরূপ Operating System, (ওসি) অপারেটিং সিস্টেম 12.ℹ️ISO -এর পূর্ণরূপ International standards organization(কম্পিউটার ফাইল), International Organization for Standardization(বিশ্ব মার্ক), (আইএসও) ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানিজশন, 13.ℹ️PC -এর পূর্ণরূপ...

HSC 1st paper question to answer

HSC 2025 ENGLISH FIRST PAPER  Question থেকে Answer লেখার নিয়মঃ 🔴(Why/ Why not) follows Connector (because/ because of / for / as / since)  (after because of/ for)+ (v¹+ing) if there is no use of noun or noun phrase or pronoun  Or, if there is a use of noun or noun phrase or pronoun  because of/for+ Pronoun Possessive form +(noun)+all types of (be verb➡️be+ing, all types of have➡️having or main verb base form +ing relevantly) (same for all types of Prepositions)  Or, noun Possessive (’s)+(noun)+all types of be verb➡️be+ing, all types of have➡️having or main verb base form +ing relevantly (same for all types of Prepositions)  🔴how follows Connector (by/relevant v¹+ing/to+relevant v base form) 🔴when follows Connector (at/at the time of/in/during) 🔴Verb Fact: do, does, did ➡️ Main verb base form (do➡️v¹)/ (does➡️v¹+s/es)/ (did➡️v²) 🔴when you give answer, (do, does, did) won’t be used (only v¹/v¹+s,es/v² according to tense & number), but in negative sen...

প্রত্যেক শিক্ষার্থীর কাছে যে এপ গুলা থাকা উচিত

শিক্ষার্থী"দের কাছে এই ৪টি অ্যা"প্‌স থাকা উচিত।  ১. photomath: হঠাৎ গণিতের একটা প্রশ্ন সমা*ধান করতে গিয়ে সম"স্যা*য় পড়লেন। ঐ সময় আপনার সাথে কেউ নেই যে আপনাকে বুঝিয়ে দেবে। এমতা"বস্থায় এই অ্যা'পে গিয়ে প্রশ্নটির একখানা ছবি তুইলেই সাথে সাথে স্টে"প বাই স্টে"প সলি'উ"শন দেবে এই অ্যা*পটি। ২. Buddytalk : ইংরেজি শিখতে গেলে কথা বলার কোন বিক'ল্প নেই৷ কিন্তু আমরা সচরাচর কথা বলতে পারি না কথা বলার পার্ট"নার না পাওয়ায়। তাই আমাদের ইচ্ছা থাকলেও উপায় না থাকার কারণে আমরা ইংরেজিতে কথা বলতে ভ"য় পাই। এই অ্যাপ"টির মাধ্যমে আপনি ইংরেজিতে কথা বলার পার্ট"নার খু'জে পাবেন। ৩. Moon+Reader :মোবাইলে কিংবা ট্যা*বে বই পড়ার জন্য এর চেয়ে ভালো অ্যাপ আছে কিনা আমার জানা নেই। এই অ্যাপটির সাইজও খুব কম। অ্যাপের মাঝেই আপনি খুজে নিতে পারেন আপনার পছন্দের বইটি। এই অ্যাপটি ফোনে থাকা মানে আ*স্ত একটা লাই"ব্রেরি থাকা। ৪. Camscanner: বন্ধুর কাছে তার নোট খাতাটা ধার নিলেন। তো তার নোটখাতাটি তাকে দিয়ে দেওয়ার আগে আপনি যদি দ্রু"তই তার নোট খাতাটির একটা পিডিএফ ফাইল ...

আইনোস্টাইনের মজার কাহিনি

❣️বিখ্যাত লোকদের মজার কাহিনী❣️ মেয়ের বিয়ে। সবাই চার্চে যাচ্ছেন। পথে আইনস্টাইন মেয়েকে বললেন, "তুমি আগে যাও, আমি ল্যাব থেকে ১০ মিনিটের মধ্যে আসছি।"  বিয়ে হয়ে গেল। মেয়ে হানিমুনেও গেল। ৭ দিন পর ফিরে এসে মাকে জিজ্ঞেস করল, "বাবা কোথায়?"  মা বললেন, "ওই যে, বলেছিল ১০ মিনিটে ফিরবে… আর ফেরেনি!"  মেয়ে দৌঁড়ে গেল বাবার ল্যাবে। দেখে বাবা তখনো গবেষণায় মগ্ন। ডেকে বলল, "বাবা! এখনো এসোনি?" আইনস্টাইন বললেন, "তুমি চার্চে যাও, আমি ১০ মিনিটেই আসছি!" 😅  এমনই গভীর ছিল তাঁর ধ্যান আর কাজের প্রতি একাগ্রতা।  🔍 ১৯৩৫ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে একবার তাঁকে প্রশ্ন করা হয়: “গবেষণার জন্য কী কী লাগে?” আইনস্টাইন হেসে বললেন – "একটা ডেস্ক, কিছু কাগজ, একটা পেনসিল… আর একটা বড় ডাস্টবিন! যাতে সব ভুলভরা কাগজ ফেলতে পারি!"  👑 একবার বেলজিয়ামের রানি তাঁকে রাজপ্রাসাদে দাওয়াত দিলেন। স্টেশনে গাড়ির বহর গেল তাঁকে আনতে… কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না বিজ্ঞানীকে।  কিছুক্ষণ পর দেখা গেল— সাদামাটা পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাজপ্রাসাদে হাজির!  রানি বিস্মিত! বললেন, "গা...

Gulivers travel summery

Gulliver’s Travels by Jonathan Swift  গালিভারের ট্রাভেলস (Gulliver’s Travels) কাহিনী : লেখক: জোনাথন সুইফ্ট (Jonathan Swift) প্রকাশকাল: ১৭২৬ **বইটি মোট চারটি অংশে বিভক্ত, এবং প্রতিটি অংশে গালিভারের এক একটি ভিন্ন দেশে ভ্রমণের বর্ণনা আছে। এই কাহিনীগুলোর মাধ্যমে লেখক মানুষের অহংকার, রাজনীতি, সমাজব্যবস্থা এবং জ্ঞানগরিমাকে ব্যঙ্গ করেছেন। প্রথম ভাগ: লিলিপুট দেশে ভ্রমণ (Voyage to Lilliput) গালিভার একটি জাহাজের চিকিৎসক ছিলেন। একসময় ঝড়ের কবলে পড়ে জাহাজ ডুবে যায় এবং তিনি সাঁতরে একটি অজানা দ্বীপে পৌঁছান। সেখানে তিনি আবিষ্কার করেন, দ্বীপটি "লিলিপুট" নামে পরিচিত এবং সেখানকার সব মানুষ মাত্র ছয় ইঞ্চি লম্বা। এই দেশে গালিভার যা দেখেন: ছোট ছোট মানুষ গালিভারকে প্রথমে বন্দি করে। পরে তার দানবীয় আকার দেখে ভয় পেলেও, ধীরে ধীরে তাকে বিশ্বাস করে ও সাহায্য নেয়। রাজনীতি, যুদ্ধ, ধর্ম এবং আদালতের নানা ব্যঙ্গাত্মক দিক তিনি দেখেন। লিলিপুট এবং তাদের শত্রু দেশ ব্লেফাস্কুর মধ্যে ডিম ফাটানো নিয়ে যুদ্ধ লেগে যায়। শেষ পর্যন্ত গালিভারকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়। তিনি পালিয়ে ব্লেফাস্...

MPO শিক্ষকদের ছুটি

এম.পি,ও  শিক্ষক কর্মচারীরা  নিম্ন বর্ণিত যেকোনো ধরনের ছুটি নিতে পারেন :- ১। বিভিন্ন প্রকারের ছুটি। (১) কোন কর্মচারী নিম্নবর্ণিত যে কোন ধরনের ছুটি পাইবেন, যথাঃ- (ক) পূর্ণ গড় বেতনে ছুটি; (খ) অর্ধ গড় বেতনে ছুটি; (গ) বিনা বেতনে অসাধারণ ছুটি; (ঘ) বিশেষ অক্ষমতাজনিত ছুটি; (ঙ) সংগরোধ ছুটি; (চ) প্রসূতিজনিত ছুটি; (ছ) অধ্যয়ন ছুটি; এবং (জ) নৈমিত্তিক ছুটি। (২) উপযুক্ত কর্তৃপক্ষ কোন কর্মচারীকে বিশেষ অক্ষমতাজনিত ছুটি ও অধ্যয়ন ছুটি ব্যতীত অন্যবিধ ছুটি মঞ্জুর করিতে পারিবে এবং ইহা বন্ধের দিনের সহিত সংযুক্ত করিয়াও প্রদান করা যাইতে পারে। (৩) বোর্ডের পূর্বানুমোদনক্রমে উপযুক্ত কর্তৃপক্ষ বিশেষ অক্ষমতাজনিত ছুটি ও অধ্যয়ন ছুটি মঞ্জুর করিতে পারিবে। ২। পূর্ণ গড় বেতনে ছুটি। (১) প্রত্যেক কর্মচারী তৎকর্তৃক দায়িত্ব পালনে অতিবাহিত প্রতি এগার কার্যদিবসের জন্য এক দিন হারে পূর্ণ গড় বেতনে ছুটি অর্জন করিবেন এবং পূর্ণ গড় বেতনে প্রাপ্য এককালীন ছুটির পরিমাণ চার মাসের অধিক হইবে না। (২) অর্জিত ছুটির পরিমাণ চার মাসের অধিক হইলে, তাহা ছুটির হিসাবের অন্য খাতে জমা দেখানো হইবে, উহা হইতে ডাক্তারী সার্টিফিকেট উপস্থাপন সাপেক্ষে...