-ভালোই হইছে তোমারে আমি পাইনাই, তোমারে পায়া গেলে আমার অহংকার বেড়ে জেতো, মানুষের কাছে তোমারে নিয়ে অহংকার করতাম, মানুষের কাছে পূর্ণতার গল্প করতাম,
ভালোই হইছে আমি তোমারে পাইনাই তোমারে পাইলে কষ্ট কি বুঝতামি না, তোমারে পাইলে কষ্টের সাথে আমার কখনো পরিচয় হইতো বলে মনে হয় না, কষ্টের সাধ পাওয়া হইতো না, বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া হতো না তোমারে পাইলে,,,!
ভালোই হইছে তুমি আমার হওনাই তুমি আমার হইলে তোমারে নিয়া অনেক কিছু ভাবা লাগতো, ভাবা লাগতো কি করলে তোমারে আমি আগলে রাখতে পারমু, কি করে তোমারে শুখে রাখতে পারমু,,,!
তুমি আমার না হয়ে ভালোই করছো, এখোন আর নিয়ম করে কাওকে ভালোবাসি কথাটা আমার বলা লাগবোনা, কাওকে নিয়া আর অতো চিন্তাও করা লাগবোনা,,,! ভালোই হইছে তুমি অন্য কারো হইছো, তুমি যদি আমার হইতা ভালোবাসা যে এতো নিষ্ঠুর এটা আমি কখনোই বুঝতামি না, বুঝতাম না মানুষ এমন করেও পরিবর্তন হতে পাড়ে,,
তুমি যদি এখোনো আমারে ভালোবাসতা, তাহলেনিজের শরীলের খুব যত্ন নিতাম, তখন আর চোখের নিচের কালো দাগ দেখতে পেতাম না, কারো কথা ভাবতে ভাবতে কি ভাবে রাত জাগতে হয় তাও জানা হইতো না জাগতে হয়
ভালোই হইছে তুমি আমার হওনাই, তুমি আমার হইলে প্রতিদিন তোমার সাথে গল্প করতে ইচ্ছে করতো, খুব ভালোবাসতে ইচ্ছে করতো তোমারে, তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে খুব ইচ্ছে করতো আমার, ভালোই হইছে তুমি অন্য কারো..!
collected
Comments
Post a Comment