#১ম_থেকে_৫ম_শ্রেণির_জন্য
৫০ টি যুক্ত বর্ণঃ- সংগ্রহে রাখতে পারেন।
হ্ম-- হ্+ম= ব্রহ্মপুত্র।
ক্ষ-- ক্+ষ= রক্ষা।
ষ্ণ-- ষ্+ণ= উষ্ণ।
হ্ণ-- হ্+ ণ= পূর্বাহ্ণ,অপরাহ্ণ।
হ্ন-- হ্+ন= চিহ্ন,মধ্যাহ্ন।
হ্র-- হ্+ র ফলা= হ্রাস,হ্রদ।
হৃ-- হ্+ ঋ কার= হৃদয়।
রূ-- র্+ ঊ কার= রূপ,রূপালি।
রু-- র্+ উ কার= রুই,রুটি।
ত্ত-- ত্+ত= দত্ত।
ক্ত-- ক্+ত= শক্ত।
ত্র-- ত্+র ফলা= ত্রাণ, ত্রিভুজ।
ক্র-- ক্+র ফলা= ক্রয়,বিক্রয়।
ত্রু-- ত্+ র ফলা+ উ কার= ত্রুটি।
ঞ্চ-- ঞ্+চ= অঞ্চল,পঞ্চম।
ঞ্চ-- ঞ্+ঝ= ঝঞ্চা।
ঞ্ছ-- ঞ্+ছ=বাঞ্ছা, অবাঞ্ছিত।
হু-- হ্+ উ কার= হুমায়ুন,বহু।
ঞ্জ-- ঞ্+জ= গঞ্জ,অঞ্জলি।
জ্ঞ-- জ্+ ঞ= বিজ্ঞ,অজ্ঞ,বিজ্ঞান।
ট্ট-- ট্+ট= অট্টালিকা।
ট্র-- ট্ + র ফলা= ট্রেন।
ণ্ট-- ণ্+ ট= বণ্টক(কাঁটা)।
ণ্ড-- ণ্+ ড= কাণ্ড
ণ্ঠ-- ণ্+ ঠ= কণ্ঠ।
ণ্ঢ-- ণ্+ ঢ= টুণ্ঢ(ন্যাড়া)।
ন্ত-- ন্+ত= সন্তান।
ন্থ-- ন্+থ= গ্রন্থ।
ন্দ্ব-- ন্+দ্+ ব ফলা= দ্বন্দ্ব।
ন্দ্র--ন্+দ্+র ফলা= মন্দ্র( গম্ভীর)।
ন্ত্র-- ন্+ত্+ র ফলা= মন্ত্র(পরামর্শ)।
ষ্ট্র-- ষ্+ট্+র ফলা= রাষ্ট্র,উষ্ট্র।
শ্রু-- শ্+র ফলা+উ কার=শুশ্রু।
শ্রূ-- শ্+র ফলা+ঊ কার=শশ্রূ।
শ্ম-- শ্+ম= শ্মশান।
ম্ম-- ম্+ম= সম্মান,আম্মা।
ম্ন-- ম্ +ন= নিম্ন।
ত্থ-- ত্+থ=উত্থান।
ন্ম-- ন্+ ম= তন্ম।
ম্র-- ম্+র ফলা= আম্র।
ন্ন-- ন্+ ন= অন্ন।
দ্ধ-- দ্+ধ=আবদ্ধ।
ব্ধ-- ব্+ধ= লব্ধ,স্তব্ধ।
ধ্ব-- ধ্+ব= ধ্বনি।
ব্দ-- ব্+দ=শব্দ।
দ্দ-- দ্+দ=গাদ্দার(বিশ্বাসঘাতক)।
No comments:
Post a Comment