Skip to main content

Posts

ঋন মুক্তির দোয়া

উচ্চারণ : ‘আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।’ অর্থ : ‘হে আল্লাহ! তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখ এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল (ঋণমুক্ত) করো।’ (তিরমিজি) ঋণমুক্তির নিয়তে সকাল-সন্ধ্যা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। ঋণমুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো। তবেই মহান আল্লাহ ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশআল্লাহ। শুধু তা-ই নয়, নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সময় ভয়-চিন্তা-পেরেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন। তাই যারা ঋণগ্রস্ত; তাদের জন্য ঋণমুক্তিতে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জরুরি।

New curricullum details

নতুন কারিকুলামের পাঠদান প্রকৃতির প্রবক্তা হচ্ছেন  আমেরিকান educational theorist David Allen kolb. এই পদ্ধতিকে বলা হয় 'Kolb's Learning Cycle'. এ পদ্ধতিতে চারটি ধাপ রয়েছে - ১. প্রেক্ষাপট নির্ভর শিখন ২. প্রতিফলনমূলক পর্যবেক্ষণ  ৩. বিমূর্ত ধারনায়ন ৪. সক্রিয় পরীক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে শিখন প্রক্রিয়াকে Experiencial Learning অভিজ্ঞতাভিত্তিক শিখন পদ্ধতি বলে।  ১) Concrete Experience-প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা :  যে বিষয়ে যোগ্যতা অর্জন করানো হবে সে বিষয়ে শিক্ষক একটি বাস্তব অভিজ্ঞতা (Concrete Experience) এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাবেন। এটি হতে পারে শিক্ষার্থীর নিজের অর্জিত বাস্তব অভিজ্ঞতা বা চারপাশের প্রত্যক্ষ ঘটনাবলি।  শিক্ষক শ্রেণিকক্ষে ডিজিটাল কন্টেন্ট বা অভিনয়ের মাধ্যমেও  বাস্তব উপস্থাপনের মধ্য দিয়ে কোনো একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যেতে পারেন। প্রত্যেক শিক্ষার্থীর কোনো একটা বিষয়  কিছু পূর্বজ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা থাকে৷ যদি কোনো পূর্ব অভিজ্ঞতা না-ও থাকে তবে কোনো একটি বিষয় দেখার পর সেটি উপলব্ধি ও অনুধাবন করে থাকে৷ যেমন- সপ্তম শ্রেণির...

Hpw to say Beautiful in 10 ways

১০টি উপায়ে ইংরেজিতে বলুন "Beautiful " 💭 Pretty (প্রিটি) - সুন্দর 💭Attractive (এট্রাক্টিভ) - আকর্ষণীয় 💭 Stunning (স্টানিং) - অত্যাশ্চর্য 💭Lovely (লাভলি) - কমনীয় 💭Dazzling (ড্যাজলিং) - চকচকে 💭Ravishing (র‍্যাভিশিং) - মনোমুগ্ধকর 💭Gorgeous (গর্জিয়াস) - জমকালো 💭 Handsome (হ্যানসাম) - সুদর্শন 💭Exquisite (এক্সকুইস্ট) - সৌন্দর্যপূর্ন 💭Eye-catching (আই-ক্যাচিং) - দৃষ্টিনন্দন 🗣️ Uses of these words  💠Pretty = সুন্দর সাধারনত ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যেমনঃ She is so pretty - সে খুবই সুন্দর। 💠Attractive = আকর্ষণীয় ব্যক্তি/বস্ত উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়। যেমনঃ He is an attractive man- তিনি একজন আকর্ষনীয় পুরুষ। The idea is very attractive- আইডিয়াটি খুবই আকর্ষণীয়। 💠 Stunning = অসাধারণ অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমনঃ She looks stunning - তাকে অসাধারণ দেখাচ্ছে। 💠Ravishing = মনোমুগ্ধকর সকল ক্ষেত্রেই ব্যবহার করা যায় যেমনঃ The event was ravishing - ইভেন্টটি ছিলো মনোমুগ্ধকর । 💠Handsome = সুদর্শন সাধারনতঃ পুরুষ ব্যক্তির...

যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম

🇧🇩যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম 🇧🇩 ✡️ যোগ্যতা : মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান,দক্ষতা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত সক্ষমতা। যোগ্যতার ধারণার আলোকে তার উপাদান সমূহ কে ও সংজ্ঞায়িত করা হয়েছে যেন তা ভালোভাবে উপলব্ধি করে শিক্ষাক্রমের যোগ্যতা শিখন ক্রোম শিখন শেখানো কৌশল শিখন শেখানো সামগ্রী ও মূল্যায়ন পদ্ধতিতে প্রতিফলিত হয়। যোগ্যতার ৪টি উপাদান -   ১.মূল্যবোধ ২. দৃষ্টিভঙ্গি ৩. দক্ষতা ৪. জ্ঞান ✡️ মূল্যবোধ : মূল্যবোধ হচ্ছে ধরনের নীতি বা বিশ্বাস যা যেকোনো ধরনের সিদ্ধান্ত, সমাধান বা অগ্রাধিকার নির্ধারণে প্রভাব বিস্তার করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  মূল্যবোধ চর্চার বিষয়গুলো নিম্নরূপ - সংহতি, দেশপ্রেম, সম্প্রীতি,পরমতসহিষ্ণুতা।, শ্রদ্ধা,সহমর্মিতা, শুদ্ধাচার।  ✡️ দৃষ্টিভঙ্গি : দৃষ্টিভঙ্গি নির্ভর  করে মূল্যবোধ ও বিশ্বাসের ওপর যা তার আচরণকে প্রভাবিত করে। শিক্ষাক্রম রূপরেখায় দৃষ্টিভঙ্গির তিনটি উপাদানকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে- # ব্যক্তিগত বিশ্বাস  # ইতিবাচক সামাজিক রীতি সম্পর্কিত বিশ্...

আত্তাহিয়্যাতুর পিছনের গল্প

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে। আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে! আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি! তাহলে কি বলেছিল...? কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল! মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:- ▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। উওরে মহান আল্লাহ বলেন:- ▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু। অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক...

আমি বলছি না ভালোবাসতেই হবে

  আমি বলছি না ভালোবাসতেই হবে ,   আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,   শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।   আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক ।   আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,   আমি জানি, এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।   আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক : আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,   পাটশাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।   এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি । আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক । কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক. ‘তোমার চোখ এতো লাল কেন ?

হিংসার পরিনতি

বাসায় ঢুকবো তখনি খেয়াল করলাম আমার স্ত্রী চুপিচুপি আমার ছোট ভাইয়ের রুমে একটি স্বর্ণের চেইন হাতে নিয়ে প্রবেশ করলো।বিষয়টি আমার কাছে বেশ সন্দেহজনক মনে হওয়াতে আমিও সরাসরি বেডরুমে না গিয়ে আড়াল থেকে বোঝার চেষ্টা করলাম যে আমার স্ত্রী সজীবের রুমে গিয়ে আসলে করছেটা কি? আমাদের বেডরুমের দরজায় দাঁড়ালে সজীবের রুমের সবকিছু স্পষ্ট ভাবে দেখা যায় তাই আর একমুহূর্ত দেরী না করে সেখান থেকেই রুমি তথা আমার স্ত্রীর কর্মকাণ্ডের উপর নজরদারি করছি।একটু ভালোভাবে খেয়াল করতেই বুঝতে পারলাম রুমি চেইনটা সজীবের বিছানার নিচে আস্তে করে লুকিয়ে রাখলো।পরক্ষণেই ধীরপায়ে ওকে রুম থেকে বের হয়ে আসতে দেখে আমি তখনি নিজেকে সেখান থেকে সরিয়ে নিজেদের রুমে প্রবেশ করলাম।আমাকে হঠাৎ করে রুমে দেখে আমার স্ত্রী কিছুটা চমকে উঠে জিজ্ঞেস করলো, -- "কি ব্যপার? এতো তাড়াতাড়ি দোকান থেকে এসে পড়লে? আর যাবে না দোকানে?" আমি নির্লিপ্ত স্বরে বলি, -- "আজকে শরীরটা ভালো লাগছে না। সজীবকে দোকানে রেখে এসেছি। ওকে বলেছি একটু বিশ্রাম নিয়ে আবার যাবো। সে যাই হোক তুমি এতক্ষণ কি করছিলে?" আমার প্রশ্ন শুনে রুমি থতমত খেয়ে বললো, -- "কি আর করবো? রান্না...