১০টি উপায়ে ইংরেজিতে বলুন "Beautiful "
💭 Pretty (প্রিটি) - সুন্দর
💭Attractive (এট্রাক্টিভ) - আকর্ষণীয়
💭 Stunning (স্টানিং) - অত্যাশ্চর্য
💭Lovely (লাভলি) - কমনীয়
💭Dazzling (ড্যাজলিং) - চকচকে
💭Ravishing (র্যাভিশিং) - মনোমুগ্ধকর
💭Gorgeous (গর্জিয়াস) - জমকালো
💭 Handsome (হ্যানসাম) - সুদর্শন
💭Exquisite (এক্সকুইস্ট) - সৌন্দর্যপূর্ন
💭Eye-catching (আই-ক্যাচিং) - দৃষ্টিনন্দন
🗣️ Uses of these words
💠Pretty = সুন্দর
সাধারনত ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়। যেমনঃ She is so pretty - সে খুবই সুন্দর।
💠Attractive = আকর্ষণীয়
ব্যক্তি/বস্ত উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হয়।
যেমনঃ He is an attractive man- তিনি একজন আকর্ষনীয় পুরুষ।
The idea is very attractive- আইডিয়াটি খুবই আকর্ষণীয়।
💠 Stunning = অসাধারণ
অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়
যেমনঃ She looks stunning - তাকে অসাধারণ দেখাচ্ছে।
💠Ravishing = মনোমুগ্ধকর সকল ক্ষেত্রেই ব্যবহার করা যায়
যেমনঃ The event was ravishing - ইভেন্টটি ছিলো মনোমুগ্ধকর ।
💠Handsome = সুদর্শন
সাধারনতঃ পুরুষ ব্যক্তির ক্ষেত্রে ব্যাবহৃত হয়।
যেমনঃ He is a handsome man - সে একজন সুদর্শন পুরুষ।
💠Eye catching - আকর্ষণীয়, নজড়কাড়া
সাধারনত বস্তুর ক্ষেত্রে ব্যাবহার করা হয়।
যেমনঃ Your Panjabi is really eye-catching. (তোমার পাঞ্জাবিটি সত্যি আকর্ষণীয়)
💠Lovely = কমনীয়, অতি সুন্দর।
প্রায় সকল ক্ষেত্রেই ব্যাবহার করা যায়। যেমনঃ she is lovely - সে খুবই সুন্দর।
💠Dazzling = চকচকে, ঝলমলে সাধারনত কোন দৃশ্য বা আয়োজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়,
💠Gorgeous = অসাধারন, জমকালো সকল ক্ষেত্রেই ব্যবহার করা যায়।
💠Exquisite = দারুন, সৌন্দর্যপূর্ন সাধারনতঃ খাবারের বা আয়োজন আপ্যায়ন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
Collected
No comments:
Post a Comment