Sunday, April 29, 2018

অতি গুরুত্বপূর্ণ ৭৬ টা সাধারণ জ্ঞান


১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় -
=১৭৫২ মার্কিন ডলার
২। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার -
=৭.৬৫%
৩। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হবে?
=৭ মে, ২০১৮
৪। বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাগরির শর্ত পূরণ করে ?
=১৬ মার্চ ,২০১৮।
৫। ডাক বিভাগের অার্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ?
=ডাকটাকা।
৬।দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় ?
=কক্সবাজারে।
7)বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাসস্থান, শিক্ষা সহায়তা ও অন্যান্য ঝুঁকি মোকাবেলায় ১০ মাসের জন্য জাতিসংঘের নেয়া প্ল্যানের নাম কি?
#উঃ- জয়েন্ট রেসপন্স প্ল্যান।
৮.শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
=লেবুখালী, পটুয়াখালী
৯।পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রথম হিন্দু দলিত নারী সিনেটর -
=কৃষ্ণা কুমারি কোহলি
১০। পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে?
= ডঃ মুবারক আহমদ খান।।।
11)সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ই-ডেটাবেজ তৈরির জন্য কী নামে পরিচয়পত্র প্রদান করা হবে?
#উঃ- ইউনিক স্মার্টকার্ড
১২। দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ?
= ময়মনসিংহ
১৩। বাংলা সন কত?
= ১৪২৫
১৪। দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কত ?
5.68%
১৫। মুন্সি গন্জে ২ মার্চ উন্মোচন করা ''পতাকা ৭১'' ভাস্কর্যটির ভাস্কর কে?
= রুপম রায়।
১৬।দেশের প্রথম নারী প্রোগ্রামার কে ?
= শাহেদা মুস্তাফিজ
১৭।জাতীয় ভোটার দিবস কবে ?
=১ মার্চ
১৮।মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?
=Abdulla Yamin.
১৯।পূর্ব গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায় ?
= সিরিয়া।
20) বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্ণরের নাম কী?
#উঃ- আহমেদ জামাল
২১। কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?
= ৫৩ ( নতুন গাম্বিয়া )
২২।সম্প্রতি মঙ্গল গ্রহে পৌছা‌নো ''মঙ্গলযান'' প্রেরনকারী দেশের নাম কী ?
=ভারত
২৩।বিশ্ব অটিজম দিবস কবে ?
=২রা এপ্রিল
২৪।স্বাধীনতা পদক কত জনকে দেওয়া হয়?
= ১৮
২৫।বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?
=ওষুধ
২৬.কাঁকন বিবি কখন মৃত্যু বরণ করেন?
=২১ মার্চ ২০১৮।
২৭।কাঁকন বিবি কে কোন সালে "বীর প্রতীক" উপাধি দেয়া হয়?
উঃ১৯৯৭.
২৮।কাঁকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন?
উঃখাঁসিয়া।
২৯।৯০ তম আস্কারে সেরা অভিনেএীর পুরষ্কার কে পান?
উঃFrances McDormand
30। স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে?
#১৪মার্চ, ২০১৮। (৭৬ বছর)
(সংগ্রিহিত)

No comments:

Post a Comment