কম্পিউটার প্রথম আবিষ্কার করেন কে.... ?
#উওর_ হাওয়ার্ড_এইকিন
কম্পিউটারের জনক
-চার্লস ব্যাবেজ
আধুনিক কম্পিউটারের জনক কে....?
#উওর : -নিউম্যান
প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচিয়তা কে....?
#উওরঃ লেডি এডা অগাষ্টা
বাংলাদেশের প্রথম কম্পিউটার ব্যবহৃত হয়.....???
#উএর : পরমাণূ শক্তি কেন্দ্রে (1964 সালে)
বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি....?
#উঃ বিজয়
বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
#উঃ IBM-1620
# বাংলাদেশে প্রথম বাংলা ফন্ট
ব্যবহৃত হয় কত সালে?
উঃ 1987 সালে
# সুপার কম্পিউটারের জনক কে?
উঃ সেয়মোর ক্রে
# প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার
"মার্ক-1" এর
জনক কে? উঃ হাওয়ার্ড এইকিন
# কম্পিউটারে ব্যবহৃত Punch Card কে আবিষ্কার করেন?
উঃ মেরি জ্যাকার্ড (ফ্রান্স)
# কম্পিউটারের মাউস সর্বপ্রথম তৈরী করেন কে?
উঃ উইলিয়াম ইংলিশ
☞কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি হলো......?
--> রম(ROM)
☞কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদান প্রযুক্তি হলো......?
--> ইন্টারনেট
☞বাইনারি সংখ্যার ভিত্তি .... ..... ?
--- ২
☞অকটাল সংখ্যার ভিিও .... ..... ?
-- ৮
☞তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?
-নেটওয়ার্ক
☞সেবা প্রদানকারী কোম্পানীকে কি বলা হয়?
উঃ Internet Service Provider
☞ই-মেইলের পূর্ণ নাম কী?
--ইলেকট্রনিক মেইল
☞কোনটি টপোলজি ... ?
- মেশ
☞সবচেয়ে সহজ টপোলজি কোনটি....?
- বাস টপোলজি
☞কোন টপোলজিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?
-. রিং টপোলজি
☞তথ্য কোথায় সংরক্ষণ করে রাখা হয়?
-. ডেটাবেসে
☞মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে?
-অ্যানালগ ও ডিজিটাল
☞রাউটার কী কাজে ব্যবহার করা হয়?
-. নেটওয়ার্ক তৈরিতে
☞কম দূরত্বে সিগন্যাল পাঠাতে কোন মাধ্যমটি ব্যবহার করা হয়?
-বৈদ্যুতিক তার
কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে?
#উঃ আবাকাস নামক গণনাকারী
যন্ত্রকে।
দেশের প্রথম Wi-Fi শহর কোনটা .... ?
#উওর : সিলেট
কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে?
#উঃ আবাকাস নামক গণনাকারী
যন্ত্রকে।
দেশের প্রথম Wi-Fi শহর কোনটা .... ?
#উওর : সিলেট
☞নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?
- প্রটোকল
☞পিপীলিকা কী?
--- বাংলা সার্চ ইঞ্জিন
☞মাইক্রোপ্রসেসরের কাজ কি --?
--তথ্য প্রক্রিয়াকরণ করা
☞কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়--?
-, ন্যানো সেকেন্ড
☞এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়- .....?
- হাইব্রিড কম্পিউটার
১৷ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন?
=১৯৬৯ সালে।
.
২৷ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন?
=১৯৯৬ সালে।
.
৩৷ ইন্টারনেটের জনক কে?
=ভিনটন জি কার্ফ।
.
৪৷ WWW এর অর্থ কি?
=World Wide Web.
.
৫৷WWW এর জনক কে?
=টিম বার্নাস লি
৬৷ ই-মেইল এর জনক কে?
=রে টমলি সন।
.
৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
=এলান এমটাজ।
.
৮৷ Internet Corporation For Assiged Names And
Number– ICANN এর প্রতিষ্টা কবে?
=১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে(সদর দপ্তর
ক্যালিফোর্নিয়)
.
৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
=ডট কম।
.
১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে?
=১৫ মার্চ ১৯৮৫ সালে।
১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
=প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র
.
১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার (Web Browser) কি কি?
=Opera, Mozilla,Internet Explorer, Rock Melt, Google Chrome.
.
১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
=সার্জে এম বেরিন ও লেরি পেজ।
.
১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
=Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
.
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
=২০০৬ সালে।
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
=২০০৬ সালে।
১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
=জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ
স্টোর্ন।
১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
=মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
=২০০৪ সালে।
১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
=টেলি মেডিসিন।
২০৷ উইকিপিডিয়া কি?
=অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
= জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
= ২০০১ সালে ।
২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
=অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান
২৪৷ উইকিলিকস(wikileaks) কি?
=সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
২৫৷ উইকিলিকস(Wikileaks) এর কাজ কি?
= বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬৷ উইকিলিকস(Wikileaks)
কে প্রতিষ্টা করেন?
=জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)
২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
= ARPANET (Advanced Research Projects Agency Network)
২৮৷ ফ্লিকার কি?
=ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯৷ ইউটউব কি?
= ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে?
=স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১৷ স্প্যাম কি?
=অনাকাঙ্কিত ই-মেইল।
Books poem in bangla and with analysis Verse-wise Bangla Translation: What worlds of wonder are our books! As one opens them and looks, New ideas and people rise In our fancies and our eyes. আমাদের বইগুলো কী আশ্চর্য এক জগৎ! যখনই কেউ তা খুলে দেখে, নতুন ভাবনা আর নতুন মানুষ জেগে ওঠে কল্পনায় ও চোখের সামনে। The room we sit in melts away, And we find ourselves at play With some one who, before the end, May become our chosen friend. আমরা যে ঘরে বসে আছি, তা যেন মিলিয়ে যায়, আর আমরা আবিষ্কার করি নিজেদের খেলায় মত্ত কাউকে সঙ্গে নিয়ে, যে হয়তো শেষ পর্যন্ত আমাদের প্রিয় বন্ধু হয়ে উঠবে। Or we sail along the page To some other land or age. Here's our body in the chair, But our mind is over there. অথবা আমরা পৃষ্ঠার ওপর দিয়ে ভাসতে থাকি অন্য কোনো দেশ বা কালের দিকে। আমাদের শরীরটা রয়েছে চেয়ারে, কিন্তু মন চলে গেছে দূরে অন্য কোথাও। Each book is a magic box Which with a touch a child unlocks. In between their outside covers Books hold all things for their lovers. প্রতিটি বই একেকটি জাদুর বাক্স, যা শিশুরা এক ...
Comments
Post a Comment