Monday, July 16, 2018

কম্পিউটার সম্পর্কিত কিছু এম সি কিউ প্রশ্ন


কম্পিউটার প্রথম আবিষ্কার করেন কে.... ?
#উওর_ হাওয়ার্ড_এইকিন
কম্পিউটারের জনক
-চার্লস ব্যাবেজ
আধুনিক কম্পিউটারের জনক কে....?
#উওর : -নিউম্যান
প্রথম কম্পিউটার প্রোগ্রামের রচিয়তা কে....?
#উওরঃ লেডি এডা অগাষ্টা
বাংলাদেশের প্রথম কম্পিউটার ব্যবহৃত হয়.....???
#উএর : পরমাণূ শক্তি কেন্দ্রে (1964 সালে)
বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট কোনটি....?
#উঃ বিজয়
বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি?
#উঃ IBM-1620
# বাংলাদেশে প্রথম বাংলা ফন্ট
ব্যবহৃত হয় কত সালে?
উঃ 1987 সালে
# সুপার কম্পিউটারের জনক কে?
উঃ সেয়মোর ক্রে
# প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার
"মার্ক-1" এর
জনক কে? উঃ হাওয়ার্ড এইকিন
# কম্পিউটারে ব্যবহৃত Punch Card কে আবিষ্কার করেন?
উঃ মেরি জ্যাকার্ড (ফ্রান্স)
# কম্পিউটারের মাউস সর্বপ্রথম তৈরী করেন কে?
উঃ উইলিয়াম ইংলিশ
☞কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি হলো......?
--> রম(ROM)
☞কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদান প্রযুক্তি হলো......?
--> ইন্টারনেট
☞বাইনারি সংখ্যার ভিত্তি .... ..... ?
--- ২
☞অকটাল সংখ্যার ভিিও .... ..... ?
-- ৮
☞তথ্যকে উপস্থাপন করার জন্য কোনটি প্রয়োজন?
-নেটওয়ার্ক
☞সেবা প্রদানকারী কোম্পানীকে কি বলা হয়?
উঃ Internet Service Provider
☞ই-মেইলের পূর্ণ নাম কী?
--ইলেকট্রনিক মেইল
☞কোনটি টপোলজি ... ?
- মেশ
☞সবচেয়ে সহজ টপোলজি কোনটি....?
- বাস টপোলজি
☞কোন টপোলজিতে একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে?
-. রিং টপোলজি
☞তথ্য কোথায় সংরক্ষণ করে রাখা হয়?
-. ডেটাবেসে
☞মডেম কী ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে?
-অ্যানালগ ও ডিজিটাল
☞রাউটার কী কাজে ব্যবহার করা হয়?
-. নেটওয়ার্ক তৈরিতে
☞কম দূরত্বে সিগন্যাল পাঠাতে কোন মাধ্যমটি ব্যবহার করা হয়?
-বৈদ্যুতিক তার
কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে?
#উঃ আবাকাস নামক গণনাকারী
যন্ত্রকে।
দেশের প্রথম Wi-Fi শহর কোনটা .... ?
#উওর : সিলেট
কম্পিউটারের পূর্বপুরুষ' বলা হয় কাকে?
#উঃ আবাকাস নামক গণনাকারী
যন্ত্রকে।
দেশের প্রথম Wi-Fi শহর কোনটা .... ?
#উওর : সিলেট
☞নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে যে নিয়মকানুন মেনে চলতে হয়, তাকে কী বলে?
- প্রটোকল
☞পিপীলিকা কী?
--- বাংলা সার্চ ইঞ্জিন
☞মাইক্রোপ্রসেসরের কাজ কি --?
--তথ্য প্রক্রিয়াকরণ করা
☞কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়--?
-, ন্যানো সেকেন্ড
☞এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়- .....?
- হাইব্রিড কম্পিউটার
১৷ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন?
=১৯৬৯ সালে।
.
২৷ বাংলাদেশে ইন্টারনের চালু হয় কখন?
=১৯৯৬ সালে।
.
৩৷ ইন্টারনেটের জনক কে?
=ভিনটন জি কার্ফ।
.
৪৷ WWW এর অর্থ কি?
=World Wide Web.
.
৫৷WWW এর জনক কে?
=টিম বার্নাস লি
৬৷ ই-মেইল এর জনক কে?
=রে টমলি সন।
.
৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
=এলান এমটাজ।
.
৮৷ Internet Corporation For Assiged Names And
Number– ICANN এর প্রতিষ্টা কবে?
=১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে(সদর দপ্তর
ক্যালিফোর্নিয়)
.
৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
=ডট কম।
.
১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে?
=১৫ মার্চ ১৯৮৫ সালে।
১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
=প্রথম-চীন,দ্বিতীয় যুক্তরাষ্ট্র
.
১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার (Web Browser) কি কি?
=Opera, Mozilla,Internet Explorer, Rock Melt, Google Chrome.
.
১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা কে?
=সার্জে এম বেরিন ও লেরি পেজ।
.
১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি?
=Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
.
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
=২০০৬ সালে।
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
=২০০৬ সালে।
১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে?
=জ্যাক উর্সে ,ইভান উইলিয়াম, বিজ
স্টোর্ন।
১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে?
=মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয়?
=২০০৪ সালে।
১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে?
=টেলি মেডিসিন।
২০৷ উইকিপিডিয়া কি?
=অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ।
২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে?
= জিমি ওয়েলস(যুক্তরাষ্ট)
২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয়?
= ২০০১ সালে ।
২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি?
=অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান
২৪৷ উইকিলিকস(wikileaks) কি?
=সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
২৫৷ উইকিলিকস(Wikileaks) এর কাজ কি?
= বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬৷ উইকিলিকস(Wikileaks)
কে প্রতিষ্টা করেন?
=জুলিয়ান আসেঞ্জ(অস্ট্রেলিয়া)
২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি?
= ARPANET (Advanced Research Projects Agency Network)
২৮৷ ফ্লিকার কি?
=ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯৷ ইউটউব কি?
= ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে?
=স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১৷ স্প্যাম কি?
=অনাকাঙ্কিত ই-মেইল।

No comments:

Post a Comment